টুকরো খবর |
বাইক চুরি চক্রের ২ পান্ডা গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
মোটর সাইকেল চুরি চক্রে জড়িত দু’জনকে নন্দীগ্রাম থেকে গ্রেফতার করল পুলিশ। গত শনিবার রাতে নন্দীগ্রাম থানার ওসমানচক গ্রামে হানা দিয়ে পুলিশ শেখ নিজামুদ্দিন ও দেবব্রত পাত্র নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, নিজামুদ্দিনের বাড়ি ওসমানচক গ্রামে আর দেবব্রতর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে। তাঁদের জিজ্ঞাসাবাদ করার পরে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ৭টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। চক্রের বাকিদের ধরতে তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনেকদিন ধরেই নন্দকুমার ও মহিষাদল থানার বিভিন্ন গ্রামে একের পর এক মোটর সাইকেল চুরির ঘটনা নিয়ে থানায় অভিযোগ আসছিল। গত দু’মাসে দুই এলাকায় ২০টিরও বেশি মোটর সাইকেল চুরি হয়েছে। কয়েক দিন আগে নন্দকুমারের ব্যবত্তারহাট গ্রামপঞ্চায়েতের প্রধান শিখা দাসের বাড়ির ভিতর থেকে মোটর সাইকেল চুরি করে পালায় দুষ্কৃতীরা। তদন্ত চালিয়ে গত শনিবার রাতে পুলিশ নন্দীগ্রামের ওসমানচকে হানা দিয়ে শেখ নিজামুদ্দিন ও তার সঙ্গী দেবব্রত পাত্রকে গ্রেফতার করে। তাদের জেরা করে মোটর সাইকেল চুরি চক্রের সঙ্গে জড়িত আরও ৭ জনের নামও জানা গিয়েছে। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, ওই ৭ জনের মধ্যে অধিকাংশেরই বাড়ি নন্দীগ্রামে। দুষ্কৃতীরা বাড়ির গ্রিল কেটে ভিতরে ঢুকে মোটর সাইকেল নিয়ে পালাত। এরপর নন্দীগ্রামের খেয়াঘাট দিয়ে নদীপথে মোটর সাইকেল দক্ষিণ ২৪ পরগনায় নিয়ে চলে যেত। সেখানে অপেক্ষাকৃত কম দামে চোরাই মোটর সাইকেল বিক্রি করত তারা। পুলিশ ধৃত দুই দুষ্কৃতীকে রবিবার তমলুক আদালতে তোলে। বিচারক তাদের তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
|
তৃণমূলের ‘শান্তি পদযাত্রা’ |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
|
নিজস্ব চিত্র |
সোমবার নেতাজির জন্মদিবসে ঝাড়গ্রামের ঘৃতখাম থেকে নেদাবহড়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার ‘শান্তি-পদযাত্রা’ করল তৃণমূল। দলের জেলা কোর-কমিটির নেতা নির্মল ঘোষের নেতৃত্বে আয়োজিত এই পদযাত্রায় ছিলেন গোপীবল্লভপুরের তৃণমূল বিধায়ক চূড়ামণি মাহাতো, দলের জেলা নেতা নারায়ণ পড়িয়া, ঝাড়গ্রাম ব্লক (গ্রামীণ) সভাপতি অনিল মণ্ডল প্রমুখ। এলাকার হাজার তিনেক বাসিন্দা পদযাত্রায় অংশ নেন। দুপুরে পদযাত্রা শেষে নেদাবহড়ায় সভা করেন নির্মলবাবুরা। সভায় নির্মলবাবু বলেন, “গত কয়েক বছর যাবৎ জঙ্গলমহলের অশান্তির জেরে মাওবাদী-মুক্তাঞ্চল হয়ে উঠেছিল নেদাবহড়া অঞ্চল। ঘৃতখাম ছিল ওদের সদরঘাঁটি। পরিবর্তনের জঙ্গলমহলে মানুষ এখন সচেতন হয়েছেন। নেদাবহড়া অঞ্চলে এখন ‘শান্তি প্রতিষ্ঠিত’ হয়েছে।” বিধায়ক চূড়ামণিবাবুও বলেন, “আগে এলাকার মানুষের বাক-স্বাধীনতা ছিল না। মাওবাদীরা পিছু হটায় এলাকায় শান্তি ফিরে এসেছে।” প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর এই ঘৃতখাম গ্রামেই মাওবাদী-ঘনিষ্ঠতার অভিযোগে ৫ জনকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন গ্রামবাসীরা। সোমবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরেও শহর-মহিলা তৃণমূলের নেত্রী নমিতা বন্দ্যেপাধ্যায়ের নেতৃত্বে ‘শান্তি-মিছিল’ হয়।
|
চাকরির টোপ, প্রতারণার নালিশ |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
