টুকরো খবর
দেগঙ্গায় দুর্ঘটনায় মৃত্যু নাতি-ঠাকুমার
বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল নাতি ও ঠাকুমার। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে দেগঙ্গার চাঁদিপুর গ্রামের কাছে। দুর্ঘটনার পরে ক্ষুব্ধ জনতা দেহ দু’টি আটকে প্রায় তিন ঘণ্টা রাস্তা অবরোধ করে। বাসটি ভাঙচুর করা হয়। আগুন ধরানোরও চেষ্টা হয়। তবে পুলিশ ও কিছু মানুষের চেষ্টায় তা সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত হালিমা বিবি (৪৫) এবং তাঁর আট মাসের নাতি আনিসউদ্দিন শাহাজি স্থানীয় সুবর্ণপুর গ্রামের বাসিন্দা। কয়েক দিন ধরে অসুস্থ আনিসউদ্দিনকে ওই বিকেলে স্থানীয় বুড়িরহাট বাজারে চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছিলেন হালিমা বিবি। তাঁরা ছিলেন একটি সাইকেলে। মাটিকুমড়া-চাকলা রোড ধরে সাইকেল চালাচ্ছিলেন আনিসউদ্দিনের বাবা সাহানুর। চাঁদিপুর গ্রামের কাছে উল্টো দিক থেকে একটি বাস প্রায় সাইকেলটির কাছে চলে আসে। ঘাবড়ে গিয়ে সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সাহানুর। তিন জনেই রাস্তায় ছিটকে পড়েন। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় হালিমা বিবি ও তাঁর নাতির। সামান্য আহত হন সাহানুর। দুর্ঘটনার পরে বাস ফেলে রেখে চালক-কন্ডাক্টর পালায়। এর পরেই জনতা বাসটিতে ভাঙচুর চালায়। তার পরে কেরোসিন ঢেলে দেওয়া হয়। বাসের চালক-কন্ডাক্টরকে গ্রেফতার এবং মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে এর পরে শুরু হয় অবরোধ। বিক্ষোভকারীরা ওই রাস্তায় গাড়ি আস্তে চালানোর ব্যবস্থা গ্রহণেরও দাবি তোলেন। শেষে জনতাকে বুঝিয়ে পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠায়।

পিকনিকে এসে নদীতে তলিয়ে গেলেন যুবক
পিকনিক করতে গিয়ে টাকির ইছামতীতে নৌকা থেকে পড়ে তলিয়ে গিয়েছেন কলকাতার মেটিয়াবুরুজের এক যুবক। বৃহস্পতিবারের ঘটনা। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ভিকি কবিরাজ নামে ওই যুবকের সন্ধান মেলেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতার একটি পরিবহণ সংস্থায় গাড়ি-চালকের কাজ করেন ভিকি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে মেটিয়াবুরুজ থেকে ভিকি-সহ ৬০ জনের একটি দল টাকিতে পিকনিক করতে আসে। বিকেলে ভিকি এবং দলের আরও ৯ জন একটি নৌকা নিয়ে ইছামতী ধরে জমিদারবাড়ির দিকে চলে যান। নৌকার কয়েক জন নাচানাচি করছিলেন। বারণ করলেও তাঁর কথা শোনা হয়নি বলে পুলিশকে জানিয়েছেন ওই নৌকার মাঝি। ওই নাচানাচির সময়েই নৌকাটি এক দিকে হেলে যায়। ভিকি-সহ চার জন জলে পড়ে যান। তিন জন পাড়ে উঠলেও ভিকির খোঁজ মেলেনি। টাকি পুরসভার পক্ষে ডুবুরি নামানো হয়। ইছামতী উল্টো পাড়ে বাংলাদেশের সাথক্ষীরা জেলা। সেখানের সীমান্তরক্ষীর সঙ্গে যোগাযোগ করে হাসনাবাদের পুলিশ।

সন্দেশখালিতে ৩টি দোকানে ডাকাতি
পুলিশ চৌকির কাছেই সন্দেশখালির মথুরাপুর বাজারে দু’টি সোনার দোকান-সহ তিনটি দোকানের গেট-দরজা ভেঙে ঢুকে অলঙ্কার এবং নগদ টাকা হাতাল দুষ্কৃতীরা। বুধবার গভীর রাতে ওই ঘটনার কথা টের পেয়ে গ্রামবাসীরা বাধা দিতে গেলে দুষ্কৃতীরা বোমা-গুলি ছুড়ে পালায়। তবে, সেই ঘটনায় কেউ হতাহত হননি। কিন্তু বোমা-গুলির শব্দেও চৌকির পুলিশ আসেনি, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে ব্যবসায়ীরা ওই বাজার বন্ধ রেখে বিক্ষোভ দেখান। প্রায় দু’ঘণ্টা ঘেরাও করা হয় পুলিশ-চৌকি। পরে পুলিশের পক্ষ থেকে দুষ্কৃতীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দেওয়া হলে ঘেরাও-বিক্ষোভ থামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ জনা ২০ দুষ্কৃতী ওই বাজারের স্বর্ণ ব্যবসায়ী দীনেশ মণ্ডল এবং দেবব্রত বিশ্বাসের দোকানে চড়াও হয়। কয়েক লক্ষ টাকার সোনা-রুপোর গয়না নিয়ে তারা শো-কেস ভাঙচুর করে। তার পরে চড়াও হয় বই বিক্রেতা মুজিবর গাজির দোকানে। সেখান থেকে নগদ কয়েক হাজার টাকা হাতায়। বিষয়টি টের পেয়ে গ্রামবাসীরা বাধা দিতে এসেও ব্যর্থ হন। এসডিপিও (বসিরহাট) আনন্দ সরকার বলেন, “তদন্ত শুরু হয়েছে। আশা করছি, শীঘ্রই অপরাধীদের গ্রেফতার করা যাবে। চৌকির পুলিশের ভূমিকা দেখা হবে।”

