কয়েক জন সিনিয়র শেষ টেস্ট খেলল: গাওস্কর |
অস্ট্রেলিয়ায় বিপর্যয়ের পর ভারতের অন্তত তিনজন সিনিয়র ক্রিকেটারের আর টেস্ট দলে জায়গা হবে না। বিস্ফোরক এই মন্তব্য সুনীল গাওস্করের। প্রাক্তন ভারত অধিনায়ক মনে করেন, বিরাট কোহলির মতো তরুণদের আরও দায়িত্ব দেওয়ার সময়ও এসে গিয়েছে। “মনে হচ্ছে অন্তত তিন-চারজন ক্রিকেটার তাদের জীবনের শেষ টেস্ট খেলে ফেলল অস্ট্রেলিয়ায়। এটা বলছি কারণ, ভারতের পরের টেস্ট ম্যাচ সাত-আট মাস পরে। নির্বাচকদের উচিত এখন তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া। যারা ভবিষ্যতে দলকে টানতে পারবে,” এক টিভি শো-তে বলেছেন গাওস্কর। তবে এই তরুণরা কারা, তা নিয়ে মন্তব্য করতে চাননি গাওস্কর। বলেছেন, “সেটা নির্বাচকদের কাজ।”
গাওস্করের মতে, অ্যাডিলেডের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা কোহলিকে তিনে ব্যাট করতে পাঠানো উচিত। “ভবিষ্যতে তিন নম্বরটা কোহলির পাকাপাকি জায়গা হতে চলেছে। অ্যাডিলেডেই কোহলিকে তিনে নামানো উচিত ছিল,” বলে গাওস্করের ব্যাখ্যা, “কোহলিই একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যে এ বার অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করল। ওর আত্মবিশ্বাস হয়তো দলকে চাঙ্গা রাখতে পারত। ছন্দে না থাকা সিনিয়ররাও কিছুটা সুরক্ষা পেত। কে বলতে পারে, কোহলি তিনে নামলে শেষ দুটো দিন সিনিয়ররা ভাল খেলত না?” গাওস্কর বলেছেন, “ইংল্যান্ডেও এক জিনিস হয়েছিল। শুধু ফিল্ডিং করার সময়ই নয়, ভাবনাচিন্তার দিক দিয়েও ঝিমিয়ে ছিল ভারত।”
ভারতীয় দলের উদ্দেশ্যে গাওস্করের ব্যঙ্গাত্মক মন্তব্য, “অস্ট্রেলিয়া ১৬৭ রানে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেছিল। এখন ভারত ১৬৬-৬। কাল যদি আমরা আর দু’টো রান করি, সিরিজে প্রথম বার কোনও একটা ইনিংসে অন্তত আমরা অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে থাকব!” নাথান লিয়ঁ-র সামনে ভারতীয় ব্যাটিংয়ের ভেঙে পড়া নিয়ে, সেই প্রসঙ্গে গাওস্কর বলেছেন, “ভারতীয় দলে একটা নেতিবাচক মনোভাব ঢুকে গিয়েছে। সিনিয়রদের উপরও তার প্রভাব পড়েছে। লড়াই করার কোনও মানসিকতাই দেখলাম না।”
এ দিকে, বোর্ড কর্তারা এ দিন নড়েচড়ে বসার ইঙ্গিত দিচ্ছেন। বিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল বলেছেন, “বিদেশে শেষ দুটো টেস্ট সিরিজে আমাদের ক্রিকেটাররা ভাল খেলেনি। আমরা চিন্তিত। কাউকে দোষ দেওয়ার প্রশ্ন নেই। তবে অস্ট্রেলিয়া সফরের পর ভুলত্রুটিগুলো শুধরোনোর পদক্ষেপ নেওয়া হবে।” |