সংস্কৃতি যেখানে যেমন
স্কুলের অনুষ্ঠান
ভানু সিংহের পদাবলির একটি দৃশ্য।
দুবরাজপুর ব্লকের যাত্রা খোদেজা খাতুন উচ্চ বিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান হয়েছে ২৩-২৫ জানুয়ারি। তিন দিন দুপুর থেকে রাত পর্যন্ত এলাকার প্রচুর মানুষ মেতে উঠেছিলেন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে। পরিবেশিত হয়েছে ওই বিদ্যালয়ের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা, কথাবলা পুতুল ও যাদু প্রদর্শনী। বাদ যায়নি সিউড়ির সুরনিকেতন সংস্থার রবীন্দ্র স্মরণে নৃত্য, ভানুসিংহের পদাবলি, বাউল ও সিউড়ির দুলাল দাসের হরবোলা অনুষ্ঠান।

প্রদর্শনী
১৯৪৯ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে প্রতিষ্ঠা হয়েছিল পাড়ুই ইউনিয়ন আমজাদ বিদ্যালয়। ওই বিদ্যালয়ে গত ২৩ জানুয়ারি নেতাজির ৪ বছর বয়স থেকে ১৯৪৫ সালে ১৭ অগস্ট বিমান থেকে নামার ছবি মিলিয়ে ১০০টি ছবি ও বিভিন্ন নথি প্রদর্শিত হয়েছে। গুরুত্বপূর্ণ নথিপত্রের মধ্যে নেতাজির জন্ম সার্টিফিকেট, আইসিএস ডিগ্রি প্রত্যাখ্যান প্রভৃতি। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তমালকান্তি ভট্টাচার্য জানিয়েছেন, বিদ্যালয়ের সরকারি শিক্ষক যতীন্দ্রনাথ ঘোষ ৫ বছর পরিশ্রম করে এই সব সংগ্রহ করেছেন। আজ, শনিবার এই প্রদর্শনী শেষ হবে।

শিল্পের একলব্য
উত্তর ২৪ পরগনার জয়গাছি শ্যামপ্রসাদ বিদ্যায়তন হাইস্কুলের ইতিহাস শিক্ষক শিবপ্রসাদ ভট্টাচার্য কোনও দিন কারও কাছে ছবি আঁকা শেখেননি। নিজের খেয়ালে এক দিন পেনসিল স্কেচ করা শুরু করেন তিনি। রবীন্দ্রনাথের ১২, ২৫, ৪৫ ও ৭৫ বছরের প্রতিকৃতি পেনসিল স্কেচ করে একই ফ্রেমে বাঁধিয়ে সম্প্রতি বিশ্বভারতীর রবীন্দ্রভবনে দিয়ে গিয়েছেন তিনি। উদয়নবাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রভবনের পক্ষ থেকে ছবিগুলি গ্রহণ করা হয়।

‘কবি’
সিউড়ির বাসিন্দা লক্ষ্মণচন্দ্র হাঁসদা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী। কিন্তু কাজের সময় বাদ দিয়ে তিনি কবিতা লেখায় মগ্ন হন। বাংলা ও আদিবাসী ভাষায় কবিতা লেখেন। একটি লিটল ম্যাগাজিনও সম্পাদনা করেন তিনি। সিদো-কানহুর জীবন নিয়ে যাত্রাপালা লিখেছেন এবং মঞ্চস্থ করেছেন। আদিবাসী সমাজে ডাইনি প্রথা নিয়ে তিনি বিচলিত। তা নিয়ে কবিতা ও প্রবন্ধ লিখেছেন লক্ষ্মণবাবু। নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ১৫ জনের আদিবাসী সংস্কৃতি দল তৈরি করেছেন তিনি। অনবরত উচ্চারণ করেন, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর
‘এ লাড়াই আমার বাঁচার লড়াই।
অন্যের শব্দ ধার করে এই কথাটা
আমি বললুম বটে, কিন্তু
লড়াইটা আমার নিজস্ব।”

