টুকরো খবর
নেতাজি স্মরণ
নেতাজির জন্মদিনে ওন্দা থানার সাহাপুর গ্রামে শুরু হল ‘নেতাজি মেলা’। চলবে পাঁচদিন। মেলার উদ্যোক্তা ফরওয়ার্ড ব্লক। উদ্বোধন করেন ওন্দার প্রাক্তন বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লকের বাঁকুড়া জেলা সভাপতি তারাপদ চক্রবর্তী। মেলা কমিটির সম্পাদক মানিক মুখোপাধ্যায় বলেন, “নেতাজি মেলা ২৭ বছরে পড়ল। পাঁচদিনই ‘নেতাজি’ বিষয়ক আলোচনাসভার আয়োজন করা হয়। এ ছাড়া রয়েছে বিচিত্রানুষ্ঠানও।” পাশাপাশি বাঁকুড়ার নেতাজি সঙ্ঘ নেতাজির জন্মদিন উপলক্ষে, শহরের প্রাণকেন্দ্র মাচানতলার মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে একটি আলোচনাসভার আয়োজন করে। এ ছাড়াও বাঁকুড়া ও খাতড়া শহরের বেশ কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রীরা, কোথাও অভিভাবকেরা নেতাজির ছবি নিয়ে প্রভাতফেরি করেন। অন্য দিকে, এ দিন পুরুলিয়ার আদ্রা রেলের পানীয় জল সরবরাহের পক্ষ থেকে এবং নেতাজি ব্যায়াম সমিতির পক্ষ থেকে পুরুলিয়ায় অনুষ্ঠান হয়েছে। উদ্বোধন করেন সাংসদ বাসুদেব আচারিয়া।

বিদ্যাসাগর মেলা
জেলায় শুরু হল বিদ্যাসাগর মেলা। সোমবার পুরুলিয়া শহরের উপকণ্ঠে পুরুলিয়া মফস্সল থানা এলাকার ডুড়কু বিদ্যাসাগর আবাসিক বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধন হল এই মেলার। উদ্বোধন করেন সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তপতী মুখোপাধ্যায়। নারী শিক্ষার লক্ষ্যেই এই মেলার আয়োজন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। মেলার বিভিন্ন দিনে রামমোহন, বিদ্যাসাগর ও বিবেকানন্দের কর্ম জীবনের উপর নানা আলোচনা হবে। মেলায় রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর স্টলও। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।

ট্রাফিকের দাবি
রাস্তার মোড়ে ট্রাফিক ব্যবস্থা চালু করার দাবি উঠেছে বাঁকুড়ার পোয়াবাগান এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, বাঁকুড়া, খাতরা ও ধলডাঙা যাওয়ার রাস্তার এই তিন মাথার মোড়ে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে। রাস্তার উপর দিয়ে যানবাহনগুলি তীব্র গতিতে যাওয়াত করে। তাই এই বিপত্তি। তাঁদের দাবি, দুর্ঘটনা এড়াতে অবিলম্বে ট্রাফিক ব্যবস্থা চালু করতে হবে। বাঁকুড়া ব্লক ১ বিডিও মধুমিতা মুখোপাধ্যায় বলেন, “ট্রাফিক ব্যবস্থা করার জন্য পুলিশের সঙ্গে সঙ্গে আলোচনা করব।” বাঁকুড়া পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “বিষয়টি খতিয়ে দেখব।”

দুর্ঘটনায় জখম ৩
দুর্ঘটনায় জখম হলেন তিন জন। সোমবার বিকেলে বাঁকুড়ার খাতড়া থানার খড়বন মোড়ের কাছে, বাঁকুড়া-খাতড়া রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দোকানে ধাক্কা মেরে উল্টে গেল একটি গাড়ি। এতে এক পথচারী-সহ তিন জন জখম হয়েছেন। গুরুতর জখম অবস্থায় এক জনকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তিও করানো হয়েছে। পুলিশ গাড়িটিকে আটক করতে পারলেও চালক পলাতক।

আলোচনাসভা
সোনামুখী বিন্দুবাসিনী জুবিলি উচ্চ বিদ্যালয়ের দু’দিন ব্যাপী ১২৫ বর্ষ উদ্যাপন অনুষ্ঠান শেষ হল রবিবার। শনিবার এই অনুষ্ঠানের সূচনা করেন ওই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র স্বদেশরঞ্জন চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের প্রথম দিন ‘স্বামী বিবেকানন্দ’ এবং দ্বিতীয় দিনে ‘বৃত্তিমূলক শিক্ষা ও পশ্চিমবঙ্গ’ বিষয়ে দু’টি আলোচনাসভার আয়োজন করেন উদ্যোক্তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা ১২৫ বর্ষ উদ্যাপন কমিটির যুগ্ম সম্পাদক মনোরঞ্জন চোংরে জানান, আলোচনাচক্রের পাশাপাশি ছাত্রছাত্রী, স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে দু’দিনই নানা অনুষ্ঠানের আয়োজন ছিল।

চোলাই চক্রে ধৃত ১
চোলাই মদ তৈরি করার অভিযোগে এক জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সাধন মণ্ডল। আগয়া গ্রামে তার বাড়ি। সম্প্রতি আগয়ায় পুলিশ অভিযান চালায়। ফাঁকা মাঠের মধ্যে চোলাই তৈরি হচ্ছিল। সেখান থেকে সাধনকে ধরা হয়। সেই সঙ্গে ৪০ লিটার চোলাই ও ২০০ লিটার চোলাই তৈরির কাঁচামাল বাজেয়াপ্ত করা হয়।

শিক্ষা কনভেনশন
পাত্রসায়র কলেজে রবিবার হয়ে গেল একটি শিক্ষা কনভেনশন। আয়োজক ছিল তৃণমূল শিক্ষা সেলের বিষ্ণুপুর মহকুমা শাখা। কনভেনশনে মহকুমার প্রায় দেড় হাজার শিক্ষক শিক্ষিকা যোগ দিয়েছিলেন। এ ছাড়াও, উপস্থিত ছিলেন স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চল জোনের চেয়ারম্যান সুজিত চট্টোপাধ্যায়, শালতোড়ার বিধায়ক স্বপন বাউরি, বড়জোড়ার বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায়, ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটে-সহ আরও অনেকে।

দেশপ্রেম দিবস
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটিকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে পালন করলেন বিষ্ণুপুর মহকুমা প্রশাসন। এই উপলক্ষে সোমবার দুপুরে মহকুমাশাসকের দফতরের সভাকক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বক্তা হিসেবে ছিলেন, দুই ডেপুটি ম্যাজিস্ট্রেট নীতিশ গঙ্গোপাধ্যায় ও ফাল্গুনী রায়, মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান, অধ্যাপক অঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

পুষ্প প্রদর্শনী
নেতাজির জন্মদিনে সোমবার বনদফতরের উদ্যোগে পুরুলিয়া শহরে শুরু হল পুষ্প প্রদর্শনী। শহরের নেতাজি সুভাষ উদ্যানে এই প্রদর্শনী ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছেন পুরুলিয়া ডিভিশনের ডিএফও অজয়কুমার দাস। প্রদর্শনী এবার ৩২ বছরে পড়ল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.