রেললাইনের পূর্বপারের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, সাঁইথিয়া রেল সেতুর পূর্ব দিকে বা সতীপীঠ নন্দীকেশ্বরী মন্দিরের সামনে টিকিট কাউন্টারের। নেতাজি পল্লির বাসিন্দা ওষুধ ব্যবসায়ী শ্যামল মিত্র, শিক্ষক সুজিত রায়, চিকিৎসক রেণুকা বিত্তালরা বলেন, “পূর্বপারের বাসিন্দাদের টিকিট কাটার জন্য অর্ধেক মাইলের বেশি পথ হেঁটে যেতে হয়। তার উপরে একটা টিকিট কাউন্টারে লাইন পড়ে। অনেক সময়ে ট্রেন ধরতে পারি না। তাই এখানে টিকিট কাউন্টার হলে সুবিধা হয়।” পুরপ্রধান বীরেন্দ্রকুমার পারখ বলেন, “রেল কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে আবেদন করা হয়েছে। আশ্বাস দিলেও এখনও বাস্তবায়িত হয়নি।”
|
শান্তিনিকেতনের বৃদ্ধা খুনে ধৃতের পুলিশ হেফাজত |
অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রেণু সরকার খুনের ঘটনায় ধৃত পিন্টু দাসকে শুক্রবার চার দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিলেন বোলপুরের এসিজেএম পীযূষ সরকার। ওই খুনের অভিযোগে এর আগে ধৃত মঙ্গল সাহানি পুলিশের কাছে দাবি করেছিল, ১৩ জানুয়ারি রাতে পিন্টুকে সঙ্গে নিয়ে সে শান্তিনিকেতনের বাগানপাড়ায় রেণুদেবীর বাড়িতে চুরি করতে যায়। রেণুদেবী বাধা দেওয়ায় তাঁর মাথায় লোহার রড দিয়ে সে আঘাত করে। পুলিশে দাবি করেছে, রডের আঘাতেই বৃদ্ধার মৃত্যু হয়। বীরভূম জেলা পুলিশের এক কর্তা জানান, পিন্টুকে জেরা করে মঙ্গলের স্বীকারোক্তি যাচাই করা হবে। এর আগে গত মঙ্গলবার পিন্টুকে আদালতে তোলা হয়েছিল। কিন্তু সে দিন আবেদনে পদ্ধতিগত ত্রুটি থাকায় আদালত পিন্টুকে পুলিশি হেফাজতে পাঠায়নি।
|
নদের পাড় থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম নৃপেন ডোম (২৬)। বাড়ি মাড়গ্রামে। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে মাড়গ্রাম থানার কড়কড়িয়া গ্রাম লাগোয়া দ্বারকা নদের পাড়ে তাঁর দেহ মেলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ওই যুবকের স্ত্রী কনিকা হাজরা বাপের বাড়ি কড়কড়িয়া গ্রামে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। সেই শোকে ওই যুবক পরের দিন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান। |