টুকরো খবর |
দাসেরবাঁধ-কাণ্ডে বিচার প্রক্রিয়া শুরু |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
আদালতে হাজির করানো হচ্ছে প্রাক্তন মন্ত্রীকে। নিজস্ব চিত্র। |
দাসেরবাঁধ কঙ্কাল কাণ্ডের বিচারের জন্য এজলাস নির্দিষ্ট হল। মেদিনীপুরের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অভিজিৎ সোমের এজলাসে এই মামলার বিচার-পর্ব চলবে। শুক্রবার এই নির্দেশ দেন মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারক মীর দারা শেকো। আগামী ১৬ ফেব্রুয়ারি সুশান্ত ঘোষ-সহ ধৃতদের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের এজলাসেই হাজির করানো হবে। এর পর শুরু হবে চার্জগঠনের প্রক্রিয়া। গত ১৩ জানুয়ারি মামলাটি দায়রা সোপর্দ করে মেদিনীপুরের সিজেএম আদালত। আদালতের নির্দেশ মেনে শুক্রবার ধৃতদের জেলা ও দায়রা বিচারকের এজলাসে হাজির করানো হয়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ-সহ এই মামলায় এখনও পর্যন্ত ২০ জন ধরা পড়েছেন। মোট অভিযুক্ত অবশ্য ৫৮ জন। ৩৮ জন এখনও ‘ফেরার’। ইতিমধ্যেই তাঁদের অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এ দিন জেলবন্দি ২০ জনের মধ্যে ১৯ জনকে আদালতে হাজির করানো হয়েছিল। শারীরিক অসুস্থতার জন্য কিরীটী রায়কে এ দিনও হাজির করানো সম্ভব হয়নি। এ দিন তিন বন্দি--মদন সাঁতরা, বৈদ্যনাথ সাঁতরা ও শিবরাম সিংহের পক্ষে জামিনের আবেদন জানানো হয়। আবেদন খারিজ করে দেন বিচারক। ১৬ ফেব্রুয়ারি বন্দিদের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের এজলাসে হাজির করানোর নির্দেশ দেন জেলা-দায়রা বিচারক।
|
ধৃত প্রধানের জেলহাজত |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
সরকারি সামগ্রী কৃষকদের না দিয়ে নষ্ট করার অভিযোগে ধৃত সিপিএমের পঞ্চায়েত প্রধানকে ৫ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। ঘটনাটি ময়না ব্লকের শ্রীকণ্ঠা পঞ্চায়েতের। সরকারি বীজ ধান, সার, কীটনাশক নষ্টের অভিযোগ তুলে বুধবার প্রধানকে পঞ্চায়েত অফিসে আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা। তাঁদের অভিযোগ, সরকার বরাদ্দ ওই সমস্ত বীজ, কীটনাশক, সার স্থানীয় কৃষকদের মধ্যে বিলি না করে পঞ্চায়েত অফিসের সামনে মাটিতে পুত রেখেছিলেন সিপিএম প্রধান সরস্বতী বাইচা। অভিযোগ পেয়ে তদন্ত করতে ঘটনাস্থলে যান ব্লক কৃষি উন্নয়ন আধিকারিক। তিনি এরপরে ময়না থানায় ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি সামগ্রী তছরুপের অভিযোগে মামলা রুজু করেছিলেন। তার ভিত্তিতে বুধবারই পুলিশ সরস্বতীদেবীকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাঁকে তোলা হয়েছিল তমলুক আদালতে। বিচারক ৫ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নিরঞ্জন সিহির বক্তব্য, “ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রধানকে ফাঁসানো হয়েছে।” ঘটনার প্রতিবাদ জানিয়ে দলের পক্ষ থেকে বৃহস্পতিবার থানায় একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।
|
লরি ছিনতাই, গ্রেফতার ৩ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
