টুকরো খবর |
সিপিএম ও তৃণমূলে চাপানউতোর রগড়ায় |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
মঙ্গলবার সন্ধ্যায় সিপিএম ও তৃণমূলের মধ্যে গোলমালের জেরে সাঁকরাইলের রগড়া এলাকায় উত্তেজনা ছড়ায়। ভাঙচুর করা হয় সিপিএমের রগড়া লোকাল কমিটির কার্যালয়। স্থানীয় দুই সিপিএম নেতার বাড়িতেও ভাঙচুর-লুঠ চালানো হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে এলাকায় মিছিল করে সিপিএমের লোকেরা। মিছিল থেকে তৃণমূল সম্পর্কে কটূক্তি করা হয় বলে অভিযোগ। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সিপিএমের সাঁকরাইল জোনাল-সম্পাদক বাদল রানার অভিযোগ, “আমাদের দলীয় কর্মীরা আসন্ন জেলা সম্মেলনের প্রচারে মিছিল করছিলেন। আমাদের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার জন্যই পরিকল্পিত ভাবে তৃণমূলিরা সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ও স্থানীয় নেতৃত্বের (রগড়া লোকাল কমিটির সদস্য অভিজিৎ দাস ও রগড়া-১ নম্বর শাখা সম্পাদক টুনা শিটের বাড়ি) বাড়িতে হামলা, ভাঙচুর চালায়।” অভিযোগ অস্বীকার করে তৃণমূলের সাঁকরাইল ব্লক সভাপতি সোমনাথ মহাপাত্র বলেন, “প্রশাসনের অনুমতি না নিয়ে সিপিএম মিছিল করে। ওই মিছিল থেকে আমাদের বিরুদ্ধে কুৎসা-প্রচার করা হতে থাকে। তার জেরে স্থানীয় মানুষ প্রতিবাদ করেন। ভাঙচুর-লুঠের ঘটনায় আমাদের দলের কেউ জড়িত নন।” মঙ্গলবার রাত থেকে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। কেউ গ্রেফতার হয়নি।
|
জমির দখল নিয়ে বিবাদ |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
জমির দখলকে কেন্দ্র করে স্থানীয় দুই গোষ্ঠীর বিবাদের জেরে উত্তেজনা ছড়াল পটাশপুর থানা এলাকার জক্তি ও প্রতাপদিঘি গ্রামে। বুধবার সকালে এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে ললাট-জনকা রাস্তায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশি টহল চলছে। উভয়পক্ষের মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট শ্রীরামপুর পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, জক্তি গ্রামের বাসিন্দা ফরিদ আলি কিছু জমি বিক্রি করেন শেখ বুধাকে। বুধার দাবি, “সমস্ত টাকা দিয়ে দিলেও ফরিদ জমির কিছুটা অংশ রেজিস্ট্রি করে দিয়েছে মাত্র।” অন্য দিকে, ফরিদের বক্তব্য, “বুধা পুরো টাকাটা দেয়নি। যা টাকা দিয়েছে, সেই অনুযায়ীই জমি দেওয়া হয়েছে।” এই নিয়েই দু’পক্ষের মধ্যে বিবাদ চলছিল গত কয়েক মাস ধরে। পঞ্চায়েতে এই নিয়ে কয়েক বার সালিশি সভা বসলেও সমাধান হয়নি। শেষমেশ উভয়পক্ষ থানার দ্বারস্থ হলেও মীমাংসা হয়নি। বুধবার সকালে ফরিদ সেই বিতর্কিত জমিতে ঘর তৈরি করতে গেলে গণ্ডগোল বাধে। ওই জমিটি তাঁর কেনা দাবি করে বুধা কাজে বাধা দেয়। বচসা থেকে সংঘর্ষ বাধে। বোমাবাজি হয়। বুধার লোকজন ফরিদ ও তাঁর ছেলের বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। আহত ফরিদ-সহ চার জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। উভয়পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। তবে, কেউ গ্রেফতার হয়নি।
|