এই কবিতার লাইনটি।
সংক্ষেপে
ইংরেজি নবর্ষের কার্ড।
• ইলামবাজার ব্লকের পায়ের নিম্নবুনিয়াদি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রত্নদীপ ঘোষের প্যাস্টেলে আঁকা ছবি নিয়ে বীরভূম প্রাথমিক বিদ্যালয় সংসদ ইংরেজি নবর্ষের গ্রিটিংস কার্ড করেছে। সেই কার্ড জেলা-সহ রাজ্যের বিভিন্ন মহলে এমনকী মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে বলে জেলার সংসদ সভাপতি রাজা ঘোষ জানিয়েছেন।

ছাতিমতলায় অনুষ্ঠান।
• মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শান্তিনিকেতনের ছাতিমতলায় মহর্ষি স্মরণ অনুষ্ঠান হয়েছে গত শনিবার।

• শেষ হল রসুলপুর উৎসব ২০১২। পাত্রসায়রের রসুলপুর গ্রামে রবিবার থেকে এই উৎসব শুরু হয়েছিল। পাঁচ দিনের এই উৎসব বৃহস্পতিবার শেষ হয়। উৎসব কমিটির সম্পাদক আব্দুস সামাদ জানান, প্রতিদিনই নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বহিরাগত শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও নানা অনুষ্ঠান পরিবেশন করেন। উৎসব প্রাঙ্গণে বসেছিল মেলা। স্থানীয় মানুষজনের পাশাপাশি দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে ভিড় জমিয়েছিলেন। সব মিলিয়ে জমজমাট ছিল ‘রসুলপুর উৎসব ২০১২’।

• সুধাকর সঙ্গীত মহাবিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান হয়েছে বাঁকুড়ার স্কুলডাঙার জাতীয় ক্রীড়া ও শক্তিসঙ্ঘের হলঘরে। ওই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাড়াও বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদ শিল্পী জগন্নাথ দাশগুপ্ত সঙ্গীর পরিবেশন করেন। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাসুদেব ঘোষাল বলেন, “শাত্রীয় সঙ্গীতের প্রসার ও প্রচার ঘটাতে আমরা বছরভর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমাদের তৃতীয় নিবেদন ছিল।”


নেতাজির জন্মদিনে অনুষ্ঠান।
নেতাজির জন্মদিন উপলক্ষে গঙ্গাজলঘাটির ‘অঞ্জনা ফাইন আর্টস ট্রেনিং সেন্টার’ ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে ২৩ জানুয়ারি বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে। প্রধান শিক্ষক আশিস কর জানান, প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরষ্কার এবং যোগদানকারী সমস্ত প্রতিযোগীকে শংসাপত্র দেওয়া হয়েছে।

• বাঁকুড়া শহরের মাচানতলায় নেতাজি মূর্তির পাদদেশে সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের মাধ্যমে নেতাজির জন্মজয়ন্তী পালন করল নেতাজি সঙ্ঘ। স্থানীয় শিল্পীরা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

• বিষ্ণুপুর আচার্য যোগেশচন্দ্র পুরাকীর্তি সংগ্রহশালার প্রতিষ্ঠাতা সম্পাদক মানিকলাল সিংহের জন্মদিন উপলক্ষে গত ১৪ জানুয়ারি ওই প্রতিষ্ঠানে অনুষ্ঠান হয়েছে। সংগ্রহশালার বর্তমান সচিব চিত্তরঞ্জন দাশগুপ্ত-সহ শিক্ষা-সংস্কৃতি ক্ষেত্রের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

• সম্প্রতি বিষ্ণুপুরে ব্লক স্তরে ‘ক্যুইজ ও যুব সংসদ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বিষ্ণুপুর মহকুমা গ্রন্থাগারে। সেখানে প্রথম স্থান পেয়েছে বিষ্ণুপুরের শিবদাস বালিকা উচ্চ বিদ্যালয়। স্কুল সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত বিভাগে শ্রেষ্ঠ বিরোধী দলনেত্রী নির্বাচিত হয় লাবনী সিংহ, শ্রেষ্ঠ সরকার পক্ষের বিধায়ক সোহিনী খাঁ, শ্রেষ্ঠ বিরোধী পক্ষের বিধায়ক হয়েছে নিবেদিতা বাউড়ি। এরা সকলেই শিবদাস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

