সুভাষচন্দ্র বসুর ১১৫তম জন্মদিন উপলক্ষে সোমবার একগুচ্ছ অনুষ্ঠান হল পূর্ব মেদিনীপুরে। তমলুক শহরে জেলা কংগ্রেস কার্যালয় প্রাঙ্গণে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনাসভার আয়োজন ছিল। তমলুক পুরসভা প্রাঙ্গণে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন পুরসভা কর্তৃপক্ষ। নন্দীগ্রাম ২ ব্লকের রেয়াপাড়ায় পঞ্চায়েত সমিতির অফিস প্রাঙ্গণে নেতাজির মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন ছিল। উপস্থিত ছিলেন নেতাজি গবেষক মধুসূদন পাল, কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র গুপ্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল মাইতি, আরএসপি-র জেলা সম্পাদক অমৃত মাইতি প্রমুখ। |
এগরা শহিদ স্মরণ কমিটি ও সহযোগী সংস্থার উদ্যোগে শহরের দিঘা মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদানের পরে আলোচনাসভার আয়োজন ছিল। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রবোধচন্দ্র সিংহ, মহকুমাশাসক রত্নেশ্বর রায়, সুকুমার রায় প্রমুখ। মঙ্গলবার নেতাজিকে নিয়ে প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন রয়েছে। ১১৫টি প্রদীপ জ্বালিয়ে সোমবার সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করে এগরা ২ ব্লকের শুশুনিয়ার নবোদয় দৃষ্টিহীন ও মানসিক প্রতিবন্ধী বিশেষ বিদ্যালয়, ‘প্রেরণা অনাথ আশ্রম, জে জে অ্যাক্ট হোম স্নেহালয়। পাঠ্যপুস্তক, বস্ত্র ও ফলমূল বিতরণ করা হয় অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন বিডিও মৃণ্ময় মণ্ডল প্রমুখ।
নেতাজির জন্মদিবস উপলক্ষে সোমবার কাঁথিতে নেতাজি-মূর্তির পাদদেশে কাঁথি মহকুমা নেতাজিজয়ন্তী সংস্কৃতি পরিষদ ও নেতাজি জয়ন্তী কমিটি নানা অনুষ্ঠানের আয়োজন করে। নেতাজির মূর্তিতে মাল্যদান ছাড়াও নেতাজির জীবনের নানা দিক নিয়ে বক্তব্য রাখেন প্রাক্তন দুই বিধায়ক শৈলজা দাস, অনিল মান্না, কাঁথি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কাঙালচন্দ্র দাস, অধ্যাপক অমলেন্দুবিকাশ জানা, নরোত্তম পান্ডা, দেবাশিস পাহাড়ি, বিভূতিভূষণ দেবরায় প্রমুখ। |