টুকরো খবর
জিআইএসে উৎপাদন ফের চালুর সম্ভাবনা
চাঁপদানির জিআইএস কটন মিলে ফের উৎপাদন শুরু হওয়ার রাস্তা পরিষ্কার হল। মঙ্গলবার ত্রিপাক্ষিক বৈঠকে এ ব্যাপারে ঐকমত্য হয়। প্রশাসন ও মিল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ২৭ জানুয়ারি উৎপাদন চালু হবে। শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে গত ১৩ নভেম্বর থেকে অনির্দিষ্ট কালের জন্য মিলটি বন্ধ করে দিয়েছিলেন কর্তৃপক্ষ। মঙ্গলবার কলকাতায় রাজ্যের অতিরিক্ত শ্রম কমিশনার মহম্মদ শামিমের দফতরে বৈঠক হয়। শ্রম কমিশনারের উপস্থিতিতে ওই বৈঠকে যোগ দেন মিল কর্তৃপক্ষ এবং সেখানকার ছ’টি শ্রমিক সংগঠনের (আইএনটিটিইউসি, আইএনটিইউসি, সিটু বিএমএস, এইচএমএস এবং এআইটিইউসি) কর্তারা। মিল কর্তৃপক্ষের তরফে ছিলেন প্রেসিডেন্ট শক্তিপ্রসাদ ভাট এবং পার্সোনেল ম্যানেজার দিলীপকুমার সিংহ। প্রশাসন সূত্রের খবর, আলোচনায় স্থির হয় আগামী ৩১ জানুয়ারির মধ্যে শ্রমিকদের যাবতীয় বকেয়া মিটিয়ে দেওয়া হবে। শ্রম আইন অনুযায়ী ওভারটাইম চালু হবে। রাতে মহিলাদের ডিউটি করানো হবে না। যে সব শ্রমিকেরা ভিন্ রাজ্যে নিজেদের বাড়িতে ফিরে গিয়েছেন, তাঁদের উৎপাদন শুরুর ১৪ দিনের মধ্যে কাজে যোগ দিতে হবে। দু’জন শ্রমিককে কাজ থেকে বের করে দেওয়া নিয়ে মিলে শ্রমিক অসন্তোষ বেড়েছিল। আলোচনার মাধ্যমে ওই দুই শ্রমিককে আগামী তিন মাসের মধ্যে ফের কাজে নেওয়া হবে।

মামলা তুলে নিতে হুমকি, অভিযোগ
তিন মহিলার চুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কমর্ীর্-সমর্থকদের বিরুদ্ধে। আরামবাগের গোবরা গ্রামে ওই ঘটনায় ১৭ জনের নামে অভিযোগ দায়ের হয় থানায়। মামলা তুলে নেওয়ার দাবিতে ওই তিন মহিলার এক জন, বৃদ্ধা পদ্মা দলুইয়ের উপরে মঙ্গলবার সকালে ফের হামলা চালানো হয় বলে অভিযোগ। সোরাব হোসেন নামে স্থানীয় এক তৃণমূল নেতার উপস্থিতিতেই ওই মহিলাদের চুল কেটে নেওয়া হয় বলে অভিযোগ ছিল। হামলার ঘটনাতেও অভিযুক্ত সোরাব। চুল কাটার অভিযোগ প্রসঙ্গে সোরাব আগে দাবি করেছিলেন, গ্রামে চোলাইয়ের ঠেক ভাঙতে গিয়েছিল দলের ছেলেরা। সে সময়ে গ্রামের লোকজন হামলা চালায়। পাল্টা প্রতিরোধ করা হয়। চুল কাটার অভিযোগ মানতে চাননি তিনি। পুলিশ জানায় মূল অভিযুক্ত সোরাব পলাতক। মঙ্গলবারের ঘটনায় পদ্মাদেবীর ছেলে রঘুনাথ অভিযোগ জানিয়েছেন থানায়। তিনি বলেন, “মাকে হুমকি দিয়ে, ধাক্কাধাক্কি করে অপদস্ত করা হয়েছে। মামলা তুলে নিতে বলা হচ্ছে। অথচ, অভিযুক্তদের কাউকে না ধরে আমার মাকেই থানায় নিয়ে গিয়ে দীর্ঘ ক্ষণ বসিয়ে রাখা হল।” পুলিশকে খবর দেন গ্রামবাসীরা। পুলিশের দাবি, ওই বৃদ্ধার ‘নিরাপত্তার স্বার্থেই’ তাঁকে থানায় আনা হয়। অভিযুক্তদের খোঁজ চলছে। সোরাবের দাবি, মামলা তুলে নেওয়ার জন্য কেউ চাপ দেয়নি। গ্রাম্যবিবাদে ‘রাজনৈতিক রঙ’ লাগানো হচ্ছে।

