ভাঙা জেটি নিয়ে বিপদের আশঙ্কা
প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ এলাকার মানুষ
টনার পর সাতদিন কেটে গিয়েছে। শিকল ছিঁড়ে বিপজ্জনকভাবে নদীতে ভাসছে ভাঙা জেটি। নদীবক্ষে চালাচলকারী ভুটভুটি, যাত্রীবাহী নৌকার সঙ্গে ধাক্কা লেগে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকলেও প্রশাসন নির্বিকার। নদীবক্ষ থেকে ভাঙা জেটিটি সরানোর কোনও ব্যবস্থাই নেয়নি বসিরহাট মহকুমা প্রশাসন।
গত ১৭ জানুয়ারি বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের দুলদুলিতে ভেঙে পড়া পল্টন সেতুর শিকল ছিঁড়ে নদীতে ভেসে যায় ভাঙা জেটিটি। এর পরে জোয়ার-ভাটার টানে কখনও সেটি পিছন দিকে, কখনও সামনের দিকে ভাসছে। সুন্দরবন এলাকার এই অংশে যাত্রী পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নৌকা। এই অবস্থায় যাত্রীদের আশঙ্কা ভাঙা জেটিটির সঙ্গে ধাক্কা লাগলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। জেটিটি নদীর বুক থেকে সরাতে প্রশাসন এখনও কোনও ব্যবস্থা না নেওয়ায় এলাকার মানুষ ক্ষুব্ধ। প্রসঙ্গত, শিকল ছিঁড়ে নদীতে জেটি ভাসার খবর জানার পরে বসিরহাটের মহকুমাশাসক অনামিকা মজুমদার বলেছিলেন, “জেটিটি সরানোর জন্য ভূতল পরিবহণ নিগমকে বলা হয়েছে।” এমনকী হিঙ্গলগঞ্জের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান এবং সংশ্লিষ্ট তিনটি থানার ওসিরা অবিলম্বে জেটিটি সরানোর জন্য প্রশাসনে ব্যবস্থা নিতে বলেন। স্থানীয় মানুষের অভিযোগ, এমন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটা সত্ত্বেও প্রশাসন জেটি সরানো নিয়ে কোনও ব্যবস্থা নেয়নি।
দিন কয়েক আগে সন্দেশখালির বালিয়া নদীর উপরে সেতুর শিলান্যাস করতে এসে ঘটনার কথা শুনে সুন্দরবন উন্নয়নমন্ত্রী শ্যামল মণ্ডল মহকুমাশাসককে এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নিতে বলেন। তারপরেও অবস্থার পরিবর্তন না হওয়ায় স্থানীয় মানুষ ক্ষুব্ধ। হেমনগর উপকূলবর্তী থানার ওসি অলোকেশ মণ্ডল বলেন, “কুয়াশার জন্য জেটি সব সময় দেখা যাচ্ছে না। তাতে বিপদের আশঙ্কা আরও বেড়ে গিয়েছে। বর্তমানে জেটিটি হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির মাঝে দক্ষিণ ভান্ডারখালি এলাকায় বড়কলাগাছি নদীতে ভাসছে। স্রোতের টানে যে ভাবে সেটি এগিয়ে যাচ্ছে তাতে দ্রুত আটকানো না গেলে শিগগিরই তা সাগরে গিয়ে পড়বে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.