অলিম্পিক থেকে সরছে না ডাও
সংবাদসংস্থা • লন্ডন |
লন্ডন অলিম্পিকের স্পনসরশিপের দায়িত্ব থেকে সরানো হচ্ছে না ডাও কেমিক্যালসকে। অলিম্পিকের নজরদারি কমিশনের (কমিশন ফর আ সাস্টেনেবল লন্ডন ২০১২) ১২ জন সদস্যের অন্যতম মেরেডিথ আলেকজান্ডার পদত্যাগ করা সত্ত্বেও নিজেদের অবস্থান থেকে সরছে না অলিম্পিক কমিটি। ভোপাল গ্যাস বিপর্যয়ে অভিযুক্ত ডাও কেমিক্যালসকে অলিম্পিক স্পনসর করার দায়িত্ব দেওয়ার বিরোধিতা করেই পদত্যাগ করেছেন মেরেডিথ। ভারতীয় অলিম্পিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট তারলোচন সিংহ এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। তারলোচন জানান, ভারতীয় অলিম্পিক সংস্থার পক্ষ থেকে আগেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে অনুরোধ করা হয়েছিল ডাওকে সরানোর জন্য। মেরেডিথের পদত্যাগের পরে লেবার নেতা কিথ ভাজ এবং টেসা জোয়েলও নতুন করে অডিট করানোর দাবি তুলেছেন।
|
ভাল জায়গায় পূর্বাঞ্চল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে ভাল জায়গায় পূর্বাঞ্চল। প্রথম দিনের শেষে পশ্চিমাঞ্চল তুলেছে ২৯৯-৭। বাংলার অশোক দিন্দা ২-৭৫ নেন। ৩ উইকেট নিয়েছেন অসমের পেসার আবু নেচিম। এই ম্যাচে খেলছেন বাংলার তিন জন। অনুষ্টুপ মজুমদার, শ্রীবৎস গোস্বামী এবং দিন্দা। লক্ষ্মীরতন শুক্লও দলে ডাক পেয়েছিলেন। কিন্তু পারিবারিক অসুবিধার জন্য তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন দলীপ ট্রফি থেকে।
|
‘ওয়াকাথন’-এ ইস্টবেঙ্গল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
লোরেটো কলেজের শতবর্ষ পূর্তি উপলক্ষে ‘ওয়াকাথন ২০১২’ অনুষ্ঠানের পাশে দাঁড়াল ইস্টবেঙ্গল। আগামী ২৯ জানুয়ারি, রবিবার বাবুঘাট থেকে লোরেটো কলেজ পর্যন্ত হাঁটবেন অংশগ্রহণকারীরা। যেখানে ইস্টবেঙ্গলের কিছু কর্তাও থাকবেন।
|
কোলাসোর অস্ত্রোপচার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হৃদপিণ্ডে অস্ত্রপচার হল ডেম্পো কোচ আর্মান্দো কোলাসোর। বৃহস্পতিবার রাতেই তাঁর বুকে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। আই লিগের বাকি ম্যাচগুলিতে ডেম্পোর কোচিং করাতে পারবেন না তিনি।
|
মলদ্বীপের কোচ বাংলার পুশিলাল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মলদ্বীপ জাতীয় টেবল টেনিস দলের কোচ হলেন বাংলার জয়ন্ত পুশিলাল। সামনে বেশ কিছু টুর্নামেন্ট রয়েছে। তার আগে পুশিলালকে বেছে নিল মলদ্বীপ জাতীয় টিটি সংস্থা।
|
লখনউয়ে জাতীয় টেবল টেনিসে দলগত বিভাগে বাংলার ছেলেমেয়েরা ব্যর্থ। মেয়েরা ব্রোঞ্জ পেলেও ছেলেরা কিছু পাননি। ব্যর্থ পৌলমী ঘটক-মৌমা দাসের পেট্রোলিয়াম বোর্ড এবং শিলিগুড়ি। চ্যাম্পিয়ন হল মহারাষ্ট্র। ছেলেদের চ্যাম্পিয়ন পেট্রোলিয়াম বোর্ডে সৌম্যদীপ রায়, শুভজিৎ সাহা বাংলার প্রতিনিধি। |