পাঁচলার গঙ্গাধরপুর বিএড কলেজের উদ্যোগে নেতাজির জন্মদিন পালিত হল। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান, কুচকাওয়াজ-সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেতাজির জীবন ও কর্মকাণ্ড নিয়ে বক্তৃতা করেন শিক্ষক, অধ্যাপকেরা। গঙ্গাধরপুর গার্লস, গঙ্গাধরপুর বয়েজ ও প্রাথমিক বিদ্যালয়েও এই উপলক্ষে অনুষ্ঠান হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সন্তোষকুমার দাস। এ ছাড়াও, জগৎবল্লভপুরের জওহর শিশুভবনে সোমবার নেতাজি জন্মজয়ন্তী পালিত হয়েছে সাড়ম্বরে।
|
উদয়নারায়ণপুরের চালতাখালি গ্রামে স্বামীজি সেবা সঙ্ঘের উদ্যোগে ১৪-১৫ জানুয়ারি বিবেকানন্দের জন্ম সার্ধশতবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে প্রভাতফেরি বেরোয়। গীতাপাঠ, নামগান, বিবেকানন্দ ও রামকৃষ্ণের বাণীপাঠ ছাড়াও ভক্তিমূলক গানবাজনার আসর বসে। উদ্যোক্তাদের তরফে মহাদেব ঘোষ বলেন, “প্রায় আড়াই হাজার মানুষকে নিয়ে নরনারায়ণ সেবা করা হয়।” স্বামীজি সম্পর্কে বক্তৃতা করেন আমতা মঠের মহারাজ স্বামী পরমানন্দ।
|
মুকুন্দরামের স্মৃতিতে মেলা |
কবিকঙ্কন মুকুন্দরাম সাংস্কৃতিক মেলা শেষ হল রবিবার। বর্ধমানের মাধবডিহির দামিন্যা গ্রামে কবির জন্মভিটেয় এই মেলা এ বার ২৬ বছরে পড়ল। গত ১৯ জানুয়ারি মেলার উদ্বোধন করেন মুকুন্দ-গবেষক ও সাহিত্যক প্রভাত মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সুনন্দ সান্যাল-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
|
ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় আমতা নিত্যানন্দ হাইস্কুলের পরিচালন সমিতিতে জিতল তৃণমূল। তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস পৃথক প্রার্থী দিয়েছিল। গতবারে পরিচালন সমিতি ছিল সিপিএমের হাতে। |