টেকনো এরিয়ানকে হারিয়ে সারা ভারত যুব লিগের বৈদ্যবাটি শাখার পরিচালনায় চার দলীয় নেতাজি গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সাদার্ন সমিতি। সোমবার ফাইনালে সাদার্ন ১-০ গোলে হারায় টেকনোকে। জয়সূচক গোলটি হয় প্রথমার্ধের ১৯ মিনিটের মাথায়। বৈদ্যবাটির বিএস পার্ক মাঠে ওই খেলা দেখতে প্রচুর মানুষ এসেছিলেন। অতিথি হিসেবে মাঠে এসেছিলেন বর্তমান ও অতীতের একঝাঁক তারকা ফুটবলার। প্রয়াগের ভিনসেন্ট, চার্চিলের ফেলিক্স এবং মোহনবাগানের রহিম নবি ও ওডাফার পাশাপাশি উপস্থিত ছিলেন বিকাশ পাঁজি, তনুময় বসু, স্বরূপ দাসের মতো প্রাক্তনেরা। এসেছিলেন প্রাক্তন জাতীয় কোচ এবং বর্তমানে পৈলান অ্যারোজের কোচ সুখবিন্দর সিংহ। খেলার মুখ্য সংগঠক নরেন চট্টোপাধ্যায় জানান, বিজয়ী ও বিজেতা দলকে ট্রফি ছাড়াও নগদ অর্থ দেওয়া হয়। খেলা শেষে আতসবাজি প্রদর্শনী হয়।
|
আই লিগের দৌড়ে টিকে থাকতে হলে আর একটা ম্যাচও হারলে চলবে না, মনে করছেন ট্রেভর মর্গ্যান। মারগাও পৌঁছে লাল-হলুদ কোচ বলেন, “আমরা ধারাবাহিক পারফরম্যান্স করছি না। এমন কিছু ম্যাচ হেরেছি, যেগুলো নিশ্চিত জেতা উচিত ছিল। লিগের এখন খুব টানটান অবস্থা। এখন থেকে প্রত্যেকটা ম্যাচ জিততে হবে।” চার্চিল-বধ করতে শুক্রবার হ্যাল ম্যাচের দল নিয়ে নামছে ইস্টবেঙ্গল। শুধু রক্ষণে সুনীল কুমারের জায়গায় গুরবিন্দর সিংহ খেলতে পারেন। মর্গ্যান বলেন, “রক্ষণের ফর্মেশনে আরও উন্নতি করতে হবে আমাদের। শেষ বার সালগাওকরের বিরুদ্ধে গোয়ায় যখন খেলেছিলাম, তখন আমাদের রক্ষণের অবস্থা খুব খারাপ ছিল। নির্মল ছেত্রী আর গুরবিন্দর সিংহ চোট সারিয়ে দলে ফিরছে। এদের নিয়ে আবার নতুন করে ছক বানাতে হবে।”
|
ফুসফুসে টিউমারের সুশ্রুষার জন্য আইপিএল ফাইভে না-ও খেলতে পারেন যুবরাজ সিংহ। প্রায় ছ’মাস মাঠের বাইরে থাকতে হতে পারে পুণে ওয়ারিয়র্স অধিনায়ককে। যুবরাজের ঘনিষ্ঠমহলের সূত্র থেকে খবর, চিকিৎসার জন্য যুবরাজ যুক্তরাষ্ট্রে আছেন। সেখানকার ডাক্তাররা ঠিক করবেন তাঁর অস্ত্রোপচার দরকার কি না। অগস্টে ভারতের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে ফিরতে পারেন তিনি।
|
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনই চাপে পাকিস্তান। আজ টস জিতে প্রথম দিনের শেষে পাকিস্তানের রান ২৫৬-৭। লড়ছেন অধিনায়ক মিসবা উল হক (৮৩ ব্যাটিং)। পাকিস্তানের হয়ে আর রান পেয়েছেন আশাদ সাফিক (৫৮)। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট পেয়েছেন স্টুয়ার্ট ব্রড এবং গ্রেম সোয়ান।
|
কোকাকোলা অনূর্ধ্ব ১৬ স্কুল ক্রিকেট শুরু হচ্ছে ফেব্রুয়ারিতে। প্রায় ২০০ দিন ধরে টুর্নামেন্ট চলবে ৬৫টি জেলায়। ৭০০টি স্কুল থেকে ১১ হাজারের ওপর ছাত্র অংশগ্রহণ করবে। বাংলায় চ্যাম্পিয়ন স্কুলকে দেওয়া হবে ৫০ হাজার টাকার আর্থিক পুরস্কার। রানার্স পাবে ৩৫ হাজার টাকা। ইডেনে এ দিন এই টুর্নামেন্ট নিয়ে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবা করিম ও অরুণ লালরা।
|