আলফা (রাজখোয়া গোষ্ঠী)-সহ বহু জঙ্গি সংগঠন সংঘর্ষবিরতি মেনে চলায় এ বার প্রজাতন্ত্র দিবসে উত্তর-পূর্বাঞ্চল জুড়ে বইছিল অনেকটাই স্বস্তির হাওয়া। পরেশবাহিনী-সহ ১২টি সংগঠন বনধ-বয়কটের ডাক দিলেও সাধারণ মানুষ তা উপেক্ষা করেই স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে আসেন। মণিপুরের ক্যাপিটাল কমপ্লেক্সে বোমা বিস্ফোরণ এবং অসমের শিবসাগরে একটি স্কুলমাঠে বোমা পাওয়ার ঘটনা ছাড়া অন্য কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অসমের রাজ্যপাল জানকীবল্লভ পট্টনায়ক গুয়াহাটিতে জাতীয় পতাকা উত্তোলন করে বলেন, জঙ্গি উপদ্রুত অঞ্চলটিতে শান্তির হাওয়া বইছে। তবে বাঁধ-বিরোধীরা এখন প্রশাসনের সামনে নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাঁর কথায়, তাদের উদ্বেগ-আশঙ্কা সরকার বুঝতে পারছে। সে সব দিক মনে রেখেই নিম্ন সুবনসিরি জলবিদ্যুৎ প্রকল্প গড়া হবে। তিনি তাঁর বক্তব্যে আলফা (রাজখোয়া গোষ্ঠী)-র সংঘর্ষবিরতির কথাও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। রাজ্যপাল বলেন, আরও যারা আত্মসমর্পণ করেছে, সকলের সঙ্গেই শীঘ্র শান্তিচুক্তি স্বাক্ষরিত হবে। |
ইম্ফলে প্রজাতন্ত্র দিবস। ছবি: রাজীবাক্ষ রক্ষিত। |
মুখ্যমন্ত্রী তরুণ গগৈ-সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে পরেশ গোষ্ঠীর প্রতি তাঁর আহ্বান, ‘‘আলোচনার টেবিলে বসুন। সরকারের দরজা খোলাই রয়েছে।’’ নাগাল্যান্ডের রাজ্যপাল নিখিলকুমার কোহিমায় আয়োজিত সরকারি অনুষ্ঠানে রাজ্যে অপরাধ কমে আসার কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। তাঁর কথায়, সাধারণ প্রশাসন, আধা সামরিক বাহিনী, গির্জা এবং সাধারণ জনতার যথার্থ ভূমিকার জন্যই তা সম্ভব হচ্ছে। গত বছর দেশের মধ্যে সবচেয়ে কম অপরাধমূলক ঘটনার রেকর্ড এ রাজ্যেরই জানান প্রাক্তন পুলিশকর্তা, এখনকার রাজ্যপাল নিখিলকুমার। চারটি জেলার অংশবিশেষ নিয়ে ‘ফ্রন্টিয়ার নাগাল্যান্ড’ গঠনের যে দাবি রয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন, সরকার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতি নজর রাখছে। শীঘ্রই আরেকটি স্বশাসিত পরিষদ গঠন করা হবে।
আগরতলার আসাম রাইফেল গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করে রাজ্যপাল ডি ওয়াই পাতিল যুবসমাজকে উন্নয়নে অধিকতর অংশ নিতে আহ্বান জানান। অরুণাচলের রাজ্যপাল জে জে সিংহের আশা, তিরাপ ও চাংলাং জেলায় কেন্দ্রীয় সরকারের গুচ্ছ-প্রস্তাবের দরুন তাঁর রাজ্যে জঙ্গি সমস্যা কমে আসবে। ভোটের মুখে প্রজাতন্ত্র দিবসে মণিপুরে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হলেও ইম্ফল ক্যাপিটাল কমপ্লেক্সে একটি বোমা বিস্ফোরণ ঘটে। কেউ অবশ্য জখম হয়নি। ইউএনএলএফ, আরপিএফ-সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের ডাকা বনধের দরুন স্বাভাবিক জনজীবন কিছুটা বিপর্যস্ত হয়। অন্য দিকে, শিবসাগর জেলার সোনারিতে দীঘলিপুখুরি হাইস্কুলে ঠিক পতাকা উত্তোলনের সময়েই পোডিয়ামের নীচে প্লাস্টিকে মোড়া বোমাটি নজরে পড়ে। পরে বোমা নিষ্ক্রিয়করণ বাহিনী বোমাটি নিষ্ক্রিয় করে। পুলিশ জানিয়েছে, এতে আইইডি বিস্ফোরক ছিল। তবে এ পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এর দায়িত্ব নেয়নি। |