• বিষ্ণুপুর মহকুমা গ্রন্থাগার ও স্থানীয় একটি সাহিত্য সংগঠনের যৌথ উদ্যোগে সম্প্রতি একটি মাসিক সাহিত্যসভা হয়েছে গ্রন্থাগারের সভাগৃহে। কবি অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাব্যকৃতি নিয়ে আলোচনা হয়। তাঁর কাব্যচর্চা নিয়ে আলোচনা করেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, সুব্রত পণ্ডিত। কবিতা পাঠে যোগ দিয়েছিলেন স্থানীয় কয়েক জন কবি।

• সাহিত্য স্বপ্ন পত্রিকার উদ্যোগে গঙ্গাজলঘাটির গুড়াছালা গ্রামের প্রাথমিক স্কুলে সম্প্রতি একটি কবিতা উৎসব হয়েছে। পত্রিকার সম্পাদক তাপস মাল জানান, এই উৎসবে কবিতা পাঠের পাশাপাশি ছিল লিটল ম্যাগাজিনে আধুনিক কবিতা চর্চা এবং সাহিত্যে তার প্রভাব বিষয়ে একটি আলোচনাসভা। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের কবি-লেখকেরা আলোচনাসভায় যোগ দিয়েছিলেন।

• রামকৃষ্ণ সেবা সঙ্ঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে আড়শার বেগুনকোদর গ্রামে। বৃহস্পতিবার সকালে হয়েছে প্রভাতফেরি। যোগ দিয়েছিল সঙ্ঘের সদস্য, স্থানীয় প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। পরে সঙ্ঘ লাগোয়া রাম ময়দানে দিনভর হয়েছে বিচিত্রানুষ্ঠান।

• আদিবাসী ভাষায় রচিত একাঙ্ক নাটকের রাজ্য স্তরের প্রতিযোগিতা হবে আগামী ৩-৫ ফেব্রুয়ারি। পুরুলিয়ার বোরো থানার শুশুনিয়া একলব্য হাইস্কুলে এই প্রতিযোগিতা হওয়ার কথা। মানবাজার দুই ব্লকের বিডিও পার্থ কর্মকার বলেন, “ইতিপূর্বে ওই প্রতিযোগিতা ২০-২২ জানুয়ারি হওয়ার কথা ছিল। বিশেষ কারণে দিন পরিবর্তিত করা হয়েছে।

• ২৬ জানুয়ারি মানবাজারে রাঙ্গামাটি মিলন মেলা শেষ হয়েছে। ২২ জানুয়ারি থেকে মেলা শুরু হয়েছিল। মেলার পাঁচ দিন লোকসংস্কৃতি পরিবেশনই মূখ্য আকর্ষণ ছিল। মানভূম লোকসংস্কৃতি রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন ক্ষীরোদ মাহাতো এবং সুভাষ রায়। প্রবীণ ঝুমুর গায়ক মিহিরলাল সিংহ দেও বলেন, “লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে আলাদা ভাবে রেডিও ও টিভি সেন্টার চালু করা প্রয়োজন।” পরীক্ষায় কী ভাবে বেশি নম্বর তোলা সম্ভব এ বিষয়ে পরামর্শ দেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সহ-সচিব গুরুপদ সরেন।

• মানভূম ভিক্টোরিয়া স্কুলের মাঠে প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক অবনীন্দ্র সিংহ। ছিলেন পুলিশ সুপার সুনীলকুমার চৌধুরী প্রমুখ। বর্ণাঢ্য শোভাযাত্রায় রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের স্বামীজির জন্ম সার্ধ শতবর্ষের ট্যাবলো ছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.