একটি পণ্যবোঝাই লরি ছিনতাইয়ের ঘটনায় ধৃত তিন দুষ্কৃতীকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার বিকেলে তমলুকের নিমতৌড়ির কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের পাশে একটি ধাবার সামনে থেকে ছিনতাই হয় লরিটি। ঘটনাটি জানাজানি হতেই পুলিশ লরিটিকে ধাওয়া করে তমলুক-পাঁশকুড়া সড়কের নাইকুড়ি এলাকা থেকে ধরে ফেলে। ধৃত সইদুল্লা খান, বিশ্বজিৎ মজুমদার ও আতাবুল খানের বাড়ি হলদিয়ায়। পুলিশ জানিয়েছে, হলদিয়ার একটি বেসরকারি সংস্থার কারখানা থেকে জিনিস নিয়ে লরিটি ওই দিন দুপুরে শিলিগুড়ি যাচ্ছিল। পথে নিমতৌড়ির ভাণ্ডারবেড়িয়ার কাছে লরি দাঁড় করিয়ে ধাবায় খাওয়াদাওয়া করেন চালক। লরি নিয়ে সেখান থেকে ফের রওনা দেওয়ার সময় ওই তিন দুষ্কৃতী চালকের মাথায় রড দিয়ে আঘাত করে লরি নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে পুলিশ লরিটির পিছু নেয়।
|
রামপুর কলেজে নতুন ছাত্র-কমিটি |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
অন্তর্দ্বন্দ্বের জেরে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদে পরিবর্তন ঘটে গেল হলদিয়ার চৈতন্যপুরের রামপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে। শুক্রবার কলেজ পরিচালন সমিতির বৈঠকে ২৫ জন নির্বাচিত ছাত্র-সংসদ সদস্যের মধ্যে থেকে ১৪ জনের একটি নতুন কমিটি গঠন করা হয়। সেখানে পদত্যাগী সংসদ-সভাপতি মধুসূদন পাত্রকে সাধারণ সম্পাদক এবং হারাধন প্রধানকে সভাপতি নির্বাচন করা হয়। আগের সাধারণ সম্পাদক সাবির মল্লিকের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তাঁর সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাই। তার জেরেই এই পরিবর্তন। অধ্যক্ষ মণিশঙ্কর মাইতি বলেন, শুক্রবারের সভার সিদ্ধান্ত সম্পূর্ণতই পরিচালন সমিতির।
|
ভবন উদ্বোধন |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
দাসপুরের চাঁইপাট মহাবিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন হল। ২০০৭ সালে চাঁইপাটে সরকার অনুমোদিত এই মহাবিদ্যালয়ে মাত্র ৩০ জন ছাত্র-ছাত্রী নিয়ে পঠন-পাঠন শুরু হয়েছিল। এখন কলেজের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৮০০। কলেজের নিজস্ব ভবন না-থাকায় স্থানীয় ফ্লাড শেল্টারে এত দিন ক্লাস হচ্ছিল। পরে স্থানীয় গ্রামবাসী থেকে বিধায়ক, সাংসদ এবং সরকারি সাহায্যে ১৮ কক্ষবিশিষ্ট দ্বিতল ভবন তৈরি হয়। গত বুধবার নতুন এই ভবনের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা অরুণ মুখোপাধ্যায়। শিক্ষাকর্মী বিশ্বজিৎ চক্রবর্তীর সম্পাদনায় কলেজের একটি ম্যাগাজিনও প্রকাশিত হয় এ দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও মোদ্দাসার মোল্লা, সুনীল আধিকারী, চিত্ত মুখোপাধ্যায়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক সুশীল হাঁসদা প্রমুখ।
|
