নেতাজির ১১৫তম জন্ম বার্ষিকী পালন |
নেতাজির ১১৫তম জন্ম বার্ষিকী পালনের অনুষ্ঠান পালিত হল দক্ষিণ ২৪ পরগনার ডায়মণ্ডহারবার ও কাকদ্বীপ দুই মহকুমা এলাকার বিভিন্ন ক্লাব, স্কুল, কলেজ ও সরকারি প্রতিষ্ঠানে। এই উপলক্ষে আয়োজন ছিল নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। ডায়মণ্ডহারবারের রায়নগর নেতাজি সংঘ ক্লাবে এ দিন নেতাজির পূর্ণাঙ্গ প্রতিকৃতির উন্মোচন করেন স্থানীয় পুরপ্রধান পান্নালাল হালদার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দীপক হালদার সহ বিভিন্ন অঞ্চলের কাউন্সিলার। ক্লাবের পক্ষ থেকে শশাঙ্ক ভট্টাচার্য জানান, আট দিন ব্যাপী ক্লাবের সামনের মাঠে হাস্যকৌতুক, শিক্ষামূলক চলচ্চিত্র প্রদর্শন, পুতুলনাচ সহ নান সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পাশাপাশি, কুলপির রামকিশোরপুর রাধানগর নেতাজি ইয়ং অ্যাসেসিয়েশন এর মাঠে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম বার্ষিকী পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার দফতরের প্রতিমন্ত্রী চৌধুরি মোহন জাটুয়া। তিনি নেতাজির মূর্তিতে মাল্যদানও করেন।এই উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়াজন হয়।
|
ব্যাঙ্ক ডাকাতিতে অভিযুক্ত গ্রেফতার |
ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় জড়িত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। সামাদ মণ্ডল নামে ওই দুষ্কৃতীর বাড়ি উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার গোপালপুরের পুকুরিয়া গ্রামে। রবিবার তাকে স্থানীয় ধর্মতলা মোড় থেকে গ্রেফতার করা হয়। ধৃতের একটি মোটর সাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়া তার কাছ থেকে ৩ কিলোগ্রাম গাঁজাও উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সামাদের বিরুদ্ধে একাধিক দুষ্কর্মের অভিযোগ রয়েছে। ব্যাঙ্ক ডাকাতি থেকে ছিনতাই, মাদক বিক্রি-সহ বেশ কয়েকটি অপরাধে অভিযুক্ত সামাদকে বেশ কিছুদিন ধরেই খুঁজছিল পুলিশ। রবিবার গোপন সূত্রে পুলিশ খবর পায় হাড়োয়ার ধর্মতলা এলাকায় এক ব্যক্তির কাছে মাদক বিক্রি করতে আসবে সামাদ। সেইমতো হাড়োয়া তানার ওসি বাহিনী নিয়ে ওই এলাকায় নজর রাখছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সামাদ একটি মোটর সাইকেলে করে ধর্মতলায় আসা মাত্র তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে গাঁজা উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালের নভেম্বর মাসে অশোকনগর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে হামলা চালিয়ে দুষ্কৃতীরা প্রায় ১৩ লক্ষ টাকা ডাকাতি করে। পুলিশের দাবি, জেরায় সামাদ ওই ব্যাঙ্ক ডাকাতির সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছে। সোমবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
|
অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল বাড়ি। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার শালিপুর অঞ্চলের মুকুন্দপুর গ্রামে। বাড়ি ভস্মীভূত হওয়ায় আপাতত ওই পরিবারটি প্রতিবেশীর বাড়ির চত্বরে পলিথিনের নীচে আশ্রয় নিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পার্থ মণ্ডল নামে ওই গৃহকর্তার বাড়িতে রবিবার রাতে রান্নাঘরে অসতর্কতার কারণে আগুন লেগে যায়। দ্রুত তা বাড়ির সর্বত্র ছড়িয়ে পড়ে। পার্থবাবু পরিবারের সদস্যদের নিয়ে কোনওরকমে বাড়ির বাইরে বেরিয়ে আসতে পারলেও জিনিসপত্র সবই পুড়ে গিয়েছে। অন্যের জমিতে দিনমজুরির কাজ করে কোনওরকমে সংসার চালান পার্থবাবু। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে বিপিএল তালিকাভুক্ত পরিবারটি এখন সরকারি সাহায্যের দিকে তাকিয়ে।
|
সাইকেলে ধাক্কা লরির, মৃত ১ |
বারাসতের ডাকবাংলো মোড়ের কাছে সোমবার রাতে লরির ধাক্কায় এক সাইকেলচালকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে তাঁর সঙ্গে থাকা বছর দশকের এক বালক। পুলিশ জানায়, একটি গাড়িকে পাশ দিতে গিয়ে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই সাইকেলে ধাক্কা মারে। পড়ে যান সাইকেলচালক এবং সাইকেলের রডে বসা এক বালক। গুরুতর আহত অবস্থায় তাঁদের বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাইকেলচালক মারা যান। তাঁর নাম জানা যায়নি। উত্তেজিত জনতা লরিটি ভাঙচুর করে। লরিচালক পলাতক। দুর্ঘটনার জেরে ৩৪ নম্বর জাতীয় সড়ক কিছু ক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে।
|
জমি-ব্যবসা নিয়ে আক্রোশের জেরেই খুন হন বারুইপুরের ব্যবসায়ী সিরাজুল মোল্লা। প্রাথমিক তদন্তে এমনই জানিয়েছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কঙ্করপ্রসাদ বারুই জানান, খুন ও ডাকাতিতে জড়িত সন্দেহে তিন জন গ্রেফতার হয়েছে। শনিবার রাতে কাজিপাড়ায় জ্যাম-জেলির ব্যবসায়ী সিরাজুলের বাড়িতে হানা দেয় পাঁচ-ছ’জনের ডাকাত দল। তাদের গুলিতে নিহত হন সিরাজুল। তদন্তকারীদের ধারণা, পরিকল্পিত ভাবে খুনের উদ্দেশ্য নিয়েই এসেছিল দুষ্কৃতীরা। পুলিশ জানায়, বারুইপুর-আমতলা রোডের পাশে কয়েকটি জমি বিক্রির সঙ্গেও সিরাজুলের যোগ ছিল। সেই সময়ে কারও সঙ্গে তাঁর শত্রুতা গড়ে উঠেছিল কি না, তা দেখছে পুলিশ। |