টোলগের গোলে মুখরক্ষা ইস্টবেঙ্গলের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চার্চিল- ১ (হেনরি)
ইস্টবেঙ্গল- ১ (টোলগে) |
আই লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে ডেম্পোকে কিছুটা সুবিধা পাইয়ে দিল ইস্টবেঙ্গল। শুক্রবার গোয়ার নেহরু স্টেডিয়ামে চার্চিল ব্রাদার্সের সঙ্গে পিছিয়ে থেকে ১-১ ড্র করল ট্রেভর মর্গ্যানের দল।
ম্যাচ শুরুর দশ মিনিটের মধ্যেই হেনরির গোলে এগিয়ে যায় চার্চিল। স্টিভন ডায়াসের কর্নার কিকের যোগ্য মর্যাদা দেন চার্চিলের এই নাইজিরিয়ান স্ট্রাইকার। লাল-হলুদ কোচের চওড়া কপাল রক্ষাকবচ হয়ে না দাঁড়ালে, মিনিট চারেকের মধ্যে আরও একটা গোল হজম করতে হত ইস্টবেঙ্গলকে। গুরবিন্দর আর ওপারার ফাঁক দিয়ে হেনরির মারা বিদ্যুৎ গতির শট ক্রসবারে লেগে বেরিয়ে যায়। আক্রমণাত্মক ফুটবল খেলে প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে চাপে ফেলে দিলেও দূর্গের শেষ প্রহরী গুরপ্রীত সিংহের তৎপরতায় আর অঘটন ঘটাতে পারেননি বেটোরা।
বিরতির আগের পঁয়তাল্লিশ মিনিট যদি চার্চিলের হয়, তা হলে বিরতির পরের পঁয়তাল্লিশ মিনিট ইস্টবেঙ্গলের। যেখানে নায়কের নাম আবার টোলগে ওজবে। হরমনজিৎ খাবরার ছোট্ট একটা চিপ থেকে হেডে অসাধারণ গোল করলেন এই অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। একেবারে চার্চিলের বার পোস্টের গা ঘেঁষে। টোলগের জায়গায় দলের অন্য কোনও ফুটবলার হলে অবধারিত বাইরে মারতেন! টোলগের গোলে বদলে গেল ইস্টবেঙ্গলের চেহারাটাও। অধিনায়ক সঞ্জু প্রধানের নেতৃত্বে মরিয়া হয়ে ছুটতে শুরু করল লাল-হলুদ মাঝমাঠ। কিন্তু চার্চিলের হেনরির মতো টোলগেরও যদি গোল-ভাগ্য খারাপ হয়, তা হলে ব্যবধান বাড়বে কী করে? ম্যাচ শেষ হওয়ার মিনিট তিনেক আগে টোলগের বাঁ পায়ের দুরন্ত শট অল্পের জন্য বারে লেগে বেরিয়ে গেল। না হলে তিন পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরত মর্গ্যান-ব্রিগেড।
শুক্রবারের ম্যাচে টোলগে ইস্টবেঙ্গলের এক জায়গাটা দখলে রাখলেও, দ্বিতীয় স্থানটা অবশ্য পেনের। গোল পেলেন না ঠিকই। তবে বল যেখানে ছিল, পেনও সেখানেই ছিলেন। টোলগের পাশে দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে মাঠে নামলেও, সব ভূমিকাতেই খেলতে দেখা গেল তাঁকে। কখনও ওপারা-গুরবিন্দরের সাহায্যে নেমে এলেন রক্ষণে, কখনও আবার সঞ্জুদের প্রয়োজনে ঘুরে বেড়ালেন মাঝমাঠে। ম্যাচের পরে লাল-হলুদ কোচ ট্রেভর মর্গ্যান মারগাওতে সাংবাদিকদের বললেন, “তিন পয়েন্ট পাওয়া উচিত ছিল। গোলপোস্টে আটকে গেলাম।” চার্চিলের কাছে আটকে গেলেও পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে ইস্টবেঙ্গল। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪। শীর্ষে ডেম্পো ১৬ ম্যাচে ৩৬। তিনে মোহনবাগান ১৭ ম্যাচে ৩০। আর মোহনবাগান-ইস্টবেঙ্গলের থেকে একটা ম্যাচ কম খেলে চার্চিল ৩০।
এমনিতে গোয়ায় চোট-আঘাতের কোনও সমস্যা না হলেও, মঙ্গলবার প্রয়াগ ইউনাইটেডের বিরুদ্ধে আই লিগের পরের ম্যাচে সুশান্ত ম্যাথুকে শুধু পাচ্ছে না ইস্টবেঙ্গল। একদম শেষ মুহূর্তে হেনরি সঙ্গে অযথা ধাক্কাধাক্কির জন্য হলুদ কার্ড দেখতে হয় তাঁকে।
|
ইস্টবেঙ্গল: গুরপ্রীত, হরমনজিৎ, সৌমিক, ওপারা, গুরবিন্দর, সঞ্জু, ভাসুম (পাইতে), মেহতাব, সুশান্ত, পেন, টোলগে।
|
শনিবারে আই লিগ
প্রয়াগ ইউনাইটেড : স্পোর্টিং ক্লুব দ্য গোয়া (যুবভারতী, ২-০০) |