দম্পতিকে মারধরে অভিযুক্ত তৃণমূল
গোঘাটের রামানন্দপুর গ্রামে এক দম্পতিকে মারধরের ঘটনায় অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় এই ঘটনায় প্রহৃত আলি আফসার গায়েন ও তাঁর স্ত্রী জহুরাকে ভর্তি করা হয়েছে আরামবাগ মহকুমা হাসপাতালে। আফসারের দাবি, তিনি তৃণমূল কর্মী। ছোট ব্যবসা আছে। আতাউল হক নামে স্থানীয় এক তৃণমূল নেতা দলবল নিয়ে এসে ৫ হাজার টাকা চায়। বলে, কামারপুকুরে দলীয় সভা আছে। সে জন্য টাকা দিতে হবে। আফসার তাঁদের জানান, তিনি ছোট কারবার করেন। তৃণমূল কর্মীও বটে। এত টাকা কেন দিতে হবে তাঁকে। অভিযোগ, এরপরেই ছুরি, লাঠি নিয়ে আতাউলের দলবল মারধর শুরু করে তাঁকে। বাঁচাতে এসে জখম হন তাঁর স্ত্রী-ও। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্য দিকে, আতাউলের দাবি, আফসার সিপিএমের লোক। অভয় ঘোষের ‘কঠোর শাস্তির’ দাবিতে এ দিন মিছিল করছিল তৃণমূল। আফসার তাঁদের উদ্দেশে কটূক্তি করেন। মিছিল থেকে বেরিয়ে কিছু লোক প্রতিবাদ করে থাকতে পারে। ঘটনার সময় আফসার এলাকায় ছিলেন না বলেও দাবি করেছেন।

কাঠ চুরির অভিযোগে মারধর, ধৃত
মূল্যবান কাঠ চুরি করার সময়ে এক জন ব্যক্তিকে মঙ্গলবার রাতে বন দফতরের আরামবাগ শাখার পার আদ্রা জঙ্গল থেকে হাতেনাতে ধরে ফেললেন স্থানীয় গ্রামবাসীরা। রাতেই মারধর করে তাঁকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। বনদফতরের আরামবাগ থানার বিট অফিসার রবীন্দ্রনাথ মূর্মূ আরামবাগ থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করলে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুনীল দাস। সে মোটরভ্যান চালিয়ে কাঠ পাচার করছিল। বাকিদের সন্ধান চলছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ও বন দফতর জানতে পেরেছে, স্থানীয় নৌসরাট গ্রামের একটি কাঠ গোলার মালিক এই চুরির পিছনে রয়েছে। বন দফতরের আরামবাগ শাখার চন্দ্রশেখর মাহাতো জানিয়েছেন, ন’টি সেগুন, দু’টি শিশু, একটি মহানিম কাঠের খণ্ড পাচার হচ্ছিল। বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ২৫-৩০ হাজার টাকা।

