|
|
|
|
রেলকর্মীদের উৎসব আনাড়ায় |
নিজস্ব সংবাদদাতা • পাড়া |
আনাড়ায় শুরু হয়েছে রাজীব গাঁধী স্মৃতি যুব উৎসব। বৃহস্পতিবার ওই উৎসবের উদ্বোধন করেন আদ্রার ডি আর এম অমিতকুমার হালদার। ছিলেন রেলের পদস্থ কর্তারা। রেলওয়ে মেনস কংগ্রেসের আনাড়া শাখার উদ্যোগে ১১ বছর আগে আনাড়ায় শুরু হয়েছিল এই উৎসব। এ বছর মেলা হচ্ছে আনাড়া রেল ময়দানে। মেনস কংগ্রেসের আদ্রার ডিভিশনাল কোঅর্ডিনেটর সুব্রত দে জানান, আনাড়ায় রেলকর্মীদের মনোরঞ্জনের কোনও ব্যবস্থা নেই। কর্মীদের মধ্যে বেশিরভাগই চালক ও গার্ড। কাজের এক ঘেয়েমি কাটানোর জন্য এই উৎসবের আয়োজন। |
|
—নিজস্ব চিত্র। |
সাত দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করেছেন উদ্যোক্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল দেশাত্মবোধক গানের নৃত্য, লোকসঙ্গীত, রায়বেঁশে নৃত্য। আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত মূল মঞ্চে হবে সঙ্গীতানুষ্ঠান, জলসা, যাদু প্রদর্শনী, যাত্রা হবে। এ ছাড়া, পাঁচ দিন ধরে বসেআঁকো, যেমন খুশি সাজো-সহ মহিলা ও বয়স্কাদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে। সংগঠনের আনাড়া শাখার সম্পাদক রাজা বোস জানান, বাইরের শিল্পীদের পাশাপাশি এলাকার শিল্পীরাও অনুষ্ঠানে যোগ দেবেন। উৎসবে ৩০০টি দোকান রয়েছে। |
|
|
|
|
|