প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার নানা অনুষ্ঠান হল দুই মেদিনীপুরে।
এ দিন তমলুক শহরের রাখাল মেমোরিয়াল ময়দানে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক রাজীব কুমার। পুলিশ, এনসিসি ও দমকল বিভাগের তরফে কুচকাওয়াজ হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নৃত্য, যোগব্যায়াম প্রদর্শন করেন। উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার অশোক প্রসাদ-সহ পুলিশ-প্রশাসনের পদস্থ কর্তারা। তমলুক জেলা হাসপাতালে ভর্তি রোগীদের ফল-মিষ্টি বিতরণ করা হয়। জেলা পরিষদ প্রাঙ্গণে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সঞ্জয় সরকার। আর জেলা কংগ্রেস কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন দলের জেলা সভাপতি অসিত পাল। |
কাঁথি মহকুমাতেও দিনটি পালিত হয় যথাযোগ্য মর্যাদায়। সকালে কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন ছিল। জাতীয় পতাকা উত্তোলন করেন কাঁথির মহকুমাশাসক সুমিত গুপ্ত। পুলিশ, দমকল, এনসিসি ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ করেন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রামনগর-১ ব্লকের সঙ্গে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলেন রামনগর-২ ব্লক ও পঞ্চায়েতের কর্মীরা। দুই ব্লককে নেতৃত্ব দেন দুই বিডিও রানা বিশ্বাস ও সুকান্ত সাহা। খেলায় রামনগর-১ ব্লক ১০ রানে জয়ী হয়। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন দুই পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস ও কমলাকান্ত বেরা-সহ স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিরা।
প্রজাতন্ত্র দিবসে শিশুমেলার আয়োজন করেছিল রামনগর-২ ব্লকের মৈতনা গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত ভবনে আয়োজিত এই শিশুমেলায় শতাধিক শিশু নাচ গান, আবৃত্তি ও যেমন খুশি সাজো প্রতিযোগিতায় যোগ দেয়। পুরস্কার বিতরণ করেন প্রধান টুটুল ভুঁইয়া, উপপ্রধান তমালতরু দাস মহাপাত্র, পঞ্চায়েত সদস্য অলক নন্দ প্রমুখ। এ দিন নানা কর্মসূচি নিয়েছিল কাদুয়া পঞ্চায়েতের ডান্ডাবেলবনি গ্রামের শহিদ স্মৃতি সঙ্ঘ। শহিদবেদিতে মাল্যদান করার পরে বস্ত্র ও পুস্তক বিতরণ করা হয়। দু’দিন ধরে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। |
পশ্চিম মেদিনীপুরেও নানা অনুষ্ঠান হয়। সকালে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমাশাসক অংশুমান অধিকারী। পরে পুলিশ, ঘাটাল কলেজ, বিদ্যাসাগর ও বসন্ত কুমারী বালিকা বিদ্যালয়ের এনসিসির ছাত্র-ছাত্রী এবং শহরের বিভিন্ন সংগঠনের তরফে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক প্রদীপ্ত আচাযর্। এ দিন ঘাটাল কলেজে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছিল কলেজেরই এনসিসি বিভাগ। উপস্থিত ছিলেন মহকুমাশাসক অংশুমান অধিকারী, অধ্যক্ষ ভোলানাথ চট্টোপাধ্যায়, বিধায়ক শঙ্কর দোলই, ডিএসপি (ক্রাইম) ওয়াংদেন ভুটিয়া-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছিল খাকুড়দা ইয়ুথ ক্লাব ও খাকুড়দা রিক্রিয়েশন ক্লাব। দুই মেদিনীপুর, কলকাতা ও আশপাশের জেলা থেকে মোট ৭০ জন প্রতিযোগী যোগ দেন প্রতিযোগিতায়। এগরা-বেলদা রোডের জাহালদা থেকে খাকুড়দা পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তায় দৌড় হয়। |