সৌরভ হয়তো নেতা বিজয় হাজারেতেও |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সব কিছু ঠিকঠাক চললে আসন্ন রঞ্জির এক দিনের টুর্নামেন্টেও (বিজয় হাজারে ট্রফি) বাংলা অধিনায়ক হিসাবে দেখা যেতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। রঞ্জির পর আবার।
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রঞ্জি একদিনের টুর্নামেন্ট। বাংলা এ বার ঘরের মাঠে খেলবে। অর্থাৎ, ইডেন গার্ডেন্সে। কিন্তু তার আগে জট তৈরি হয়েছে অধিনায়কত্ব নিয়ে। সারা মরসুমের জন্য যাঁকে অধিনায়ক বেছেছে সিএবি, সেই মনোজ তিওয়ারি অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজে ভারতীয় দলে ডাক পাওয়ায়। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় টুর্নামেন্ট চলবে। এবং একই সময়ে রঞ্জির একদিনের টুর্নামেন্টও চলবে। যার মানে, প্রাথমিক পর্বে অন্তত মনোজকে পাচ্ছে না বাংলা।
এই অবস্থায় ফের সৌরভের দ্বারস্থ হচ্ছে সিএবি। বাংলার সহ-অধিনায়ক ঋদ্ধিমান সাহাকে দায়িত্ব দেওয়া নিয়ে অনীহা আছে সিএবি-র একটা অংশের কারণ এর আগে অনুরোধ করা সত্ত্বেও বাংলার অধিনায়ক হতে রাজি হননি ঋদ্ধি। সৌরভ আপাতত ধারাভাষ্যের কাজে ব্যস্ত। টি-টোয়েন্টি ম্যাচ শেষে তাঁর ফেরার কথা। তখনই তাঁকে অনুরোধ করা হবে দায়িত্ব নেওয়ার। সিএবি-র যুগ্ম-সচিব সুজন মুখোপাধ্যায় বলে দিলেন, “রঞ্জিতেও বিপদের সময় অধিনায়কত্ব করেছে সৌরভ। আমি ওকে অনুরোধ করব। আশা করছি, রাজি হবে।” নির্বাচকরাও সেটাই চাইছেন।
এ দিকে, আগামী ৩ ফেব্রুয়ারি ফ্র্যাঙ্ক ওরেল ডে-তে ইয়ান চ্যাপেলের সই করা সার্টিফিকেট দিচ্ছে সিএবি। সিএবি-র নক আউট টুর্নামেন্টে কালীঘাট (১৫৬-২) ৮ উইকেটে হারাল আনন্দবাজারকে (১৫৫-৯)। ইস্টবেঙ্গল (৩৫৪-৪) ১০৪ রানে হারাল টালিগঞ্জ অগ্রগামী (২৫০-৭)। সেঞ্চুরি অরিন্দম দাসের (১৩৪)। মোহনবাগান (১৩৭-২) ৮ উইকেটে হারাল বেলগাছিয়াকে (১৩৩)। ভবানীপুরকে (১৭৮-২) ৯ উইকেটে হারাল ভূকৈলাস (১৮২-১)। কুমোরটুলিকে (১৭৫) ৮ উইকেটে হারাল দক্ষিণ কলিকাতা সংসদ (১৭৯-২)। |