চাকরির দাবি, পথ অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন পিটিটিআই পাশ বেকার তরুণ-তরুণীরা। বুধবার দুপুর ১টা থেকে প্রায় আধ ঘণ্টা তমলুকের নিমতৌড়িতে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ থাকে। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে আরও প্রায় দু’ঘণ্টা লেগে যায়। অবরোধকারী তরুণ-তরুণীদের অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলায় প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে দীর্ঘ দিন ধরেই টালবাহানা চলছে। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ও জেলা প্রশাসনকে বহু বার প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ-সহ বেশ কয়েকটি দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন তাঁরা। কিন্তু এ পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সংগঠনের জেলা সম্পাদক নীলম রায় বলেন, “পিটিটিআই পাশ বেকার তরুণ-তরুণীদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ এবং পিটিটিআই পড়ুয়া-স্বার্থ বিরোধী সমস্ত মামলা প্রত্যাহারের দাবিতেই এ দিন রাস্তা অবরোধ করা হয়।”
|
সিপিএম-তৃণমূলে চাপানউতোর |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
মঙ্গলবার সন্ধ্যায় সিপিএম ও তৃণমূলের মধ্যে গোলমালের জেরে সাঁকরাইলের রগড়া এলাকায় উত্তেজনা ছড়ায়। ভাঙচুর করা হয় সিপিএমের রগড়া লোকাল কমিটির কার্যালয়। স্থানীয় দুই সিপিএম নেতার বাড়িতেও ভাঙচুর-লুঠ চালানো হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে এলাকায় মিছিল করে সিপিএমের লোকেরা। মিছিল থেকে তৃণমূল সম্পর্কে কটূক্তি করা হয় বলে অভিযোগ। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সিপিএমের সাঁকরাইল জোনাল-সম্পাদক বাদল রানার অভিযোগ, “আমাদের দলীয় কর্মীরা আসন্ন জেলা সম্মেলনের প্রচারে মিছিল করছিলেন। আমাদের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার জন্যই পরিকল্পিত ভাবে তৃণমূলিরা সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ও স্থানীয় নেতৃত্বের (রগড়া লোকাল কমিটির সদস্য অভিজিৎ দাস ও রগড়া-১ নম্বর শাখা সম্পাদক টুনা শিটের বাড়ি) বাড়িতে হামলা, ভাঙচুর চালায়।” অভিযোগ অস্বীকার করে তৃণমূলের সাঁকরাইল ব্লক সভাপতি সোমনাথ মহাপাত্র বলেন, “প্রশাসনের অনুমতি না নিয়ে সিপিএম মিছিল করে। ওই মিছিল থেকে আমাদের বিরুদ্ধে কুৎসা-প্রচার করা হতে থাকে। তার জেরে স্থানীয় মানুষ প্রতিবাদ করেন। ভাঙচুর-লুঠের ঘটনায় আমাদের দলের কেউ জড়িত নন।” মঙ্গলবার রাত থেকে পুলিশ পিকেট বসানো হয়েছে। কেউ গ্রেফতার হয়নি।
|
যাত্রার আসরে গোলমাল |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
টিভি সিরিয়াল খ্যাত শিশুশিল্পী ‘ঝিলিকে’র আসার কথা ছিল যাত্রা শুরুর আগে। কোলাঘাটে যানজটের জেরে মাঝপথে আটকে পড়ে সে। ঘণ্টাখানেক অপেক্ষার পরেও এসে না পৌঁছলে ধৈর্য্যচ্যুতি ঘটে জনতার। প্যান্ডেলে আগুন ধরিয়ে দেয় ক্রুদ্ধ জনতা। চলে ভাঙচুর-লুঠপাট। বুধবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এগরার খাগদা এলাকায়। স্থানীয় একটি ক্লাব এ দিন যাত্রানুষ্ঠানের আয়োজন করেছিল। প্রায় দশ হাজার লোক জড়ো হয়েছিল অনুষ্ঠান দেখতে। যাত্রা শুরুর আগে সন্ধে সাড়ে ৭টায় মঞ্চে ওঠার কথা ছিল ঝিলিকের। শিল্পী না আসায় ক্রুদ্ধ জনতা প্রথমে আগুন ধরিয়ে দেয় প্যান্ডেলে। পরে মঞ্চ ভাঙচুর করে। ডামাডোলের মধ্যে পড়ে জখম হন বেশ কয়েকজন। পুলিশ গিয়ে প্রথমে বেগ পেলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়রা মিলেই প্যান্ডেলের আগুনও নিভিয়ে ফেলে।
|
জল নিয়ে চুক্তি |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
