নিরাপত্তা জোরদার, রাতেও অসমে ট্রেন
প্রজাতন্ত্র দিবসের সময় অসমে যাতায়াতকারী রাতের ট্রেনগুলিতে নিষেধাজ্ঞা জারি করল না রেল দফতর। বুধবার এ কথা জানান, উত্তর পুর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের এডিআরএম ইন্দ্রজিৎ সিংহ। মহকুমার বাসস্ট্যান্ড থেকে বাজার সব জায়গায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। বিগত বেশ কয়েক বছর প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস সহ গুরুত্বপূর্ণ দিনগুলিতে জঙ্গি নাশকতার আশঙ্কায় সন্ধ্যের পর অসমে লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকত। কিন্তু এ বছর গোয়েন্দা দফতরের তরফে নাশকতার আশঙ্কা বুধবার বিকেল পর্যন্ত প্রকাশ করা হয়নি বলে রেল দফতর সুত্রে জানা গিয়েছে। এডিআরএম জানান, এ বছর অসমের বিভিন্ন জায়গায় বহু জঙ্গি আত্মসমর্পণ করায় এ বার আমাদের কাছে জঙ্গি হানার কারণে ট্রেন রাতের দিকে বন্ধের কোনও নিদের্শ আসেনি। তাই এবার আমরা নিউ আলিপুরদুয়ার হয়ে অসমগামী রাতের ট্রেনগুলির উপর কোনও নিষেধাজ্ঞা জারি করে সেগুলিকে ষ্টেশনে দাঁড় করিয়ে রাখব না। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে রাত ১০টা ২০ মিনিটে নাগাদ নির্ধারিত সময়ে অসমের দিকে যাবে এবং অওয়াধ অসম ট্রেনটি রাত ৯টা ৩০ মিনিট নাগাদ অসমের দিকে যাবে। আলিপুরদুয়ার লামডিং-ইন্টারসিটি, আলিপুরদুয়ার জংশন কামাক্ষা ইন্টারসিটি ও আলিপুরদুয়ার সিফং প্যাসেঞ্জার ২৫-২৬ জানুয়ারি বাতিল করা হয়েছে এবং ফকিরাগ্রাম থেকে ধুবরি ও ফকিরাগ্রাম হয়ে কামাক্ষা যাওয়ার প্যাসেঞ্জার ট্রেনটি ভোর ৫ টার বদলে এক ঘন্টা দেরিতে ৬টার সময় ছাড়বে। তবে রেল যাত্রী ও কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে ইতিমধ্যে রেললাইনগুলিতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। আরপিএফ, জিআরপি, ট্রেন ও স্টেশনগুলিতে চেকিং চালাচ্ছেন। রেললাইনগুলিতে ট্র্যাকম্যানরা নজরদারি করছেন। তা ছাড়া রাতের বেলায় চলাচলকারী ট্রেনগুলির আগে ‘পাইলট’ ইঞ্জিন চালানো হচ্ছে। কোনও সময় দরকার পড়লে নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার ও আলিপুরদুয়ার জংশন রেল স্টেশনে আপৎকালীন পরিস্থিতিতে ট্রেন দাঁড়ালে তার যাত্রীরা অসুবিধায় না পড়েন সেদিকে বিশেষ খেয়াল রাখা হচ্ছে। আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক বিশ্বচাঁদ ঠাকুর জানান, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আলিপুরদুয়ার মহকুমার সব থানাকে সর্তক করা হয়েছে। বাসস্ট্যান্ড থেকে বাজার সর্বত্র বিশেষ নজরদারি চালানো হচ্ছে। তা ছাড়া গাড়ি তল্লাশির জন্য মহকুমার বিভিন্ন এলাকায় নাকা চেকিং চলছে। সাধারণত প্রজাতন্ত্র দিবসের আগের দিন জঙ্গিহানার আশঙ্কায় অসমগামী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এবার বুধবার রাতে গাঁধীধাম, অমরনাথ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা, সরাইখানা, অবোধ অসম, কামরূপ, ব্রহ্মপুত্র, রাজধানী সহ সমস্ত ট্রেন চলাচল করবে। নিউ জলপাইগুড়ি স্টেশন ম্যানেজার উজ্জ্বল নাগ বলেন, “কোনও ট্রেন বন্ধের খবর নেই। প্রায় নির্ধারিত সময়ে সমস্ত ট্রেন চলাচল করবে।” প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শিলিগুড়িতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। এদিন সাংবাদিক বৈঠক করে ওই কথা জানান শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি। তিনি জানান, বাসস্ট্যাণ্ড, রেল স্টেশনগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হোটেল, রেস্টুরেন্ট এবং পানশালাগুলিতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। বাইরের থেকে শহরে ঢোকা বাস ও বিভিন্ন গাড়িতে তল্লাশি করছে পুলিশ। শিলিগুড়ি সংলগ্ন নেপাল ও বাংলাদেশ সীমান্তে নজরদারির জন্য বিএসএফ ও এসএসবি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন পুলিশ কর্তৃপক্ষ। সীমান্তে নজরদারি জোরদার করানো হয়েছে। মঙ্গলবার রাতে তেনজিং নোরগে বাস স্টাণ্ডে তল্লাশির সময় ২২ কেজি গাঁজা সহ ২ মহিলাকে গ্রেফতার করে প্রধাননগর থানার পুলিশ। ওই দুই মহিলার নাম ফিরোজা বেগম ও মিনা খাতুন। তারা সম্পর্কে মা ও মেয়ে। তাদের বাড়ি বীরভূমে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজা হয়েছে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.