নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অস্ট্রেলিয়ায় চুনকামের মুখে দাঁড়িয়ে সচিন-সহবাগেরা। ৪-০ হারের লজ্জা বাঁচবে কি না তা নিয়ে আশঙ্কা কাটার লক্ষণ দ্বিতীয় দিনেও দেখা যায়নি। তবে এর মধ্যেই আশা দেখছে শিলিগুড়ি। দেখাচ্ছে ঘরের ছেলে পাপালি। শিলিগুড়ির শক্তিগড়ের বাসিন্দা ভারতীয় দলের সেই উইকেটকিপারের পোশাকি নাম ঋদ্ধিমান সাহা। দলের পারফরম্যান্স যাই হোক না কেন, ঋদ্ধির কিপিং প্রথম দিন থেকেই চোখ টেনেছে প্রাক্তন ক্রিকেটার-সহ ধারাভাষ্যকারদের। শহরের ক্রিকেটপ্রেমী থেকে তাঁর নিজের ক্লাবের কোচ কর্মকর্তারা তাই একসুরে বলছেন, মান রাখছে পাপালি।
অ্যাডিলেডের এই টেস্ট তাঁর অভিষেক ম্যাচ নয়। তবে উইকেট কিপার হিসাবে সুযোগ পেয়ে দেশের হয়ে এটাই তাঁর প্রথম খেলা। দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজে নাগপুরে অভিষেক ম্যাচে ব্যাটসম্যান হিসাবেই ঋদ্ধি দলে জায়গা পেয়েছিলেন। এ বার ধোনির জায়গায় একেবারে উইকেটরক্ষক হিসাবেই। তবে মাঠে উইকেটের পিছনে ঋদ্ধির আত্মবিশ্বাসী নড়াচড়া দেখে বোঝার উপায় নেই যে উইকেটরক্ষক হিসেবে কার্যত এটাই তাঁর অভিষেক টেস্ট। এই কথা মানছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরাও। যাঁর কাছে কিপিং এবং ক্রিকেটে হাতেখড়ি ঋদ্ধির, ঋদ্ধির সেই কোচ তথা শিলিগুড়ির অগ্রগামী ক্লাবের অন্যতম কর্মকর্তা জয়ন্ত ভৌমিক ঋদ্ধির খেলায় খুশি। “কী গ্লাভস পজিশন। কী ফিটনেস। উইকেটের পিছনে দাঁড়িয়ে বল কুড়িয়ে আনতে ‘ফুট ওয়ার্ক’ সমস্ত কিছুতেই ‘ফিট’ ঋদ্ধি। ওর বডি ল্যাঙ্গুয়েজ, বোলারদের তাতানো সমস্ত কিছুতেই ইতিবাচক ছাপ। যেটা এই মুহূর্তে ভারতীয় দলে খুব প্রয়োজন। ওর এমন ইতিবাচক লক্ষণের প্রশংসা তো করছেন সকলেই। টিভিতে ধারাভাষ্যকারদের অনেকেই সে কথা বলছেন। ও আমাদের মর্যাদা রেখেছে।” প্রশংসা ঝরে পড়ে জয়ন্তবাবুর স্বরে। তিনি জানান, এখনও প্রয়োজন পড়লেই তাঁর সঙ্গে শলা পরামর্শ করেন ঋদ্ধি।
শক্তিগড় শৈলেন্দ্র স্মৃতি পাঠাগার এবং ক্লাবে সবাই দল বেঁধে দেখছেন পাড়ার ছেলে পাপালির খেলা। দু’দিন ফিল্ডিংয়ের শেষে বুধবার চা বিরতির খানিক পর থেকেই ব্যাটিং শুরু করেছে ভারতীয় দল। নামতে হবে ঋদ্ধিকেও। দু’দিন ধরে ঋদ্ধির খেলা দেখতে তাঁর ক্লাবের কচিকাঁচারা অনেকে স্কুলে পর্যন্ত যায়নি। অগ্রগামী ক্লাবের কর্মকর্তাদের অনেকের অবস্থাই তাই। কাজে ঢিলে দিয়ে ঋদ্ধির খেলা দেখছেন তাঁরা। ক্লাবের সভাপতি গৌতম সরকার বলেন, “পাপালি মানসিক দিক দিয়ে খুবই দৃঢ়। সহজে ভেঙে পড়া, হাল ছাড়ার পাত্র নয়। ও যেভাবে কিপিং করছে তা দেখে ভাল লাগছে। সকলে দল বেঁধে ক্লাবে বসে আমরা ওর খেলা দেখছি। ব্যাটিংয়ে ও কিছু করে দেখাবে সেই আশাতেই বসে রয়েছি।” কিপিং দেখে উৎসাহী উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ক্রিকেটপ্রেমীরাও। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কর্মকর্তারা দিনভর ঋদ্ধির খেলা নিয়ে খোঁজ খবর নিচ্ছেন। বুধবার চা বিরতির পর ভারতীয় দল ব্যাট করতে নেমেছে শুনে অনেকে খোঁজ নিয়েছেন ঋদ্ধিমান কখন নামছে। মহকুমা ক্রীড়া সচিব নান্টু পাল মনে করেন ব্যাটিংয়েও ঋদ্ধি নজর কাড়বে। জলপাইগুড়ি জেলা ক্রীড়া পরিষদের সচিব অঞ্জন সেনগুপ্ত বলেন, “উইকেটের পিছনে দাঁড়িয়ে দারুণ খেলেছে ঋদ্ধিমান। কিছু একটা করে দেখাতে ও দৃঢ় প্রতিজ্ঞ তা খেলা দেখেই বুঝতে পারছি।”
আজ ভোর থেকে তাই শিলিগুড়ি প্রার্থনা করবে প্রিয় পাপালির জন্য। |