প্রতি দিন ১২ মেগা গ্যালন জল সরবরাহ প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হল হলদিয়া উন্নয়ন পর্ষদ ও ইন্ডিয়ান অয়েলের মধ্যে। মঙ্গলবার সন্ধ্যায় হলদিয়া উন্নয়ন পর্ষদের সভাগৃহে এই চুক্তি সম্পাদনের সময়ে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী, সিইও পি উলাগানাথন, ইন্ডিয়ান অয়েলের এক্সিকিউটিভ ডিরেক্টর শুভঙ্কর গঙ্গোপাধ্যায় প্রমুখ। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, চৈতন্যপুর থেকে ১৪ কিলোমিটার দূরে আইওসিএলে-র পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহের এই প্রকল্পে খরচ হবে ৫৬.৩৯ কোটি টাকা। আগামী ২১ মাসের মধ্যেই এই জলপ্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
|
তমলুক কলেজে সেমিনার |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
‘জীব বৈচিত্র্য ও সমাজ’ বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল পূর্ব মেদিনীপুরের তমলুক কলেজে। প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে বুধবার কলেজের সভাঘরে সেমিনার হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহযোগিতায় ওই সেমিনারে পরিবেশ দূষণ, প্রাকৃতিক বিপর্যয়-সহ নানা কারণে কী ভাবে প্রাণি ও উদ্ভিদ-বৈচিত্র্য বিপন্ন, তা নিয়ে আলোচনা হয়। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা মিলিয়ে অন্তত পাঁচশো জন সেমিনারে যোগ দিয়েছিলেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল চক্রবর্তী জানান, সম্প্রতি কলেজের ইতিহাস বিভাগের উদ্যোগে ‘ইতিহাসের সাম্প্রতিক প্রবণতা’ এবং পদার্থবিদ্যা বিভাগের তরফে ‘রিসেন্ট ট্রেন্ড ইন অ্যাডভান্স মেটিরিয়াল অ্যান্ড ন্যানো টেকনোলজি’ বিষয়েও সেমিনার হয়েছে। |
ঘাটালে শুরু বিদ্যাসাগর মেলা |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
শুরু হয়ে গেল ঘাটালের বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর মেলা ও যুব উৎসব। প্রতি বছর ২৫ ডিসেম্বর এই মেলা হত। এ বার এক মাস পিছিয়ে ২৫ জানুয়ারি থেকে মেলা শুরু হয়েছে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। বুধবার মেলার উদ্বোধন করেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায়, বিধায়ক সুকুমার হাঁসদা, মহকুমাশাসক অংশুমান অধিকারী প্রমুখ। ভগবতী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যাসাগরের পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন সাংসদ শুভেন্দু। মেলা কমিটির সম্পাদক উত্তম মুখোপাধ্যায় জানান, সাংস্কৃতিক প্রতিযোগিতা, অনুষ্ঠানের পাশাপাশি বিজ্ঞান প্রদর্শনী-সহ সমস্ত রকমের আয়োজন থাকছে।
|
বাঁধ ভাঙল মায়াচরে |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
ভরা জোয়ারে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হল চাষযোগ্য জমি। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে মহিষাদল ব্লকের রূপনারায়ণের তীরে মায়াচরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রাতে হঠাৎই পূর্ব প্রান্তের নদীবাঁধে ভাঙন শুরু হয়। এলাকাবাসী ও স্থানীয় একটি ইটভাটার শ্রমিকদের প্রচেষ্টায় মাটির বস্তা দিয়ে কোনও ভাবে নদীর জল রোধ করা হয়। তবুও বেশ কিছুটা জল ঢুকে পড়ে প্লাবিত হয় চাষজমি। এলাকার স্থানীয় বাসিন্দা তথা অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানের অভিযোগ, “বাঁধ সংস্কারের জন্য জেলা পরিষদ থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরে আবেদন জানানো হয়েছিল। কাজ হয়নি। ভাঙনের কথা আবার জানিয়েছি সংশ্লিষ্ট দফতরগুলিকে।” জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন বলেন, “আমি অভিযোগ পেয়েছি। সেচমন্ত্রী মানস ভুঁইয়াকে চিঠিও পাঠিয়েছি। আমরা চেষ্টা করছি বাঁধ সংস্কারের কাজ দ্রুত শুরু করতে।”