চাকরির টোপ দেখিয়ে এক বধূর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে পোস্ট অফিসের এক কর্মীকে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী। সোমবার বিকেলে এগরা থানার কুদি বাজার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তপন মাইতি এগরারই জেড়থান পোস্ট অফিসের কর্মী। তাঁকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। কুদি বাজারের ব্যবসায়ী মাখন মাইতির অভিযোগ, “কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের সঙ্গে যোগ রয়েছে বলে আমাকে জানায় তপন। সেই যোগাযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের চাকরি আমার স্ত্রীকে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। বিনিময়ে ওকে আড়াই লক্ষ টাকা দিই। কিন্তু চাকরি আর হয়নি। টাকাও পাইনি।” বারবার চেয়েও টাকা না পাওয়ায় এগরা থানা, মহকুমা পুলিশ অফিসার থেকে শুরু করে জেলার পুলিশ সুপারকে পর্যন্ত লিখিত অভিযোগ জানান মাখনবাবু। এ দিন বিকেলে ফের কুদি বাজারে তপনকে দেখতে পেয়ে টাকা চান মাখনবাবু। অভিযোগ, সেই সময় মাখনবাবু ও তাঁর ভাইকে মারধর করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তপন। তখন স্থানীয় ব্যবসায়ীরাই তপনকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
|
খুনের অভিযোগ, ধৃত স্বামী ও শ্বশুর |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
আট মাসের এক অন্তঃসত্ত্বাকে খুনের অভিযোগে তাঁর স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করল পুলিশ। গত শুক্রবার নন্দকুমার থানার ভুঁইয়াখালি গ্রামে শ্বশুরবাড়ি থেকে মামনি পণ্ডা (২৫) নামে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বাপের বাড়ির লোকজন স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের ভিত্তিতে মামনিদেবীর স্বামী গৌতম পণ্ডা ও শ্বশুর অরূপ পণ্ডাকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তমলুক থানার চকগাড়ুপোতা গ্রামের মামণির সঙ্গে গৌতমের বিয়ে হয়েছিল এক বছর আগে। শুক্রবার সকালে দেহটি উদ্ধারের পরে ময়না-তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। সেদিন রাতেই গ্রেফতার করা হয় স্বামী-শ্বশুরকে। শনিবার ধৃতদের আদালতে তোলা হলে জেলহাজতে পাঠান বিচারক।
|
জলে নেমে মৃত্যু পর্যটকের |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
মন্দারমনিতে সমুদ্রে স্নান করতে নেমে জলের নীচে থাকা পাথরে ধাক্কা খেয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মৃতের নাম অনিল দাস (৫৫)। বাড়ি কলকাতার মুচিপাড়া থানা এলাকায়। রবিবার তিন বন্ধুর সঙ্গে তিনি মন্দারমনি এসেছিলেন। অন্য দিকে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে বাস উল্টে আহত হলেন দিঘা-ফেরত ২০-২২ জন পর্যটক। বাসটি বর্ধমান ফিরছিল। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে রামনগর থানার নিমতলায়, দিঘা-কলকাতা সড়কে। রামনগর থানার পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করায়।
|
বিজ্ঞান উৎসব |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কাঁথি পাবলিক স্কুলের ‘বিজ্ঞান উৎসব ও বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাৎ’ শীর্ষক দু’দিনব্যাপী অনুষ্ঠান শেষে সোমবার হল স্কুলের বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। অনুষ্ঠানের উদ্বোধন করেন কাঁথি রামকৃষ্ণ মিশনের স্বামী অক্ষতানন্দ। উপস্থিত ছিলেন দুই বিধায়ক সমরেশ দাস ও দিব্যেন্দু অধিকারী। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন স্কুলের পরিচালন কমিটির সভাপতি অধ্যাপক গৌরহরি গিরি। শনিবার বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেছিলেন স্বামী দিব্যব্রতনন্দ। সূচনায় বক্তব্য রাখেন সাহা ইন্সটিটিউট অব নিউক্লিয়র ফিজিক্সের অধ্যাপক পলাশবরণ পাল. বক্তব্য রাখেন বিড়লা মৌলিক বিজ্ঞান ও গবেষণা কেন্দ্রের অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারী, ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের অধ্যাপক পুণ্যশ্লোক ভাদুরি ও অধ্যাপক অম্লানকুসুম রায়। ধন্যবাদ জ্ঞ্যাপন করেন স্কুলের অধ্যক্ষ সমরেন্দ্রনাথ দাস।
|
