বিদেশে টানা আট টেস্ট হারের মুখে সহবাগরা
ভারতের সামনে আবার হোয়াইটওয়াশের খাঁড়া
ফের ইংল্যান্ড সফরের অ্যাকশন রিপ্লে! প্রাকৃতিক বিপর্যয় বা অলৌকিক কিছু না ঘটলে নিশ্চিত ভাবেই আর একটা হোয়াইটওয়াশের রাস্তায় ভারত। যা গত ৪০ বছরে কখনও হয়নি। ৪-০ করতে কাল অস্ট্রেলিয়ার চাই মাত্র চারটে উইকেট। ভারতের সেরা ব্যাটসম্যানরা প্যাভিলিয়নে, ক্রিজে শুধু ঋদ্ধিমান সাহা ও ইশান্ত শর্মা। ৪-০ হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। সে ক্ষেত্রে বিদেশের মাটিতে টানা আটটি টেস্ট হারতে চলেছে ভারত।
বৃহস্পতিবার লাঞ্চের তিন ওভার পরে ক্লার্ক যখন দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেন, অস্ট্রেলিয়া ১৬৭-৫। দ্বিতীয় ইনিংসেও পন্টিং অপরাজিত ৬০ রানের দামি ইনিংস খেলেন। টেস্ট জেতার জন্য ভারতের লক্ষ্য দাঁড়ায় ৫০০, যা ক্রিকেট ইতিহাসে কোনও দলই তুলতে পারেনি। টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান করে জেতার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। নয় বছর আগে অ্যান্টিগায় চতুর্থ ইনিংসে ৪১৮ রান করে। অ্যাডিলেডে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান করে জেতার রেকর্ড অস্ট্রেলিয়ার। ১১০ বছর আগে জো ডার্লিংয়ের অস্ট্রেলিয়া ৩১৫ রান করে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতেছিল।
গোটা সিরিজে ব্যর্থতার যে গল্প চলেছে, অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসেও তার পরিবর্তন নেই। সামান্য ব্যতিক্রম বলতে অধিনায়ক সহবাগ। ৫৩ বলে ৬২ রান তাঁর ব্যাট থেকে এসেছে, কিন্তু নাথান লিয়ঁ-র ফুলটসে ছয় মারতে গিয়ে ব্যাটের উপরের দিকে লাগিয়ে শর্ট কভারে পন্টিংয়ের হাতে ধরা পড়েন তিনি। অস্ট্রেলিয়ার মাঠে সম্ভবত জীবনের শেষ টেস্ট ইনিংস খেললেন সচিন তেন্ডুলকর। এই সফর সচিন নিশ্চয়ই মনে রাখতে চাইবেন না। পরিসংখ্যান বলছে, ২২ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে এটাই তাঁর সবচেয়ে খারাপ অস্ট্রেলিয়া সফর। চার টেস্ট মিলিয়ে সচিনের ব্যাটিং গড় ৩৫.৮৭, যা তাঁর কেরিয়ারে কোনও অস্ট্রেলিয়া সফরে নিকৃষ্টতম। আটটা ইনিংসে তিনি করেছেন ২৮৭ রান। অস্ট্রেলিয়ার মাঠে জীবনের শেষ টেস্ট ইনিংস খেললেন দ্রাবিড় ও লক্ষ্মণও। দুই কিংবদন্তির ব্যাট থেকেও মনে রাখার মতো কিছু এল না। ৮১ মিনিট ক্রিজে থেকে রাহুল করেছেন ১৯। লক্ষ্মণের অবদান ৩৫। রান পাননি গৌতম গম্ভীরও (৩)। প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া বিরাট কোহলি শেষ বেলায় অহেতুক ঝুঁকি নিয়ে রান আউট হন। নাইটওয়াচম্যান ইশান্ত শর্মাকে নন-স্ট্রাইকার এন্ডে রাখতে গিয়ে এক রান নিতে যান কোহলি। মিড-উইকেট থেকে বেন হিলফেনহসের ডাইরেক্ট থ্রো এসে লাগে স্টাম্পে। ২২ রানে আউট হয়ে ফিরতে ফিরতে বিরক্তিতে হেলমেটে ঘুঁসি মারতে দেখা যায় তাঁকে। দিনের শেষে ভারত ১৬৬-৬। এবং যা দাঁড়াচ্ছে, তাতে দিনের খেলার শেষে অশ্বিন যতই বলে যান যে পরপর দুটো টেস্ট সিরিজ হোয়াইটওয়াশের মুখে দাঁড়িয়ে থাকা ভারতীয় দল মোটেই লজ্জিত নয়, যতই তিনি বলুন যে ক্রিকেট নিছকই একটা খেলা, সিরিজ শেষে লজ্জার নতুন ইতিহাস লেখার দিকেই এগোচ্ছে ভারত।

