|
|
|
|
|
|
|
নানা রকম... |
|
সরল রূপক কাহিনি |
মনসিজ মজুমদার |
এ বার নান্দীকার নাট্যমেলায় কাশ্মীর থেকে এসেছিল তনমার্গের পিঞ্জুরা গ্রামের রোশন আর্ট সেন্টারের ‘অর্চিকাল’ (রচনা: ইয়াকুব দিলখাস, পরিচালনা রেশি রশিদ)। বোধ হয় এই প্রথম কাশ্মীরের মূল ভূখণ্ড থেকে নাটক এল কলকাতায়। হাবিব তনবিরের নয়া থিয়েটারের মতো এই নাট্যদলের কুশীলবেরা প্রধানত খেত-খামারের কর্মী। সরল রূপক কাহিনি। খলনায়ক রাজা ও তার চাটুকার পারিষদ রাজ্যবাসীর মধ্যে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সাংস্কৃতিক বিভেদ জিইয়ে রাখে নিজেদের ক্ষমতা অটুট রাখতে। যখনই প্রজাদের মধ্যে অসন্তোষ ঘনিয়ে ওঠে তখনই এক পক্ষকে আর এক পক্ষের বিরুদ্ধে লড়িয়ে দেয়। রক্ষীসেনাদের গুলিতে সাধারণ কাশ্মীরি মারা যায়, সেনাও মরে। কাশ্মীর জননী দু’জনের জন্যই কাঁদেন।
সারল্য আর প্রত্যক্ষ নাটকীয় আবেদন, লোকনৃত্য ও গান, চমৎকার রংদার পোশাকে তরুণ কুশীলবদের মঞ্চ উপস্থিতি এবং নৃত্যবিন্যাস-সহ নাটকের সামগ্রিক ডিজাইন দর্শকদের মুগ্ধ করে রাখে। খুব সরল হলেও বর্তমান দ্বিধাবিভক্ত কাশ্মীরের দুর্দশা সম্বন্ধে এক সুস্পষ্ট রাজনৈতিক বিষয় ও বক্তব্য আছে, যার লক্ষ্য হয়তো ভারত ও পাকিস্তান দু’দেশই। সংলাপের স্থানীয় লোকভাষা বোঝা গেলে নাটকের অভিঘাত আরও মনোজ্ঞ হত। |
সেই সব রবির গানে
|
সম্প্রতি সল্টলেক পূর্বশ্রীতে আয়োজিত এক অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল কোহিনুর সেন বরাটের ‘কণিকাঞ্জলি’ এবং দ্বিতীয় পর্বে সুনন্দা ঘোষের ‘চলচ্চিত্রে রবীন্দ্রনাথ’ গীতি আলেখ্য। পরে সুনন্দা শোনালেন ১৫টি গান। তার মধ্যে উল্লেখযোগ্য হল সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘তথ্যচিত্রে রবীন্দ্রনাথ’ থেকে পাঁচটি গান। তবে অবশ্যই ভাল লাগে অগ্নিশ্বর ছায়াছবির ‘তুমি রবে নীরবে’, শঙ্খবেলার ‘আজি ঝরঝর মুখর’, ‘অভিযাত্রী’র ‘ভাঙো বাঁধ ভেঙে দাও’ প্রভৃতি। শিল্পীর পরিচ্ছন্ন পরিবেশনা অনুষ্ঠানটিকে একটি অন্য মাত্রায় পৌঁছে দেয়। |
রাতভর কথায় ও গানে |
সম্প্রতি রবীন্দ্রসদনে সারা রাত বাংলা গান ও আবৃত্তির আসরে প্রথমেই গাইলেন অনসূয়া চৌধুরি। এর পরেই অনুপ ঘোষাল মাতিয়ে দিলেন রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি গেয়ে। রবীন্দ্রনাথের গানে মুগ্ধ করলেন সুছন্দা ঘোষ, অজন্তা সিংহ, জয়তি ভট্টাচার্য, ইরাবতি বসু, তনুশ্রী বন্দ্যোপাধ্যায় প্রমুখ। আবৃত্তি পরিবেশন করে মুগ্ধ করলেন সুপ্রকাশ মুখোপাধ্যায় ও তাপস নাগ। পুরাতনী গানে মুগ্ধ করলেন অরিন্দম মুখোপাধ্যায়, মিনা মুখোপাধ্যায়, মালবিকা শূর, সন্ধ্যাশ্রী দত্ত প্রমুখ। ভোরে লোকগীতিতে মাতিয়ে দিলেন রাজু চক্রবর্তী
ও সোমা মুখোপাধ্যায়। সঞ্চালনায় ছিলেন মৌ ভট্টাচার্য ও রবীন্দ্রনাথ গৌতম। আয়োজক অন্বেষা। |
|
|
|
|
|