|
|
|
|
শান্তিনিকেতনে আইনশৃঙ্খলার অবনতি নিয়েও উঠছে প্রশ্ন |
তালা ভেঙে চুরি, পুলিশের ভূমিকায় ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
চুরির ঘটনা ঘটল আয়কর দফতরের অবসরপ্রাপ্ত এক কর্তার বাড়িতে। বুধবার সকালে শান্তিনিকেতনে ওই বাড়ির কেয়ারটেকার বিষয়টি বাড়ির মালিক এবং পুলিশকে জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও বুধবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি এবং চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করতে পারেনি। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিনিকেতনের সোনাঝুরি পল্লিতে চিত্রকর যোগেন চৌধুরীর ‘স্বাদ’ লাগোয়া এলাকায় আয়কর পরামর্শদাতা অমরেন্দ্রনাথ করের বাড়ি। মঙ্গলবার রাতে বাইরের কোল্যাপসিবল গেট ও ভিতরের আরও তিনটি ঘরের তালা ভেঙে দুষ্কৃতীরা ঢোকে। তার পরে স্টিলের আলমারি ভেঙে লক্ষাধিক টাকার গয়না নিয়ে পালিয়েছে তারা। দোতলার ওই বাড়িতে অমরেন্দ্রনাথবাবু এবং কেয়ারটেকার ভায়া মুর্মু থাকেন। ভায়া মুর্মু বলেন, “কয়েক দিন আগে অমরেন্দ্রনাথবাবু পটনা বেড়াতে গিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ আমি অসুস্থ বোধ করায় লাগোয়া বনেরপুকুর ডাঙায় নিজের বাড়িতে চলে যাই। বুধবার সকালে আমার স্ত্রী ওই বাড়িতে আলো নেভাতে গিয়ে বিষটি জানতে পারেন।” তিনি জানান, ঘরে ঢোকার মুখে কোল্যাপসিবল গেটের তালা ভাঙা। দু’টি ঘরের তালা ভেঙে আলমারি থেকে সোনার গয়না, নগদ টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। বাড়ির কর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি। |
|
লন্ডভন্ড ঘর। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী |
এ দিন সকালে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, খাটের উপরে সমস্ত গয়নার বাক্স খোলা পড়ে আছে। আলমারি এবং লকার খোলা। রান্না ঘরের তালা এবং পিছনের দরজা ভাঙা রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটা একার কাজ নয়। বোলপুর-শান্তিনিকেতন এলাকায় সাম্প্রতিক কালে চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। কখনও সোনার দোকানে, কখনও গুদামে গাড়ি লাগিয়ে মালপত্র নিয়ে উধাও হয়ে গিয়েছে দুষ্কৃতীরা। মোটরবাইক, সাইকেল চুরি ও ছিনতাই নিত্যদিনের ঘটনা বোলপুর-শান্তিনিকেতন এলাকায়। বোলপুরের ব্যবসায়ী সঙ্ঘের সম্পাদক সুনীল সিংহের ক্ষোভ, “বারে বারে চুরি, ডাকাতির ঘটনা ঘটছে। প্রথা ও নিয়ম মেনে তদন্তে নামছে পুলিশ। কিন্তু চোর ধরা তো দূরের কথা, জিনিসপত্র উদ্ধার করতে পারছে না পুলিশ।” মাস দু’য়েক আগে বোলপুর-কঙ্কালিতলা সংলগ্ন এলাকায় একটি সোনার দোকানে চুরি হয়েছিল। ওই সময়ের মধ্যে নেতাজি রোডে সোনার দোকানে লোহার দরজা কেটে বা বোলপুরে ব্যবসায়ীর গুদাম থেকে মালপত্র খোওয়া গিয়েছিল। শুধু তাই নয়, সম্প্রতি শান্তিনিকেতনের শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতি, ছাত্রী হস্টেল থেকে সাইকেল, মন্দির থেকে মূর্তি, গয়না চুরি হয়েছে। কিন্তু পুলিশ কোনও ঘটনার কিনারা করতে না পারায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। বিশ্বভারতীর অধ্যাপক সভার সাধারণ সম্পাদক কিশোর ভট্টাচার্য বলেন, “পুলিশকে আরও সক্রিয় হতে হবে। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি করছি।” পুলিশ সুপার বলেন, “আমরা পুলিশি টহলদারি ব্যবস্থা জোরদার করছি। পাশাপাশি শহরের বিভিন্ন ওয়ার্ড এবং পাড়াগুলিতে বাসিন্দারা যাতে পাহারা দেওয়ার ব্যবস্থা করেন, সে ব্যাপারে তাঁদের সঙ্গে আলোচনায় বসব।” |
|
|
|
|
|