কংগ্রেস কমিটি |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
সোমবার নয়াগ্রাম ব্লক কংগ্রেসের বর্ধিত অধিবেশনে দলের ব্লক-কমিটি গঠিত হল। স্থানীয় খড়িকামাথানি মার্কেট-কমপ্লেক্সে দলের নয়াগ্রাম ব্লক-সভাপতি অসিত দাসের উপস্থিতিতে এই বর্ধিত অধিবেশনে নতুন ব্লক-কমিটির সদস্য হয়েছেন ১০ জন। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেসের সাঁকরাইল ব্লক-সভাপতি মৃত্যুঞ্জয় দে, ঝাড়গ্রাম লোকসভার যুব-কংগ্রেস সভাপতি কৌশিক মহাপাত্র, যুব-কংগ্রেসের ঝাড়গ্রাম লোকসভার সাধারণ সম্পাদক তাপস মাহাতো প্রমুখ। কংগ্রেসের অধিবেশনে প্রায় চারশো প্রতিনিধি উপস্থিত ছিলেন। উপস্থিত নেতারা অভিযোগ করেন, রাজ্যে সরকারের জোট-শরিক হওয়া সত্ত্বেও কংগ্রেসকে উপেক্ষা করা হচ্ছে। কংগ্রেস সংঘাত চায় না। আত্মমর্যাদা প্রতিষ্ঠিত করতে হলে নিচুতলা থেকে সংগঠনকে মজবুত ভাবে গড়ে তুলতে হবে।
|
আহত পর্যটক |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে বাস উল্টে আহত হলেন দিঘা-ফেরৎ ২০-২২ জন পর্যটক। বাসটি বর্ধমান ফিরছিল। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে রামনগর থানার নিমতলায়, দিঘা-কলকাতা সড়কে। রামনগর থানার পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করায়। অন্য দিকে, মন্দারমনিতে সমুদ্রে স্নান করতে নেমে জলের নীচে থাকা পাথরে ধাক্কা খেয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মৃতের নাম অনিল দাস (৫৫)। বাড়ি কলকাতার মুচিপাড়া থানা এলাকায়।
|
ভলিবল প্রতিযোগিতা |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
১৫তম কানাইলাল প্রধান স্মৃতি ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ভাটদা পল্লিমঙ্গল সমিতি। এগরা ২ ব্লক ক্রীড়া সংস্থা আয়োজিত এই প্রতিযোগিতা হয় সোমবার। তাজপুর বন্ধুমহল ক্লাব প্রাঙ্গণে খেলা হয়। ফাইনালে ভাটদা পল্লিমঙ্গল সমিতি ৩০-২৫ পয়েন্টে দুবদা বিবেকানন্দ সঙ্ঘশ্রী ক্লাবকে হারিয়ে দেয়। ফেয়ার প্লে ট্রফি পায় খাগদা রবীন্দ্র স্মৃতি সঙ্ঘ। ম্যান অফ দ্য ফাইনাল ম্যাচ হন শুকদেব সাউ। ম্যান অফ দ্য সিরিজ হন দুবদার স্বরূপ দাস।
|
প্ল্যাটিনাম জয়ন্তী |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পাঁশকুড়ার কালই গোবর্ধন হাইস্কুলের ৭৫তম বর্ষপূর্তি উৎসব শেষ হয়ে গেল। গত শনিবার উৎসব শুরু হয়েছিল। সমাপ্তি অনুষ্ঠান হয় সোমবার। ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন অনুষ্ঠান হয়। এ দিকে পাঁশকুড়ার শ্যামসুন্দর পাটনা হাইস্কুলের হীরক জয়ন্তী উৎসব শুরু হয়েছে সোমবার। এসেছিলেন মন্ত্রী মানস ভুঁইয়া।
|
অবস্থান কর্মসূচি |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
অষ্টম শ্রেণি পর্যন্ত পাশফেল প্রথা তুলে দেওয়ার ভাবনার প্রতিবাদে গত শুক্রবার কাঁথিতে ‘শিক্ষা বাঁচাও কমিটি’র উদ্যোগে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের অবস্থান কর্মসূচি পালিত হয়। অবস্থানে বক্তব্য রাখেন তাপসকুমার বেরা, ওসমান আলি খান, কমিটির জেলা সম্পাদক আবদুল মাসুদ, সারথী মাইতি প্রমুখ।
|
মংলামাড়ো মেলা শুরু |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
মংলামাড়ো মেলার উদ্বোধন হল নেতাজির জন্মদিনে। সোমবার ১১তম বর্ষের এই মেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। উপস্থিত ছিলেন বিধায়ক অর্ধেন্দু মাইতি প্রমুখ। মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মেলাকমিটির সম্পাদক বুদ্ধদেব রানা জানান, ৩০ জানুয়ারি গণবিবাহ ও ৩১ জানুয়ারি রক্তদান শিবিরের আয়োজন রয়েছে।
|
নয়াগ্রামে কংগ্রেস কমিটি |
সোমবার নয়াগ্রাম ব্লক কংগ্রেসের বর্ধিত অধিবেশনে দলের ব্লক-কমিটি গঠিত হল। স্থানীয় খড়িকামাথানি মার্কেট-কমপ্লেক্সে দলের নয়াগ্রাম ব্লক-সভাপতি অসিত দাসের উপস্থিতিতে এই বর্ধিত অধিবেশনে নতুন ব্লক-কমিটির সদস্য হয়েছেন ১০ জন। |
|