অফিসের ভিতরেই আত্মহত্যার চেষ্টা কর্মীর |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর ও দেগঙ্গা |
অফিসেই আত্মহত্যার চেষ্টা করলেন গোয়েন্দা বিভাগের এক কর্মী। শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে দুর্গাপুর গোয়েন্দা দফতরে। কিছু সহকর্মীর মানসিক নির্যাতনের জন্যই আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি আবজার আলি নামে ওই ব্যক্তির। তবে তাঁর বিরুদ্ধে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় দু’টি আলাদা অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন গোয়েন্দা দফতরেই গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগান। সহকর্মীরা সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে দেন। তাঁকে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি জানান, জনা পাঁচেক সহকর্মীর আচরণ সহ্য করতে না পেরেই এমন ঘটিয়েছেন। দফতরের সুপারিন্টেন্ডেন্ট স্বপনকুমার মাইতি জানান, সহকর্মীরা নির্যাতন করছেন, এমন অভিযোগ ওই কর্মী তাঁকে কখনও জানাননি। পুলিশ সূত্রে জানা যায়, দেগঙ্গার বাসিন্দা আবজারের বিরুদ্ধে সেখানকার থানায় বেআইনি ভাবে টাকা নেওয়া-সহ দু’টি অভিযোগ রয়েছে। সে ব্যাপারে বিভাগীয় তদন্তও চলছে। কেন তিনি আত্মহত্যার চেষ্টা করলেন, তা স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।
অন্য একটি ঘটনায়, এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল হাড়োয়া থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে হাড়োয়ার খাড়ুবালা গ্রামের একটি আমবাগান থেকে মতিয়ার বৈদ্য, মোস্তাফা এবং ইসমাইল মোল্লা নামে ওই তিন জনকে ধরা হয়। সকলে ওই গ্রামেরই বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ভোজালি, তলোয়াল এবং রড উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে হাড়োয়া এবং রাজারহাট এলাকায় কয়েকটি ছিনতাই এবং ডাকাতির অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ তারা এক মাছ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির উদ্দেশে জড়ো হয়। পুলিশ দেখে বাকি সঙ্গীরা পালালেও ওই তিন জন ধরা পড়ে যায়। |