এক ব্যক্তির কাছ থেকে বেশ কয়েক হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা। শ্যামসুন্দরপাড়ার বাসিন্দা রঘুনাথ কৈরি কালনা থানায় লিখিত অভিযোগে জানান, বুধবার নাতনির বিয়ে উপলক্ষে ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েছিলেন। সাইকেলে বাড়ি ফেরার পথে কাঁসারিপাড়ার একটি বেসরকারি স্কুলের সামনে চার জন বাইকআরোহী দুষ্কৃতী জোর করে তার কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। কালনা থানা সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
একটি বেসরকারি খনি সংস্থার কাছে একগুচ্ছ দাবিতে বিক্ষোভ দেখান ২২টি গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, বহু দিন থেকে এই সংস্থা বিভিন্ন সামাজিক পরিষেবামূলক কাজ এবং স্থানীয় বেকারদের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২ একর জমির বিনিময়ে চাকরির অঙ্গীকার করেছিলেন। ঝামা কয়লা জমিহারা গ্রামবাসীদের মাধ্যমে বিক্রি করা হবে বলা হলেও তা করা হচ্ছে না। প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। |