|
|
|
|
বেহাল রাস্তা, প্রাণ ওষ্ঠাগত যাত্রীদের |
নিজস্ব সংবাদদাতা • শ্যামপুর |
রাস্তা তো নয় যেন খাটাল!
এমনটাই হাল হাওড়ার বাগনান থেকে শ্যামপুর পর্যম্ত প্রায় ২৬ কিলোমিটার রাস্তার। অথচ এই রাস্তার উপর দিয়ে সারাদিনে কয়েক হাজার গাড়ি চলাচল করে। তাদের মধ্যে রয়েছে বেশ কয়েকটি রুটের বাস, অটো রিকশা এবং ট্রেকার। কিন্তু মেরামতির অভাবে রাস্তার হাল এমনই যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে যাত্রীদের আশঙ্কা।
রাস্তাটি রাজ্য পূর্ত (সড়ক) দফতরের অধীন। এই দফতরের হাওড়া ডিভিশনের নির্বাহী বাস্তুকার সত্যব্রত বসুর অবশ্য দাবি, রাস্তা মেরামতির জন্য প্রায় ৭ কোটি টাকার পরিকল্পনা করা হয়েছে। টাকা দেবে নাবার্ড। তাদের কাছ থেকে অনুমোদন পেলেই কাজ শুরু হবে। |
|
নিজস্ব চিত্র। |
রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ। বাগনান-গড়চুমুক, বাগনান কমলপুর, বাগনান শিবগঞ্জ, হাওড়া-গাদিয়াড়া প্রভৃতি রুটের বাস এই রাস্তার উপর দিয়ে নিয়মিত চলাচল করে। এ ছাড়াও, রয়েছে মেচেদা-শ্যামপুর, গাদিয়াড়া-তারকেশ্বর প্রভৃতি রুটের দূরপাল্লার বাস। বেনাপুর-বাগনান, নুন্টিয়া-বাগনান প্রভৃতি রুটের বহু অটো-রিকশা এবং টেকার চলাচল করে। শ্যামপুরে রয়েছে শতাধিক ইটভাটা। প্রতিদিন কয়েকশো লরি এই সব ইটভাটায় যাতায়াত করে। মোটরবাইক, সাইকেল এবং রিকশা ও ভ্যান-রিকশার তো ছড়াছড়ি।
বাগনান ২, শ্যামপুর ১ এবং ২ ব্লক প্রশাসনের বিভিন্ন কার্যালয়ে বহু মানুষ এই রাস্তা ধরে যাতায়াত করেন। শ্যামপুর এবং বাগনান থানা এলাকার হাজার হাজার মানুষকে কলকাতা এবং শহরতলিতে যাতায়াত করতে হয় এই রাস্তা ধরে। জেলার অন্যতম সেরা পর্যটনকেন্দ্র গাদিয়াড়ায় আসার সহজতম রুট হল এটাই। রবিবার এবং ছুটির দিনগুলিতে বহু পর্যটক বাগনান-শ্যামপুর রাস্তা ধরেই গাদিয়াড়ায় আসেন।
কিন্তু বছরখানেক ধরে এটিকে আর রাস্তা বলা যাবে কিনা সন্দেহ। দু’হাত ছাড়া তৈরি হয়েছে বড় বড় গর্ত। খালোড় কালীবাড়ি, আন্টিলা, নুন্টিয়া, গুনিনপাড়া, দেওড়া, শসাটি, বেলপুকুর সর্বত্র একই চিত্র। রাস্তার উপর থেকে পিচ উঠে গিয়েছে। বড় বড় গর্ত তৈরি হয়েছে। বাস, গাড়ি, অটো রিকশা এবং ট্রেকার চলে দুলতে দুলতে। ভিতরে যাত্রীরা বসে ইষ্টনাম জপ করেন।
এই রাস্তা মেরামতির দাবি জানিয়ে বেশ কয়েকবার অবরোধ হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। অসংগঠিত শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে সম্প্রতি আন্টিলা কলাপাড়ার কাছে রাস্তা অবরোধ করা হয়। এই সংগঠনের পক্ষ থেকে বিভাস সামন্ত ও কৃষ্ণেন্দু সাঁতরা বলেন, “আমাদের সঙ্গে রয়েছেন বহু ভ্যান-রিকশা চালক। খারাপ রাস্তার জন্য তাঁরা দুর্ঘটনার মুখে পড়ছেন। ভয়ে তাঁরা রাস্তায় নামতে পারছেন না। তাঁদের রুটি-রুজি মার খাচ্ছে।” শ্যামপুরেও কংগ্রেসের পক্ষ থেকে একই দাবিতে বিভিন্ন সময়ে রাস্তা অবরোধ করা হয়েছে বলে এই দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাস্তার এ-হেন বেহাল দশায় প্রশাসন যে চিন্তিত সে কথা স্বীকার করেন উলুবেড়িয়ার মহকুমাশাসক দেবকুমার নন্দন। তিনি বলেন, “আমরা বার বার পূর্ত (সড়ক) দফতরকে বলছি অবিলম্বে রাস্তাটি মেরামত করে দেওয়ার জন্য। কি যে হচ্ছে বুঝতে পারছি না।”
পূর্ত দফতরের হাওড়া ডিভিশনের নির্বাহী বাস্তুকার বলেন, “এই রাস্তা তৈরির জন্য নাবার্ড-এর কাছ থেকে রাজ্য সরকার টাকা ধার নেবে। স্কিম তৈরি করে সে জন্যই নাবার্ডের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন এসে গেলেই কাজ হবে।” |
|
|
|
|
|