ঝাড়গ্রাম মেলা ও যুব উৎসব শুরু |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ভয়মুক্ত পরিবেশে বৃহস্পতিবার থেকে শুরু হল ঝাড়গ্রাম মেলা ও যুব উৎসব। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বার মেলার ৩৭ তম বর্ষ। ঝাড়গ্রাম স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আয়োজিত এই মেলার উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের মহকুমাশাসক বাসব বন্দ্যোপাধ্যায়, বিডিও সুদীপনারায়ণ ওঝা প্রমুখ। শুরু থেকেই মেলা ঘিরে অরণ্যশহরে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রচুর মানুষ মেলায় ভিড় করছেন। মেলায় আচারের পসরা সাজিয়ে বসেছেন গৌরহরি বেরা। তাঁর কথায়, “প্রথম দিন থেকেই মেলা জমে উঠেছে। এ বার ভাল বিক্রি হবে বলেই মনে হয়।”
|
বেলপাহাড়িতে সাইকেল-রেস |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার, প্রজাতন্ত্র দিবসে এক সাইকেল রেস হল বেলপাহাড়িতে। এই প্রতিযোগিতা ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। পুরুষ ও মহিলাদের জন্য পৃথক বিভাগ ছিল। পুরুষ বিভাগে প্রতিযোগী ছিলেন ৫৮৬ জন। মহিলা বিভাগে ৮৩ জন। পুরুষদের সাইকেল রেস বেলপাহাড়ি থেকে শুরু হয়ে কাঁকড়াঝোড়ে শেষ হয়। অন্য দিকে, মহিলাদের সাইকেল রেস বেলপাহাড়ি থেকে শুরু হয়ে বুড়িঝোড়ে শেষ হয়। দু’টি বিভাগের ক্ষেত্রেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে যথাক্রমে ৫, ৩ ও ২ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ভারতী ঘোষ-সহ পুলিশ আধিকারিকেরা। একদা অশান্ত বেলপাহাড়িতে প্রজাতন্ত্র দিবসে পুলিশি ব্যবস্থাপনায় সাইকেল
রেস ঘিরে মানুষের উৎসাহই ইতিবাচক পরিবর্তনের জানান দিচ্ছে জঙ্গলমহলে।
|
শিশুদের আশ্রয়স্থল |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ভগবানপুর-২ ব্লকের খেজুরগাছিয়ায় শিশুকেন্দ্রিক বানভাসি আশ্রয়স্থল ‘মমতাময়ী’র দ্বারোদঘাটন হল বৃহস্পতিবার। দ্বারোদঘাটন করলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। দু’টি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই আশ্রয়স্থলের উদ্বোধন করে শুভেন্দু বলেন, “জনগণের কল্যাণে কোনও রাজনৈতিক দল না দেখে এগিয়ে আসতে হবে সবাইকেই।” স্বেচ্ছাসেবী সংস্থা দু’টি এই আশ্রয়স্থলের মালিকানা সমর্পণ করেছে গ্রামবাসীদের হাতেই। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, পটাশপুর এলাকায় ফি-বছরই বন্যায় বিপর্যস্ত হন শত শত মানুষ। নিরাশ্রয় হয়ে রাস্তায় খোলা আকাশের নীচে আশ্রয় নেন। শিশুদের অবস্থা হয় অকহতব্য। তাদের জন্যই এই আশ্রয়স্থল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অজুর্ননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাধনা বর।
|
‘আমার বাড়ি’ প্রকল্পে বরাদ্দ |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
আর্থিক ভাবে পিছিয়ে পড়া মৎস্যজীবীদের গৃহ নির্মাণের জন্য ‘আমার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে টাকা বরাদ্দ করল আবাসন দফতর। ২৫০টি বাড়ি তৈরি করার জন্য রাজ্যের মৎস্য দফতরকে ৩ কোটি ৩০ লক্ষ দিচ্ছে আবাসন দফতর। সহ-মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) সুরজিৎ বাগ জানান, ওই টাকা দিয়ে কাঁথি মহকুমার কাঁথি ১, কাঁথি ২, রামনগর ১ ও রামনগর ২ ব্লকের মৎস্যজীবীদের জন্য বাড়ি তৈরি করা হবে। প্রতিটি বাড়ির জন্য ব্যয় হবে ১ লক্ষ ৩২ হাজার টাকা। ‘আমার বাড়ি’ প্রকল্পে কাঁথি মহকুমা ৫০০টি বাড়ি তৈরির অনুমোদন পেয়েছিল। প্রথম পর্যায়ে খেজুরিতে ১২৫টি গৃহনির্মাণ হয়েছে। বাকি ৩৭৫টি বাড়ির মধ্যে দ্বিতীয় পর্যায়ে ২৫০টির জন্য বরাদ্দ হয়েছে। এই কাজ শেষ হলে বাকি ১২৫টি বাড়ির জন্য বরাদ্দ হবে।
