প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচে জেলাশাসক একাদশ ৩৪ রানে হারিয়েছে এসপি একাদশকে। প্রথমে ব্যাট করে জেলাশাসক একাদশ করে ১৪২-৭। দলের সুজয় ঘোষ করেন ৬৩। পুলিশের সূর্যনারায়ণ দাস ২৩ রানে ৪ উইকেট দখল করেন। জবাবে এসপি একাদশ করে ১০৮-৮। অভিজিৎ দের ৩২-ই সর্বোচ্চ।
|
ব্রজমোহন কাপের খেলায় সেন্টার অব ইয়ং সোসাইটি ১-০ গোলে হারিয়েছে সাই প্রশিক্ষণ কেন্দ্রকে। অপর ম্যাচে কালনার দীপালি সঙ্ঘ ৫-০ গোলে হারিয়েছে বর্ধমানের শিবাজি সঙ্ঘকে।
|
দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে পারবীরহাটা নেতাজি সঙ্ঘ ২৮ রানে হারিয়েছে ভাতছালা ইউনাইটেড ক্লাবকে। প্রথমে ব্যাট করে পারবীরহাটা করে ৩৫ ওভারে ১৯১-৬। দলের সাগর বাল্মিকী করেন ৮১ রান। বল হাতে তিনি ১৫ রানে তিনটি উইকেট দখল করেন। ভাতছালার রাজু দাস ৩৫ রানে তিন উইকেট দখল করেন। জবাবে ভাতছালা ৩২.৩ ওভারে করে ১৬৩। দলের অর্তিনাথ কোলন ৪২ রান করেন।
|
ফ্রেন্ডস ক্লাব আয়োজিত ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী হল চিত্তরঞ্জন স্পোর্টস অ্যাসোসিয়েশন। শ্রীলতা মাঠে তারা কালনা বুলেট ক্লাবকে ৩-১ গোলে হারায়। খেলার সেরা হন বিজয়ী দলের বিমল পড়িয়া। আয়োজক সংস্থা জানায়, ২৯ জানুয়ারি ফাইনালে এ দিনের বিজয়ী দলের সঙ্গে খেলবে শিবাজি সঙ্ঘ।
|
দেবাশিস ঘটক ও রবিন কাজী স্মৃতি ফুটবলে শুক্রবার বিজয়ী হল কুমারডিহি গ্রাম। তালতোড় গ্রামে তারা সরপি গ্রামকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে সরপি গ্রাম সব উইকেট হারিয়ে ৯৪ রান করে। জবাবে কুমারডিহি ৪ উইকেটে রান তুলে নেয়।
|
রানিগঞ্জ স্পোর্টস অ্যাসেম্বলি আয়োজিত এক দিনের ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবার চ্যাম্পিয়ন হল সেভেন ওয়ারিয়র্স। তারা ডি বেগন-কে ৯ রানে হারায়। ফাইনালে প্রথমে ব্যাট করে সেভেন ওয়ারিয়র্স ১০২ রান করে। জবাবে ডি বেগন করে ৯৩।
|
বক্তারনগরে পল্লি উন্নয়ন সমিতির বার্ষিক ক্রীড়ায় ২৩টি ইভেন্টে খেলল তিনশো প্রতিযোগী।
|
দুর্গাপুরের ভগৎ সিংহ মাঠে চলছে ফুটবল প্রশিক্ষণ শিবির। নিজস্ব চিত্র। |