সম্প্রতি হাড়োয়ার ওরিয়েন্ট ক্লাবের পরিচালনায় এক নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় হাইস্কুল মাঠে প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় অশোকনগর স্পোর্টিং ক্লাব এবং বজবজ জনকল্যাণ সমিতি। হাড্ডাহাড্ডি লনাইয়ে নির্ধারিত সময়ে কোনও পক্ষই গোল করতে পারেনি। ফলে মীমাংসার জন্য খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে অশোকনগর স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে হারিয়ে দেয় বজবজ জনকল্যাণ সমিতিকে। খেলার শেষে দু’টি দলকেই ট্রফি ও নগদ অর্থে পুরস্কৃত করা হয়। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন হাড়োয়ার বিধায়ক জুলফিকার আলি মোল্লা, পিজি হাইস্কুলের প্রধান শিক্ষক অরুণ মৌলিক প্রমুখ।
|
বাগদার পাথুরিয়ার নলডুগারি পিসিকে বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হল। প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলা অনূর্ধ্ব ১৪ স্কুল ক্রিকেট দলের প্রশিক্ষক সুশান্ত মোদক। প্রতিযোগিতায় ২১০ জন ছাত্রছাত্রী যোগ দিয়েছিল। বালকদের ‘ক’ বিভাগে ১০০ মিটার দৌড়ে প্রথম হয়েছে অপূর্ব দত্ত। ‘খ’ বিভাগে ১০০ মিটার দৌড়ে প্রথম হয়েছে সরোজ কর্মকার। বালিকদের ‘গ’ বিভাগে ১০০ মিটার দৌড়ে প্রথম হয়েছে প্রতিমা হালদার। ‘ক’ বিভাগে ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান পেয়েছে মুনমুন হীরা। ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি স্বামী বিবেকানন্দের উপরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন রায়, স্থানীয় পঞ্চায়েত প্রধান কালীপদ মণ্ডল প্রমুখ।
|
সারা ভারত যুব লিগের বৈদ্যবাটি শাখার পরিচালনায় চার দলীয় নেতাজি গোল্ড কাপ ফুটবলের ফাইনালে উঠল টেকনো এরিয়ান এবং সাদার্ন সমিতি। বৈদ্যবাটির বিএস পার্ক মাঠে আয়োজিত ওই প্রতিযোগিতায় যোগদানকারী চারটি দলই কলকাতার। শনিবার উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে পিয়ারলেসকে হারায় এরিয়ান। প্রথমার্ধে খেলার ফল ছিল ১-১। শুরুতেই গোল খেয়ে যায় সম্প্রতি কলকাতা লিগে ইস্টবেঙ্গলকে পর্যুদস্ত করা টেকনো। পরে তারা সমতা ফেরায়। সাডেন ডেথে ৫-৪ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় তারা। রবিবারের খেলায় সাদার্ন সমিতি ১-০ গোলে হারিয়ে দেয় বিএনআরকে।
|
উত্তরপাড়ার ভদ্রকালী উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল গত শুক্রবার। পতাকা উত্তোলন দিয়ে অনুষ্ঠানের শুরু। তার পরে ছিল ‘মার্চ পাস্ট’। বিদ্যালয়ের তিনটি বিভাগের ছাত্রেরা মোট ২৪টি ইভেন্টে যোগ দেয়। এ ছাড়া ছিল প্রাক্তন ছাত্রদের দৌড়, ককফাইট, বল ছোড়ার মতো খেলা। সফল প্রতিযোগীদের শংসাপত্র ও পদক প্রদান করেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক জনাব হাবিব সাদাত রহমান এবং প্রধান শিক্ষক গৌতম পাল। |