বেতন বৃদ্ধির দাবি, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেডের ঠিকায় পরিবহণ চালকদের বেতন বৃদ্ধি, চিকিৎসাজনিত সুযোগ-সহ বিভিন্ন দাবিতে বুধবার বিক্ষোভ দেখায় আইএনটিটিইউসি। সংগঠনের নেতা রাজু অহলুওয়ালিয়া জানান, এই সংস্থায় ৩৪টি লরি ঠিকায় চলে। আগে ৭ হাজার টাকা বেতন দেওয়া হত চালকদের। সঙ্গে টিফিনের খরচ দেওয়া হত। তখন ঠিকাদার সংস্থা মাসে সাড়ে ২৪ হাজার টাকা পেত। সরাসরি কোম্পানিকে শ্রমিক সংগঠন বেতন বৃদ্ধির দাবি জানালে কোম্পানি পরিবহণ ঠিকাদারদের সাড়ে ৩২ হাজার টাকা দিতে শুরু করে। অথচ তারপর থেকেই ঠিকাদার সংস্থাগুলি চালকদের বেতন কমিয়ে সাড়ে ৬ হাজার টাকা করে দেয় বলে অভিযোগ। বন্ধ হয়ে যায় টিফিনের খরচ। প্রতিকারের দাবিতে এ দিন সারাদিন ধরে বিক্ষোভ দেখানো হয়। কর্তৃপক্ষ ৭ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।
|
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সরকারি ছুটির দিনে সবেতন ছুটি বন্ধ করে দেওয়া এবং ইএসআইয়ের চিকিৎসা জনিত বিল না দেওয়ার অভিযোগ তুলে ডিসেরগড় পাওয়ার সাপ্লাই কর্পোরেশনের ৫টি শ্রমিক সংগঠনের সদস্য-সমর্থকেরা সংস্থার আধিকারিকদের দীর্ঘক্ষণ ঘেরাও করে বিক্ষোভ দেখান। বুধবার সকাল থেকে বিক্ষোভ শুরু হয়। আইএনটিইউসি নেতা চণ্ডী চট্টোপাধ্যায় ও সিটু নেতা বাবলু শর্মা র অভিযোগ, কর্তৃপক্ষ তাঁদের উপরে এই সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিচ্ছেন। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বিক্ষোভ দীর্ঘতর হবে। ডিপিএসসির প্রেসিডেন্ট (কর্পোরেট) সোমেশ দাশগুপ্ত জানান, সংস্থার খরচ কমানোর জন্য কিছু সিদ্ধান্ত হয়েছে। কিন্তু শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবি কেটে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে না। কিছু ভুলভ্রান্তি হয়েছে। সেগুলি মিটিয়ে নেওয়ার জন্য শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে টাকা হাতিয়ে চম্পট দিল এক দল সশস্ত্র দুষ্কৃতী। বুধবার রাতে সিটি সেন্টারে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ৮টা নাগাদ ৭-৮ জনের একটি দল হঠাৎ ওই বেসরকারি সংস্থার কার্যালয়ে ঢুকে পড়ে। কর্মী ও আধিকারিকদের সামনে অস্ত্র ধরে টাকা নিয়ে পালায়। ঘটনাস্থলে পৌঁছন এডিসিপি শুভঙ্কর সিংহ সরকার। তিনি জানান, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, ঠিক কত টাকা চুরি গিয়েছে তা জানাতে পারেননি ওই সংস্থার কর্মী ও আধিকারিকরা।
|
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
কাঁকসার পানাগড়ে বারুইপাড়ায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে বুধবার। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রবীন্দ্রনাথ গুঁই (৫৯)। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আর্থিক সমস্যায় দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেই অবসাদ সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তি। |