রাজ্য পুলিশের ডিজি-র নামে ‘বিতর্কিত’ নির্দেশিকার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সেই সঙ্গেই তাঁর আর্জি, রাজ্যে নিরাপত্তা কমিশন পুনর্গঠনে অবিলম্বে পদক্ষেপ করা হোক।
ডিজি-র নির্দেশ উল্লেখ করে বেশ কয়েকটি জেলায় পুলিশের কাছে সম্প্রতি রেডিওগ্রামে বার্তা পাঠানো হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বিরোধী দল সিপিএম ‘আক্রমণ’ করছে এবং শাসক দল তৃণমূল ‘আক্রান্ত’ হচ্ছে। তাই পুলিশকে ‘সতর্ক’ থাকার বার্তা দেওয়া হয়েছে। কিন্তু কোনও রাজনৈতিক দলের নাম করে পুলিশ-প্রশাসনে এমন বার্তা নজিরবিহীন। সেই ঘটনারই উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে চিঠিতে বিরোধী দলনেতা লিখেছেন, পুলিশ-প্রশাসনের সর্বোচ্চ স্তরে ‘রাজনৈতিক হস্তক্ষেপে’র যে অভিযোগ তাঁরা করে আসছিলেন, ওই বার্তায় তা-ই মান্যতা পেয়েছে। সূর্যবাবুর কথায়, “এখন পুলিশের সর্বোচ্চ পর্যায়ে দলতন্ত্র দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে বলেছি, তদন্ত করুন। ডিজি হোন বা পুলিশ ডাইরেক্টরেট-এর যাঁরা এর জন্য দায়ী, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ডিজি দোষী হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তা না-হলে মনে হবে, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এমন কাজ হয়েছে।” বিরোধী দলনেতার আরও বক্তব্য, “ডিজি স্বতঃপ্রণোদিত হয়ে এমন কাজ করে থাকলে তাঁর শাস্তি পাওয়া উচিত।”
প্রশাসনিক স্তরে অবশ্য ইতিমধ্যেই ওই ‘বিতর্কিত’ বার্তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ওই রেডিওগ্রাম যে ডিজি-র মূল বার্তা নয়, তা-ও সামনে এসেছে। এই বিষয়ে প্রশ্নের জবাবে সূর্যবাবু বলেন, “ডিজি তো এখনও কিছু অস্বীকার করেননি। তাই সন্দেহের অবকাশ থাকে। সর্বোচ্চ স্তরেই হস্তক্ষেপ হয়েছে বলে মনে হয়।”
বিরোধী দলনেতার বক্তব্য, বিধানসভা নির্বাচনের পর থেকে শাসক জোটের হাতে এ পর্যন্ত ৫৫ জন বাম কর্মী-সমর্থক নিহত হয়েছেন। তাঁদের নাম-ঠিকানা-সহ বিশদ তালিকা বামেদের তরফে প্রকাশ করা হয়েছে। শাসক জোটের দিক থেকে এমন কোনও তালিকা আসেনি। অথচ সিপিএমকে ‘আক্রমণকারী’ এবং তৃণমূলকে ‘আক্রান্ত’ হিসাবে দেখিয়ে পুলিশে ‘পক্ষপাতমূলক’ নির্দেশিকা জারি করা হয়েছে।
এই সূত্রেই নিরাপত্তা কমিশন পুনর্গঠনের কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বিরোধী দলনেতা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যে ওই কমিশন গড়ার সময় বাম জমানায় চেয়ারম্যান হয়েছিলেন তৎকালীন মন্ত্রী সূর্যবাবুই। পরে সুপ্রিম কোর্টের নির্দেশেই মুখ্যমন্ত্রী তার চেয়ারম্যান হন।
বর্তমান মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতা লিখেছেন, নিরাপত্তা কমিশন পুনর্গঠন করা হয়েছে কি না, কারও জানা নেই। হয়ে না-থাকলে অবিলম্বে সেই কাজ করা হোক। সূর্যবাবুর কথায়, “বামফ্রন্টের আমলে ওই কমিশনে বিরোধীরা যেতেন না। নতুন সরকারের আমলে কমিশন পুনর্গঠিত হয়ে না-থাকলে অবিলম্বে তা করা দরকার। আইনশৃঙ্খলার ব্যাপারে এমন কিছু ঘটনা ঘটছে, যেগুলো নিয়ে জরুরি ভিত্তিতে আলোচনা হওয়া প্রয়োজন।” |