|
|
|
|
টিএমসিপি-র অন্তর্দ্বন্দ্বে অনশনে ছাত্রেরা |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
অধ্যক্ষের বিরুদ্ধে ‘অগণতান্ত্রিক আচরণ’-এর অভিযোগ তুলে এবং পানীয় জলের সুষ্ঠু বন্দোবস্তের দাবিতে বুধবার সকাল থেকে হলদিয়ার চৈতন্যপুরের রামপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ-সমর্থক কিছু ছাত্র অনশন শুরু করেন। তাঁদের অভিযোগ, কলেজের ছাত্র সংসদ নির্বাচনের পরেও সেই সংসদ ভেঙে নতুন ভাবে সংসদ গঠনের ‘অগণতান্ত্রিক’ চেষ্টা চালাচ্ছেন কর্তৃপক্ষ। এ ছাড়াও কলেজের উন্নয়ন থমকে গিয়েছে, এমনকী পানীয় জলের সুবন্দোবস্তও হয়নি বলে অভিযোগ। এ সবের ‘বিহিত’ চেয়েই ১০ জন ছাত্র অনশনে বসেন।
কলেজ সূত্রে জানা গিয়েছে, তৃণমূলেরই বেশ কিছু নির্বাচিত ছাত্র কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সাবির মল্লিকের বিরুদ্ধে অনাস্থা জানায়। তার পর গত ১৬ জানুয়ারি কলেজ পরিচালন সমিতির বৈঠকে সাবির মল্লিককে ৭ দিনের মধ্যে নিজের পক্ষে আস্থা-প্রমাণের জন্য বলা হয়। ইতিমধ্যে অধ্যক্ষ ২৫ জন নির্বাচিত ছাত্রকে চিঠি দিয়ে বৈঠকে ডাকেন। ২০ জনই চিঠি গ্রহণ করেন। সাবির পদচ্যুত হবেন আশঙ্কাতেই তাঁর অনুগামীরা গণতন্ত্র-অগণতন্ত্রের ধুয়ো তুলে বুধবার অনশনে বসেন। কলেজের একটি সূত্রের ব্যাখ্যা, সমস্যার মূলে তৃণমূল ছাত্র পরিষদের অন্তর্দ্বন্দ্ব।
অনশনে বসা ছাত্রদের তরফে হলদিয়া মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মণিরুল মল্লিকের অবশ্য দাবি, “অধ্যক্ষ নির্বাচিত ছাত্র সংসদ ভেঙে দিতে চাইছেন বলেই প্রতিবাদ।” অধ্যক্ষ মণিশঙ্কর মাইতির বক্তব্য, ওঁদের নির্বাচিত প্রতিনিধিরাই যদি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনাস্থা আনেন তাতে আমার কী করার আছে! পরিচালন সমিতির বৈঠকেই যা কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” |
|
|
|
|
|