টুকরো খবর
প্রজাতন্ত্র দিবসে নানা অনুষ্ঠান
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানে এই প্রথম ট্যাবলো বেরোল। মহকুমার ৬টি ব্লকের ট্যাবলোর মধ্যে প্রথম হয়েছে গোঘাট ১ ব্লকের ট্যাবলো। তাদের থিম ছিল আদিবাসী সংস্কৃতি। ধামসা মাদলের তালে তালে ১৫ জন আদিবাসী মহিলা মাথায় ঘট নিয়ে নৃত্যরত অবস্থায় মাঠ প্রদক্ষিণ করেন। গোঘাট ২ ব্লকের ট্যাবলো ছিল সার্বিক স্বাস্থ্য বিধান প্রকল্প নিয়ে। খানাকুল ১ ব্লকের ট্যাবলোয় উঠে এসেছে বন্যা মোকাবিলায় ভেটিভার ঘাসের চাষ প্রসঙ্গ। খানাকুল ২ ব্লকের ট্যাবলো তুলে ধরে বিপর্যয় মোকাবিলার বিষয়টি। বিভিন্ন ভাতা প্রকল্প নিয়ে বেরিয়েছিল পুড়শুড়ার ট্যাবলো। একশো দিনের কাজকে থিম ধরে ট্যাবলো সাজিয়েছিল আরামবাগ ব্লক। আরামবাগ বয়েজ স্কুল মাঠে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন মহকুমাশাসক অরিন্দম নিয়োগী। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল এই উপলক্ষে। বিকেলে জুবিলি পার্কের মাঠে প্রতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয় মহকুমাশাসক একাদশ বনাম মহকুমা আরক্ষা আধিকারিক একাদশ। জয়ী হয়েছে আরক্ষা একাদশ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন আরামবাগ মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক ভাস্করজ্যোতি বেরা। হুগলির হিন্দমোটর এডুকেশন স্কুলেও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। পড়ুয়ারা নাচে, গানে বিশেষ এই দিনটির তাৎপর্য ফুটিয়ে তোলে। অনুষ্ঠান দেখতে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। স্কুলের অধ্যক্ষ প্রকাশ শ্যামল বক্তব্য রাখেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দমোটর কারখানার পদস্থ কর্তারা। হাওড়ার পাঁচলা গঙ্গাধরপুর বয়েজ ও গার্লস স্কুলে এবং বিএড কলেজে সাড়ম্বরে পালিত হল প্রজাতন্ত্র দিবস। দেশাত্মবোধক গান, আবৃত্তি পরিবেশিত হয়। জগৎবল্লভপুরে দক্ষিণচক্র মুন্সিরহাট ভূরসুট ব্রাহ্মণপাড়া প্রাথমিক বিদ্যালয়েও পালিত হয় প্রজাতন্ত্র দিবস। প্রভাত ফেরি বের হয়।

স্কুলের সুবর্ণজয়ন্তী
নিজস্ব চিত্র।
বৃহস্পতিবার গোঘাটের কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান হয়ে গেল বিদ্যালয় প্রাঙ্গণে। ১৯৬২ সালে স্থাপিত এই বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সূচনা হয়েছিল গত বছর ২৬ জানুয়ারি। বৃহস্পতিবারের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইকোর্টের বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ। বিশেষ অতিথি ছিলেন জয়রামবাটি মাতৃমন্দিরের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দ। সকলকে স্বাগত জানান বিদ্যালয়ের সম্পাদক তথা কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী বিশ্বনাথানন্দ। ক্রীড়া প্রতিযোগিতা, সাইকেল র্যালি, আলোচনা সভা, প্রদর্শনী, মশাল দৌড় প্রভৃতি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই উপলক্ষে। বিদ্যালয়ের পত্রিকা ‘সারদা’ও প্রকাশিত হয়।

চুরি-চক্রের চাঁই গ্রেফতার
সাটার কেটে দোকানে চুরি চক্রের পাণ্ডা ধরা পড়ল গোঘাট পুলিশের হাতে। শুক্রবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আরামবাগ বাসস্ট্যান্ডে থেকে গ্রেফতার করা হয় গফফ্র লস্করকে। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে সাটার কাটার যন্ত্রপাতি পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার রাতে কামারপুকুরে একটি মোবাইল ফোনের দোকান থেকে চুরি যাওয়া ৩টি ফোন এবং নগদ কয়েক হাজার টাকাও মিলেছে। গত দু’মাস ধরে আরামবাগ ও গোঘাটে সাটার কেটে দোকানে চুরির বেশ কিছু ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ীদের ক্ষোভ-বিক্ষোভও ছিল তা নিয়ে। পুলিশের দাবি, ওই সব ঘটনার মূল মাথা গফফ্র। বাকিদের খুঁজছে পুলিশ।

কানোরিয়া জুটমিলে মন্ত্রী
নিজস্ব চিত্র।
প্রজাতন্ত্র দিবস পালিত হল ফুলেশ্বরের কানোরিয়া জুটমিলে। বৃহস্পতিবার এই উপলক্ষে ওই চটকলে এসে রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু জাতীয় পতাকা তোলার পরে কর্মরত এবং অবসরপ্রাপ্ত মিলিয়ে প্রায় ২৫০০ শ্রমিকের সঙ্গে পংক্তিভোজনে সামিল হন। গত বছর ২২ অগস্ট মিলটি খোলা হয়। সে দিন শ্রমমন্ত্রী ঘোষণা করেছিলেন ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করতে তিনি মিলে আসবেন। এ দিন মিলে হাজির ছিলেন উলুবেড়িয়া উত্তর ও দক্ষিণ কেন্দ্রের দুই বিধায়ক নির্মল মাজি,পুলক রায়।

সিলিন্ডারে গ্যাস লিক, আগুন
ফের গ্যাস সিলিন্ডারে আগুন লেগে শুক্রবার আতঙ্ক ছড়াল বেলুড়ের চাঁদমারিতে। তবে পুলিশ ও দমকল দ্রুত পৌঁছে যাওয়ায় আগুন ভয়াবহ আকার নেয়নি। কিছু দিন আগে চাঁদমারিতেই একটি বাড়িতে চা করতে গিয়ে গ্যাস সিলিন্ডার ফেটে দুই সন্তান-সহ এক দম্পতি আহত হন। কয়েক দিন পরে মারা যান বাবা এবং দুই ছেলে। এ দিনও চা করার জন্য গ্যাস জ্বালতে যান চাঁদমারির পশ্চিম শান্তিনগরের বাসিন্দা সাগরী মণ্ডল। তখন এই ঘটনা ঘটে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.