টুকরো খবর
সুতো কারখানা খোলার দাবিতে বিক্ষোভ
অশোকনগরের একটি বন্ধ সুতো কারখানা খোলার দাবিতে বুধবার বারাসতে উত্তর ২৪ পরগনা জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন সেখানকার শ্রমিকেরা। পরে তাঁরা জেলাশাসকের কাছে স্মারকলিপিও দেন। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রণধীর কুমার জানিয়েছেন, শ্রমিকদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। ১৯৬৬ সালে অশোকনগর স্টেশনের কাছে ওই সুতো তৈরির কারখানাটি তৈরি হয়। শ্রমিকদের বক্তব্য, পরবর্তী সময়ে নানা অসুবিধা সত্ত্বেও কারখানাটি বন্ধ হয়নি। তাঁদের বেতনও বাড়ে। কিন্তু ধীরে-ধীরে কারখানার অবস্থা খারাপ হতে থাকে। ২০১১ সালের ৮ নভেম্বর থেকে কারখানার বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। ওই মাস থেকেই কর্মীদের বেতন বন্ধ হয়ে যায়। এত দিনে কেবল এক মাসের বেতন দেওয়া হয়েছে। কারখানার সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় পাঁচশো শ্রমিক। তাঁদের মধ্যে আড়াইশো শ্রমিক এ দিন দেড়টা থেকে চারটে পর্যন্ত জেলাশাসকের অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ করেন। সেখানে উপস্থিত ছিলেন অমিতাভ নন্দী, রণজিৎ কুণ্ডু, নারায়ণ কুণ্ডুর মতো বাম নেতারাও। ‘মিল বাঁচাও কমিটি’র পক্ষে সিপিএম নেতা সত্যসেবী কর বলেন, “কারখানা খোলা না হলে আন্দোলন চলবে।”

পথ দুর্ঘটনায় বৃদ্ধা-সহ মৃত ২
পৃথক দু’টি পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটর সাইকেল আরোহী এবং এক বৃদ্ধার। দুর্ঘটনা দু’টি ঘটে উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোজাডাঙা এবং মিনাখাঁর চৌতল বটতলায়। পুলিশ জানিয়েছে, মোটর সাইকেল আরোহী ইমরান গাজি (২৭) এবং বৃদ্ধা লক্ষ্মী সাঁপুই (৬৫)-এর দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৯টা নাগাদ কাজ সেরে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন ঘোজাডাঙার বাসিন্দা ইমরান গাজি। প্রচণ্ড কুয়াশা থাকায় রাস্তা ভাল দেখা যাচ্ছিল না। নাকুয়াদহ গ্রামের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারলে গুরুতর আহত হন ইমরান। স্থানীয় মানুষ তাঁকে উদ্ধার করে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করলে রাত ১০ টা নাগাদ তাঁর মৃত্যু হয়। অন্য ঘটনাটি ঘটে বুধবার সকালে মিনাখাঁর চৌতল রোডে। এ দিন সকাল সাতটা নাগাদ দোকানে জিনিস কিনতে যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিলেন লক্ষ্মীদেবী। সেই সময় একটি বেসরকারি বাস তাঁকে ধাক্কা মারে। বাসের ধাক্কায় ছিটকে পড়েন লক্ষ্মীদেবী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মিনাখাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান। বাসচালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

অস্বাভাবিক মৃত্যু বধূর
হিঙ্গলগঞ্জের হেমনগর উপকূল থানার পারঘুমটি গ্রামে বুধবার সকালে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সুভদ্রা মণ্ডল(৪৮)। এ দিন বাড়ির পাশে একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ গিয়ে দেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট হাসপাতালে পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুভদ্রাদেবীর সঙ্গে বিয়ে হয়েছিল পারঘুমটি গ্রামের বাসিন্দা পরিমল মণ্ডলের। পুলিশকে পরিমলবাবু জানান, তাঁর স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছিলেন। সামান্য ঘটনায় উত্তেজিত হয়ে মাঝেমধ্যেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তেন। এ দিন সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। পরে বাড়ি থেকে একটু দূরে গাছের ডালে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় সুভদ্রাদেবীর ঝুলন্ত দেহ দেখতে পান। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তে রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