|
নতুন ছাত্র-কমিটি |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
অন্তর্দ্বন্দ্বের জেরে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদে পরিবর্তন ঘটে গেল চৈতন্যপুরের রামপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে। শুক্রবার কলেজ পরিচালন সমিতির বৈঠকে ২৫ জন নির্বাচিত ছাত্র-সংসদ সদস্যের মধ্যে থেকে ১৪ জনের একটি নতুন কমিটি গঠন করা হয়। সেখানে পদত্যাগী সংসদ-সভাপতি মধুসূদন পাত্রকে সাধারণ সম্পাদক এবং হারাধন প্রধানকে সভাপতি নির্বাচন করা হয়। আগের সাধারণ সম্পাদক সাবির মল্লিকের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তাঁর সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাই। তার জেরেই এই পরিবর্তন। অধ্যক্ষ মণিশঙ্কর মাইতি বলেন, সভার সিদ্ধান্ত সম্পূর্ণতই পরিচালন সমিতির।
|
সেবাকেন্দ্রের উদ্বোধন |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কাঁথি-১ ব্লকের দুলালপুরে পঞ্চায়েতের উদ্যোগে একশো দিনের কাজ প্রকল্পে রাজীব গাঁধী সেবাকেন্দ্রের উদ্বোধন হল। উদ্বোধন করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী। উপস্থিত ছিলেন সাংসদ শুভেন্দু অধিকারীও। প্রধান সুপ্রভা নায়ক জানান, ১২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সেবাকেন্দ্র থেকেই পঞ্চায়েতের কাজকর্ম পরিচালিত হবে।
|
চন্দ্রিতে পদযাত্রা |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঝাড়গ্রামের চন্দ্রি থেকে আউশপাল পর্যন্ত পদযাত্রা করল তৃণমূল। নেতৃত্ব দেন জেলা তৃণমূলের কোর-কমিটির সদস্য নির্মল ঘোষ, নারায়ণ পড়িয়া, অনিল মণ্ডল প্রমুখ। মিছিল থেকে শান্তির পক্ষে স্লোগান তোলা হয়। এক সময়ে অশান্ত ছিল এই এলাকা। মাঝেমধ্যেই নাশকতা হত। এখন অবশ্য সেই পরিস্থিতি নেই। জঙ্গলমহলে ফের শান্তি ফিরেছে। সাধারণ গ্রামবাসীরা পদযাত্রায় যোগ দেন।
|
নকআউট ক্রিকেট |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
সোহাগিনী করণ ও মাধব সাউ স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বৃহস্পতিবার ১ উইকেটে জিতে গেল বেনাশুলি পাটনা। এগরা প্রথমে ব্যাট করতে নেমে ১৪.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ৮৫ রান তোলে। জবাবে বেনাশুলি পাটনা ১৩.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৬ রান করে। ৩১ জানুয়ারি ফাইনাল খেলায় মুখোমুখি হচ্ছে চন্দনেশ্বর ক্রিকেট টিম ও বেনাশুলি পাটনা ছাত্র সঙ্ঘ।
|
লরি উদ্ধার |
শুক্রবার এগরার দিঘা মোড় থেকে একটি দশ চাকার লরি উদ্ধার করেছে পুলিশ। কোনও মালপত্র পাওয়া যায়নি। লরিটির তেলও ফুরিয়ে গিয়েছিল। পুলিশের ধারনা, লরিটিকে ছিনতাই করে ওডিশার দিকে নিয়ে যাচ্ছিল দুষ্কৃতীরা। |
|