|
বিজ্ঞান প্রদর্শনী |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
মঙ্গল ও বুধবার--দু’দিন ধরে ঝাড়গ্রামের চন্দ্রি চন্দ্রশেখর হাইস্কুলে ‘বিজ্ঞান প্রদর্শনী’ এবং বিজ্ঞান বিষয়ক ক্যুইজ, প্রবন্ধ ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। মেদিনীপুর জেলা সর্বশিক্ষা মিশনের অর্থানুকূল্যে এবং মেদিনীপুর সায়েন্স সেন্টারের সহযোগিতায় আয়োজিত প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নেয় ১,১৩৬ জন ছাত্রছাত্রী। বিজ্ঞান প্রদর্শনীতে পড়ুয়াদের তৈরি ৬০টি মডেল প্রদর্শিত হয়। বুধবার প্রদর্শনীর শেষ দিনে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুর সায়েন্স সেন্টারের সম্পাদক সুচাঁদ পান, স্কুলের প্রধান শিক্ষক সুধাংশুশেখর মাহাতো। স্লাইড সহযোগে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক বেশ কিছু স্থিরচিত্র দেখানো হয়। প্রধান শিক্ষক সুধাংশুবাবুর বক্তব্য, অনগ্রসর এলাকার পড়ুয়াদের বিজ্ঞানমনস্ক করে তোলার জন্যই এই উদ্যোগ। |
শেষ নাট্যোৎসব |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পূর্বরাগ সঙ্ঘ ও পাঠাগারের উন্নতিকল্পে রামনগর পানবাজার অ্যাসোসিয়েশন ক্যাম্পাসে দু’দিনব্যাপী নাট্য উৎসব শেষ হল বুধবার। রামনগর আনন্দম-এর উদ্যোগে আয়োজিত এই নাট্যোৎসবে কলকাতা ও জেলার ৪টি দল যোগ দিয়েছিল। মঙ্গলবার নাট্যোৎসবের উদ্বোধন করেন রামনগর ব্লক উন্নয়ন আধিকারিক রানা বিশ্বাস। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস, পূতর্র্ কর্মাধ্যক্ষ নিতাই সার প্রমুখ।
|
দিল্লি গেলেন লোধা দম্পতি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দিল্লি গেলেন পশ্চিম মেদিনীপুরের এক লোধা-দম্পতি। তঁদের নাম যতীন্দ্র মল্লিক ও বিন্দু মল্লিক। বাড়ি গোপীবল্লভপুর-১ ব্লকের ছোট ঝাউরি গ্রামে। গত সোমবারই তাঁরা দিল্লির উদ্দেশে রওনা হন। জেলা প্রশাসন সূত্রে খবর, মল্লিক দম্পতি দিনমজুরি করে সংসার চালান। আজ, বৃহস্পতিবার রাস্ট্রপতি প্রতিভা পাটিল তাঁদের সঙ্গে দেখা করতে পারেন।
|
ক্রিকেট টুর্নামেন্ট |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
সোহাগিনী করণ ও মাধব সাউ স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বুধবার মুখোমুখি হল মোহনপুর ইউনাইটেড ক্লাব ও ওডিশার চন্দনেশ্বর। ১২.৩ ওভারে চন্দনেশ্বর ১৩৩ রান করে। জবাবে ব্যাট করতে নেমে সব উইকেট খুইয়ে ৮৬ রান করে মোহনপুর। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল খেলায় মুখোমুখি হবে এগরা জেন্টস ক্লাব ও বেনাশুলি পাটনা ছাত্র সঙ্ঘ।
|
লরি ছিনতাই, ধৃত |
হলদিয়া শিল্পাঞ্চল থেকে সার-বোঝাই একটি লরি রওনা দিয়েছিল মেচেদার দিকে। আসছিল হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে। বুধবার সন্ধ্যার মুখে নন্দকুমারের আগে তিন দুষ্কৃতী লরিটিকে আটকায়। ড্রাইভারকে নামিয়ে লরিটিকে ছিনতাই করে তারা। খবর পেয়ে পুলিশ তমলুকে নজরদারি শুরু করে। শেষে নাইকুড়ির কাছে পাঁশকুড়া সড়কে লরিটিকে ধরে ফেলে পুলিশ। তিন দুষ্কৃতীও পাকড়াও হয়েছে। তাদের জেরা চলছে বলে জানিয়েছে পুলিশ। |
|