জাতীয় পতাকার ‘অবমাননা’, স্কুলে তালা |
প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে এই অভিযোগে বৃহস্পতিবার কালনার হাটকালনা পঞ্চায়েত এলাকায় রংপাড়া জনসেবক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে তালা লাগিয়ে দিলেন বাসিন্দারা। শুক্রবার সকালে অবশ্য তাঁরা তালা খুলে দেন। বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার সকালে প্রজাতন্ত্র দিবস পালনের জন্য স্কুলে হাজির হন দুই শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। তড়িঘড়ি পতাকা উত্তোলন পর্ব শেষ করে স্কুল থেকে চলে যান ওই দুই শিক্ষক। বেলা ১১টা নাগাদ দেখা যায়। খুঁটি থেকে পতাকাটি খুলে মাটিতে পড়ে রয়েছে। পাশাপাশি যেখানে পতাকা উত্তোলন করা হয় সেটিও আবর্জনায় ভরা। এর পরে প্রধান শিক্ষককে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন তোলেননি বলে অভিযোগ করেন বাসিন্দারা। এর পরেই তাঁরা স্কুলের দরজায় তালা ঝুলিয়ে দেন। শুক্রবার সকালে বাসিন্দারা তালা খুলে দেন। তবে প্রধান শিক্ষক স্কুলে ঢুকতে গেলে বাধা দেন তাঁরা। প্রধান শিক্ষক জীবন রায় বলেন, “প্রজাতন্ত্র দিবস পালনের জন্য দু’জন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাই এ নিয়ে আমার কিছু করার নেই।” এর পরেই বাসিন্দারা বিষয়টি কালনা পূর্ব অবর বিদ্যালয় পরিদর্শক প্রিয়ব্রত মুখোপাধ্যায়কে জানান। প্রিয়ব্রতবাবু বলেন, “তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
|
পাঁচ মাস বেতন মেলেনি। অবিলম্বে তা দেওয়ার দাবিতে শুক্রবার পাণ্ডবেশ্বরে ইসিএলের খোট্টাডিহি জলপ্রকল্পের কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন কুড়ি জন অস্থায়ী কর্মী। কর্তৃপক্ষ জানান, তিন মাসের বেতন মিটিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। বাকি দু’মাসের বেতনও মিটিয়ে দেওয়া হবে। |