ব্যর্থতার পাঁচ মুখ
•• শেষ ২২ ইনিংসে সেঞ্চুরি নেই সচিনের। শেষ সেঞ্চুরি কেপটাউনে, ২০১১-র জানুয়ারিতে। তাঁর কেরিয়ারে সেঞ্চুরির এটাই দীর্ঘতম খরা। এর আগে (’০৫-’০৭) টানা ১৭ ইনিংসে সেঞ্চুরি পাননি সচিন।
•• ২০০৩-এর সফর বাদ দিলে অস্ট্রেলিয়ায় ২২ ইনিংসে দ্রাবিড়ের ব্যাটিং গড় ২৪.৯৫।
•• এই সফরে আট ইনিংসে লক্ষ্মণের গড় ১৯.৩৭। যা তাঁর কেরিয়ারের দ্বিতীয় সর্বনিম্ন গড়। সর্বনিম্ন ১৭.৫৭ (২০০৪-এ অস্ট্রেলিয়ার ভারত সফরে)।
•• শেষ ১২ ইনিংসে সহবাগ-গম্ভীর জুটি করেছে ১৮২। সর্বোচ্চ ২৭। গড় ১৫.১৬। শেষ সেঞ্চুরি পার্টনারশিপ ২০১০ সেঞ্চুরিয়নে।

অ্যাডিলেডে বিধ্বস্ত সচিন,গম্ভীর, দ্রাবিড়, লক্ষ্মণ ও সহবাগের ছবি রয়টার্সের।

অ্যাডিলেডের স্কোর

অস্ট্রেলিয়া
প্রথম ইনিংস: ৬০৪-৭ ডিঃ


ভারত
প্রথম ইনিংস (দ্বিতীয় দিনের শেষে ৬১-২):
গম্ভীর ক হাসি বো সিডল ৩৪
সচিন ক পন্টিং বো সিডল ২৫
লক্ষ্মণ ক হাডিন বো লিয়ঁ ১৮
কোহলি এলবিডব্লিউ হিলফেনহস ১১৬,
ঋদ্ধিমান বো হ্যারিস ৩৫,
অশ্বিন এলবিডব্লিউ সিডল ৫,
জাহির ক হাডিন বো সিডল ০,
ইশান্ত বো হিলফেনহস ১৬,
উমেশ ন.আ. ০,
অতিরিক্ত ৪,
মোট ৯৫.১ ওভারে ২৭২।
পতন: ২৬, ৩১, ৭৮, ৮৭, ১১১, ২২৫, ২৩০, ২৩০, ২৬৩।
বোলিং: হ্যারিস ২৫-৭-৭১-১, হিলফেনহস ২২.১-৫-৬২-৩, সিডল ১৫-২-৪৯-৫,
লিয়ঁ ২১-৫-৪৮-১, ক্লার্ক ৬-১-২৩-০, হাসি ৬-০-১৮-০।

অস্ট্রেলিয়া
দ্বিতীয় ইনিংস:
ওয়ার্নার ক ও বো অশ্বিন ২৮,
কাওয়ান এলবিডব্লিউ অশ্বিন ১০,
মার্শ এলবিডব্লিউ জাহির ০,
পন্টিং ন.আ. ৬০,
ক্লার্ক ক ঋদ্ধিমান বো উমেশ ৩৭,
হাসি এলবিডব্লিউ ইশান্ত ১৫,
হাডিন ন.আ. ১১,
অতিরিক্ত ৬,
মোট ৪৬ ওভারে ১৬৭-৫।
পতন: ৩৯, ৪০, ৪০, ১১১, ১৪৭।
বোলিং: জাহির ১৩-১-৩৮-১, অশ্বিন ২০-২-৭৩-২,
ইশান্ত ৮-০-২৭-১, উমেশ ৫-০-২৩-১।

ভারত
দ্বিতীয় ইনিংস:
গম্ভীর ক হাডিন বো হ্যারিস ৩,
সহবাগ ক পন্টিং বো লিয়ঁ ৬২,
দ্রাবিড় ক হাসি বো হ্যারিস ২৫,
সচিন ক কাওয়ান বো লিয়ঁ ১৩,
লক্ষ্মণ ক মার্শ বো লিয়ঁ ৩৫,
কোহলি রান আউট ২২,
ইশান্ত ব্যাটিং ২,
ঋদ্ধিমান ব্যাটিং ০,
অতিরিক্ত ৪,
মোট ৫৬ ওভারে ১৬৬-৬।
পতন: ১৪, ৮০, ১০০, ১১০, ১৬২, ১৬৬।
বোলিং: হ্যারিস ১৪-৪-২৫-২, হিলফেনহস ৯-২-৩৩-০, সিডল ১০-৩-৩৬-০,
লিয়ঁ ১৯-৩-৫৭-৩, হাসি ২-০-৩-০, ক্লার্ক ২-০-৯-০।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.