ছোটদের নিয়ে অনুষ্ঠান হাওড়ায়
সম্প্রতি দু’দিন ধরে শিশু উৎসব পালন করল আমতার মান্দারিয়া শিশু তীর্থ ক্লাব। প্রভাত ফেরি, যেমন খুশি সাজো, আঁকা ও ক্রীড়া প্রতিযোগিতা প্রভৃতির আয়োজন করা হয়। শিশুনাটক ‘পান্তাবুড়ি’ দর্শকেরা খুবই উপভোগ করেন। শিশুক্রীড়া প্রতিযোগিতায় ৩ থেকে ১৩ বছরের বালক বালিকারা যোগ দেয়। এ ছাড়াও, মায়েদের জন্য ছিল মিউজিক্যাল চেয়ার। উৎসব এ বারে পড়ল ৩২ বছরে। দু’দিনের শিশু উৎসব আয়োজিত হল বাগনানের ঘোড়াঘাটাতেও। সাংস্কৃতিক অনুষ্ঠান, অঙ্কন, যোগাসন এবং রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতায় যোগ দেয় শিশুরা। ছিল ক্রীড়া প্রতিযোগিতাও।

ছোটদের নিয়ে অনুষ্ঠান হাওড়ায়
সম্প্রতি দু’দিন ধরে শিশু উৎসব পালন করল আমতার মান্দারিয়া শিশু তীর্থ ক্লাব। প্রভাত ফেরি, যেমন খুশি সাজো, আঁকা ও ক্রীড়া প্রতিযোগিতা প্রভৃতির আয়োজন করা হয়। শিশুনাটক ‘পান্তাবুড়ি’ দর্শকেরা খুবই উপভোগ করেন। শিশুক্রীড়া প্রতিযোগিতায় ৩ থেকে ১৩ বছরের বালক বালিকারা যোগ দেয়। এ ছাড়াও, মায়েদের জন্য ছিল মিউজিক্যাল চেয়ার। উৎসব এ বারে পড়ল ৩২ বছরে। দু’দিনের শিশু উৎসব আয়োজিত হল বাগনানের ঘোড়াঘাটাতেও। সাংস্কৃতিক অনুষ্ঠান, অঙ্কন, যোগাসন এবং রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতায় যোগ দেয় শিশুরা। এ ছাড়াও ছিল ক্রীড়া প্রতিযোগিতা, বেবি শো এবং মায়েদের প্রতিযোগিতা। উৎসবের আয়োজন করে শিশু উৎসব সমিতি।

নাট্যোৎসব হাওড়ায়
হাওড়ার ঝিকিরা বান্ধব সন্মিলনী নাট্য সংস্থার উদ্যোগে গত ২১-২২ জানুয়ারি ৯৫ তম নাট্যোৎসব পালিত হল ঝিকিরা উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন নাট্যকার বাসুদেব ভট্টাচার্য। বিভিন্ন জেলার আটটি নাট্য সংস্থা উৎসবে যোগ দেয়। ‘প্রেমশশী’ এবং ‘ঘরে ফেরা’ শ্রুতিনাটক দু’টি দর্শকদের আকৃষ্ট করে। মনোজ মিত্রের ‘কোথায় যাব’ নাটকটিও দাগ কেটেছে দর্শকদের মনে।

বিদ্যুৎস্পৃষ্টের মৃত্যু
বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার বাগনানের দেগ্রামে। মৃতের নাম মাধাই মণ্ডল (৪৭) বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন বিকেলে পেশায় খেতমজুর মাধাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বিদ্যুতের তার কেটে রাস্তার উপরে পড়েছিল। তাতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নেতাজি-স্মরণ সাঁকরাইলে
নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম-জয়ন্তী পালিত হল সাঁকরাইলে। গন্ধর্বপুর গ্রামে সুভাষ সাংস্কৃতিক উদ্যানের উদ্যোগে ২৩ জানুয়ারি পতাকা উত্তোলন, প্রভাতফেরি, নেতাজির মূর্তিতে মাল্যদান, দেশাত্মবোধক গান-সহ নানা অনুষ্ঠান হয়। অন্য দিকে, হীরাপুরে পল্লিশ্রী পাঠাগারের উদ্যোগেও পালিত হয় নেতাজি-জয়ন্তী।

চোলাই উদ্ধার
বুধবার উলুবেড়িয়ার তুলশীবেড়িয়া বাজারের কাছে অভিযান চালিয়ে পুলিশ ৪০০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করেছে। ভেঙে দেওয়া হয়েছে বেশ কয়েকটি ঘাঁটি। একজন চোলাই মদের কারবারিকে গ্রেফতার করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.