শূন্যপদ পূরণ চেয়ে কাজ বন্ধ |
শূন্যপদ পূরণ-সহ নানা দাবিতে অন্ডালের কেন্দা এরিয়ার ১২টি খনিতে শুক্রবার কাজ বন্ধ রাখলেন ১৮১ জন মাইনিং সর্দার এবং ওভারম্যান। তাঁদের সংগঠন ইনমোসা-র এরিয়া সম্পাদক অমিতাভ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ২০১১ সালের ১ এপ্রিল ওভারম্যানের সংখ্যা ছিল ১১০ এবং মাইনিং সর্দার ছিলেন মোট ১৬৮ জন। এখন তা কমে দাঁড়িয়েছে ৯৯ এবং ৮২। গত জুনে ডিরেক্টর টেকনিক্যাল (পি অ্যান্ড পি) কর্তৃপক্ষ খনিগর্ভের সুরক্ষা-সহ কাজের নানা স্বার্থে ওভারম্যান ও মাইনিং সর্দারের শূন্য পদ পূরণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তা করার পরিবর্তে ৭ জন কর্মীকে অন্যত্র বদলি করে দিয়েছেন। এরই প্রতিবাদে তাঁরা এ দিন কাজ বন্ধ রাখলেন বলে জানান অমিতাভবাবু। এরিয়ার জেনারেল ম্যানেজার ইউনুস আনসারি জানান, ডিরেক্টর টেকনিক্যালে-র নির্দেশ অনুযায়ী যেখানে বেশি কর্মী রয়েছে সেখান থেকে অন্যত্র বদলি করা হচ্ছে। তিনি বলেন, “শ্রম দফতরের সঙ্গে ত্রিপাক্ষিক আলোচনা চলছে। তবে বদলির বিষয়টি নিয়ে তারা কোনও নির্দেশ দিতে পারে না।” তাঁর অবশ্য দাবি, এ দিন স্বাভাবিক কাজ হয়েছে।
|
পুড়ে মৃত্যু বধূর, বিক্ষোভ |
অগ্নিদগ্ধ হয়ে এক বধূর মৃত্যুর ঘটনায় পুলিশের সামনে বিক্ষোভ দেখালেন প্রতিবেশীরা। শুক্রবার সন্ধ্যায় চিত্তরঞ্জনের রেল আবাসনের ঘটনা। পুলিশ জানায়, মৃতার নাম সঙ্গীতা সিংহ (৩০)। স্থানীয় বাসিন্দাদের দাবি, শ্বশুরবাড়ির লোকজন পুড়িয়ে মেরেছেন ওই বধূকে। পুলিশ অবশ্য জানায়, এ ব্যাপারে কোনও অভিযোগ দায়ের হয়নি। ঘটনার তদন্ত চলছে। পুলিশ সূত্রে জানা যায়, এ দিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ চিত্তরঞ্জনের ৩৮ নম্বর রাস্তায় ওই আবাসনে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন। খবর যায় পুলিশেও। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। মৃতার ভাসুর সোহিন্দর সিংহ জানান, আড়াই মাস আগে সঙ্গীতার স্বামী সুরজদেও সিংহের মৃত্যু হয়। সঙ্গীতা শ্বশুরবাড়িতেই ছিলেন। তাঁর একটি আড়াই বছরের ছেলে রয়েছে। এ দিন সন্ধ্যায় রান্না করতে গেলে গ্যাস থেকে আগুন ধরে যায়। পুড়ে যান সঙ্গীতা। তবে প্রতিবেশীদের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরাই পুড়িয়ে মেরেছে সঙ্গীতাকে। পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা এ নিয়ে বিক্ষোভও দেখান। আসানসোলের এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায় বলেন, “এমন কোনও অভিযোগ জমা পড়েনি। তবে ঘটনার তদন্ত চলছে।”
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শ্রমিকের |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। অন্ডালের বিশ্বেশ্বরীর কাছে একটি বেসরকারি কারখানার ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম রামবরণ পাসোয়ান (২৮)। তিনি সিঁদুলির বাসিন্দা। পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, চার মাস বন্ধ থাকার পরে শুক্রবারই কারখানাটি চালু হওয়ার কথা ছিল। এ দিন দুপুরে স্নান করার পরে রামবরণ ভিজে কাপড় মিলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পুলিশ মৃতদেহ ময়না-তদন্তের জন্য দুর্গাপুর হাসপাতালে পাঠায়।
|
ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। জামুড়িয়ার বোগড়াচটিতে বৃহস্পতিবার সকালের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম মোহন বাউরি (৩৭)। একটি ট্রাক্টর উল্টে গেলে তাতে চাপা পড়ে যান তিনি।
|
লরির ধাক্কায় মৃত্যু হল রাম বাহাদুর (৫৪) নামে এক খনিকর্মীর। বৃহস্পতিবার রাতে অন্ডালের খাসকাজোড়ায়। মোটরবাইকে যাওয়ার সময়ে লরির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। |