ভুয়ো পাসপোর্ট,ভিসা, গ্রেফতার ভিন্দেশি
ভুয়ো পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে বুধবার দুপুরে পেট্রাপোল সীমান্তে অভিবাসন দফতরের হাতে পাকড়াও হলেন দক্ষিণ আফ্রিকার এক বাসিন্দা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ধৃতের নাম অ্যাবিজ কিংসলে। তার বাড়ি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। পুলিশের দাবি, ওই যুবক জেরায় জানিয়েছে, সে কাপড়ের ব্যবসা সংক্রান্ত কাজে বাংলাদেশে যাচ্ছিল। অন্য দিকে, গত ১৮ জানুয়ারি ওই সীমান্তে ভুয়ো পাসপোর্ট-সহ যে তিন জনকে ধরেছিল অভিবাসন দফতরের কর্তারা, তারা নিজেদের বাংলাদেশি বলে পরিচয় দিলেও তদন্তে পুলিশের দাবি, ওই তিন জন তাদের নকল পরিচয় দিয়েছিল। তারা পাকিস্তানের করাচির বাসিন্দা। জেরায় তারা জানিয়েছে, ১ লক্ষ টাকা দিয়ে তারা বাংলাদেশ থেকে ভুয়ো পাসপোর্ট বানিয়েছিল। তিন জনের মধ্যে দু’জনের জন্ম পাকিস্তানে, এক জনের ভারতে। কেরলে তারা আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। এই তথ্যও খতিয়ে দেখছে পুলিশ।

ক্ষতিকারক স্পিরিট উদ্ধার, গ্রেফতার ২
নোয়াপাড়া থানা এলাকার ইছাপুর বাদামতলা থেকে বুধবার দুপুরে দশ ড্রাম ক্ষতিকারক স্পিরিট উদ্ধার করল উত্তর চব্বিশ পরগনার আবগারি দফতর। এই ঘটনায় প্রবীর তালুকদার ও প্রণব তালুকদার নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আবগারি দফতর সূত্রের খবর, ১০ ড্রাম অর্থাৎ প্রায় ১৮৫০ লিটার স্পিরিট উদ্ধার হয়েছে। এই স্পিরিট মূলত দেশি মদ বা চোলাইয়ের সঙ্গে ব্যবহৃত হতে দেখা গিয়েছে। এই স্পিরিট এতটাই ক্ষতিকারক যে কারওর দেহে প্রবেশ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। পুলিশ জানিয়েছে, প্রবীর ও প্রণবের কাছে ওই স্পিরিট রাখার কোনও লাইসেন্স ছিল না। কী কারণে অত বেশি পরিমাণ স্পিরিট তারা মজুত করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

ঠাকুরনগরে ৩টি সোনার দোকানে চুরি
সাটার ভেঙে তিনটি সোনার দোকান থেকে বেশ কিছু সোনা-রূপোর গয়না, নগদ টাকা চুরি করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগর এলাকায়। ঠাকুরনগর বাজার, বিশ্বাস সুপার মার্কেট এবং চিকেনপাড়া বটতলা মার্কেটে ওই চুরির ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্কুলের প্রতিষ্ঠাদিবস
স্কুলের ৬৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ক্যানিংয়ের তালদি মোহনচাঁদ হাইস্কুলে। স্কুলের প্রাক্তন শিক্ষক ও অন্যতম প্রতিষ্ঠাতা জগন্নাথ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, জয়নগরের সাংসদ তরুণ মণ্ডল প্রমুখ।

গয়নার দোকানে চুরি
দোকানের শাটার ভেঙে চুরি করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে, ঘোলাবাজারে। পুলিশ জানায়, বুধবার মালিক উজ্জ্বল কর্মকার দেখেন, দেওয়াল থেকে উপড়ানো হয়েছে সিন্দুক। তাঁর অভিযোগ, ২৫০ গ্রাম সোনা, ৩ কেজি রুপো-সহ ১৫০০০ টাকা চুরি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, যে বহুতলে ওই দোকান, সেখানেই দু’টি ব্যাঙ্কের শাখা ও এটিএম আছে। অভিযোগ, তবুও পুলিশি নজরদারি নেই। তবে নিরাপত্তারক্ষী রাখেননি বহুতলের ব্যবসায়ীরাও। পুলিশের বক্তব্য, রাতে টহল দেওয়ার মতো কর্মী বা পরিকাঠামো নেই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.