ট্রেনের ধাক্কায় মৃত
কানে মোবাইলের হেডফোন গুঁজে কথা বলতে বলতে লেভেল ক্রসিং পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। শুক্রবার, ব্যারাকপুর ১৪ নম্বর রেলগেটের কাছে। মৃত সায়ন্ত অধিকারীর (২৬) বাড়ি ইছাপুরে। পুলিশ জানায়, সকালে পরপর ট্রেন যাচ্ছিল বলে লেভেল ক্রসিং বহুক্ষণ বন্ধ ছিল। সায়ন্ত মোবাইলে কথা বলতে বলতে সাইকেল নিয়ে বন্ধ লেভেল ক্রসিং পেরোচ্ছিলেন। ডাউন ইন্টারসিটি এক্সপ্রেস এসে পড়ায় তার ধাক্কায় ছিটকে পড়েন। আরপিএফ, জিআরপি ও রেলকর্মীরা অচৈতন্য সায়ন্তকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। রেলপুলিশ জানায়, মৃতের পকেটে কয়েকটি সিম কার্ড ও মোবাইল মিলেছে। স্থানীয় সূত্রে খবর, সায়ন্ত মোবাইলের যন্ত্রাংশ সরবরাহ ও সারানোর কাজ করতেন। ঘটনার কিছু পরেই ব্যারাকপুরের ১২ ও ১৩ নম্বর রেলগেটের মাঝে বছর বাইশ-তেইশের অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ মেলে। পুলিশের অনুমান, রেলের পোস্টে ধাক্কা খেয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের।

পচাগলা দেহ এ বার উদ্ধার হল বারুইপুরে
ঢাকুরিয়ার পরে বারুইপুর। ফের মিলল পচাগলা দেহ। বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি পুকুর থেকে দিন পাঁচেক ধরে নিখোঁজ ওই ব্যক্তির দেহ মেলে। মৃত শ্রীকুমার বাপানির (৪০) বাড়ি বারুইপুরের ভাটপাড়ায়। পুলিশ জানায়, একটি কেটারিং সংস্থায় রান্নার কাজ করতেন শ্রীকুমারবাবু। বারুইপুরে দেহ উদ্ধারের ঘটনায় নিহত ব্যক্তি গত ২১ তারিখ থেকেই নিখোঁজ ছিলেন। বিষয়টি বারুইপুর থানায় জানান পরিবারের লোকেরা। ২৬ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে শ্রীকুমারবাবুর বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরপাড়ে তাঁর জুতো পড়ে থাকতে দেখে যায়। পাড়ার লোকজন পুকুরের জল ছেঁচলে দেখা যায়, শ্রীকুমারের দেহ ইট দিয়ে বাঁধা। দেহটি পচে-গলে গিয়েছে। পুলিশের অনুমান, ব্যক্তিগত আক্রোশে কেউ শ্রীকুমারকে খুন করে দেহটি ইট দিয়ে বেঁধে পুকুরে ফেলে দেয়।

বনগাঁয় ক্রিকেট
বনগাঁর জয়ন্তীপুরে স্থানীয় প্রগতি স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে পাঁচ দিন ধর চলা দিনরাতের নক-আউট ক্রিকেট শেষ হল বৃহস্পতিবার। আট দলের এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় এগিয়ে চলো সঙ্ঘ এবং প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ২০ ওভারে প্রতাপগড় তোলে ১৭২ রান। ১৭ ওভারে এগিয়ে চলো সঙ্ঘ তোলে ১৩৮ রান। নির্দিষ্ট সময়ে খেলা শেষ না হওয়ায় উদ্যোক্তারা দু’টি দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করেন।

গাঁজা-সহ ধৃত ৩ হাবরায়
বাংলাদেশে পাচারের জন্য গাঁজা নিয়ে যাওয়ার সময়ে এক মহিলা-সহ হাতেনাতে ৩ জনকে গ্রেফতার করল হাবরা থানার পুলিশ। বুধবার রাতে চোংদা মোড় থেকে স্বপন মণ্ডল, নমিতা মণ্ডল ও শিখা প্রামাণিক নামে ওই তিন জনকে ধরা হয়। তাদের বাড়ি নদিয়ার হোগলবেড়িয়া এলাকায়। পলিশ জানায়, ধৃতদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তারা বারাসত থেকে স্বরূপনগরের দিকে গাঁজা নিয়ে যাচ্ছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.