খেলার টুকরো খবর |
জেলা হ্যান্ডবল
|
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জেলা হ্যান্ডবলে খেতাব জিতেছে গুসকরা অগ্নিশিখা সঙ্ঘ। তারা ফাইনালে ১২-৬ ব্যবধানে আসানসোলের বি আর আম্বেদকর ক্লাবকে হারিয়েছে। মোহনবাগান মাঠে এই প্রতিযোগিতায় মোট আটটি দল যোগ দেয়। সেমিফাইনালে গুসকরা ১০-৬ ব্যবধানে জাতীয় সঙ্ঘকে ও আম্বেদকর ক্লাব ১৬-১২ ব্যবধানে আসানসোলের রাইজিং ক্লাবকে হারায়। জেলা হ্যান্ডবল সংস্থার সম্পাদক সোমনাথ রায় জানান, রাজ্যে এই প্রথম বর্ধমানেই শুরু হয়েছে হ্যান্ডবল লিগ।
|
বড় জয় দিলীপের |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
রাধারানি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ডিভিশন ক্রিকেট লিগ শুরু হয়েছে। প্রথম ম্যাচে দিলীপ স্মৃতি সঙ্ঘ বড় ব্যবধানে হারিয়েছে নির্ভীক সঙ্ঘকে। প্রথম ব্যাট করে দিলীপ করে ৩৫ ওভারে ২৩১-১। অর্ণব ঘোষের অপরাজিত ১০৩ লিগের প্রথম শতরান। নির্লিপ্ত বন্দ্যোপাধ্যায় ৬৫ ও অমল দাস করেন ৩৫। জবাবে নির্ভীক করে ২৮ ওভারে ৯৯। জয়দীপ ঘোষাল করেন ৪৫। দিলীপের সুমন দে ১৬ রানে ৪টি, সৌমেন পাল ১৭ রানে ৩টি ও অনির্বান নন্দে ১৮ রানে ২ উইকেট দখল করেন।
|
হারল একত্রিত এসি |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
প্রথম ডিভিশন ক্রিকেট চলছে দুর্গাপুরের এমএএমসি মাঠে। নিজস্ব চিত্র। |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ক্রিকেট লিগের বুধবারের খেলায় রুপালি শিবির ৪ উইকেটে একত্রিত এসি-কে হারায়। এমএএমসি মাঠের খেলায় প্রথমে ব্যাট করে ১২৪ রান তোলে একত্রিত এসি। রূপেশ সিংহ ৪৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় রুপালি শিবির। কৌশিক মণ্ডল অপরাজিত ৩৯ রান করেন। বিজয়ী দলের আদিত্য রাহা রায় তিনটি উইকেট তুলে নেন। ম্যাচটি পরিচালনা করেন অভীক চক্রবর্তী, মিহির ঘটক।
|
নকআউট ভলি |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রানিগঞ্জ কোলফিল্ড ক্লাব আয়োজিত দিন রাতের রামাশ্রয় সিংহ ও জিতেন্দ্র প্রসাদ স্মৃতি নকআউট ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল তুহিন এন্টারপ্রাইজ। ফাইনালে তারা অল ফ্রেন্ডস ক্লাবকে ৩-১ সেটে হারায়। ম্যাচের সেরা বিজয়ী দলের অভিমন্যু সিংহ। প্রতিযোগিতার সেরা একই দলের মুনা সিংহ। ১৪টি দল যোগ দিয়েছিল।
|
জামুড়িয়ায় ক্রিকেট |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
তৃণমূল আয়োজিত দেবাশিস ঘটক ও রবীন কাজি স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের খেলায় বিজয়ী হল আসানসোল গ্রাম। তালতোড় মাঠের খেলায় তারা গিরমটিকে ৫০ রানে হারায়। প্রথমে ব্যাট করে আসানসোল গ্রাম সব উইকেট হারিয়ে ১৫৫ রান করে। জবাবে গিরমিটের ইনিংস ১০৫ রানে শেষ হয়ে যায়।
|
জয়ী হরিপুর |
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
মদনপুর রবীন্দ্র-নজরুল সমিতি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের খেলায় বিজয়ী হল বনবহাল হরিপুর। তারা চরণপুর অগ্নিবীণা ক্লাবকে ৭ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে বনবহাল হরিপুর সব উইকেট হারিয়ে ৯৩ রান করে। জবাবে অগ্নিবীণা ৩ উইকেটে জয়ের রান তুলে নেয়। ম্যাচের সেরা হন বিজয়ী দলের ঝন্টু কুমার।
|
জিতল বালক সঙ্ঘ |
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
সিয়াকুলবেড়িয়া যৌথ কল্যাণ সমিতি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের খেলায় চিত্তরঞ্জন বালক সঙ্ঘ ১০ রানে হারায় বনফুল সিসি-কে। প্রথমে ব্যাট করে বালক সঙ্ঘ ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান করে। জবাবে বনফুল ১২৪ রানে শেষ হয়ে যায়। ম্যাচের সেরা হন বিজয়ী দলের সোনু সিংহ।
|
হুগলি ডিএম হারল |
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
ফ্রেন্ডস ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় বুধবারের খেলায় বিজয়ী হল চিত্তরঞ্জন স্পোর্টস অ্যাসোসিয়েশন। তারা শ্রীলতা মাঠের খেলায় হুগলি ডিএম ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারায়। গোল করেন বিমল পাড়িয়া। ম্যাচের সেরা বিজয়ী দলের কৌশিক মাজি।
|
ধানসিড়ি ক্রিকেট |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মাধবডিহি ফকিরপুরে অনুষ্ঠিত ধানসিড়ি ক্রিকেটের ফাইনালে বার্নপুর সেল ক্লাব মাত্র ৫ রানে হারায় বর্ধমানের কল্যাণ স্মৃতি সঙ্ঘকে। বার্নপুর করে ১৬০-৮। কল্যাণ করে ১৫৫-৮। |
|