|
|
|
|
নেতাজি জন্মজয়ন্তী পালিত জেলা জুড়ে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে যথাযথ মর্যাদায় পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। এই উপলক্ষে সোমবার সকাল থেকে স্কুল-কলেজ থেকে শুরু করে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নানা কর্মসূচির আয়োজন হয়েছিল। বর্ণাঢ্য পদযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
মেদিনীপুর শহরের কলেজ মোড়ে নেতাজি-মূর্তির পাদদেশে একটি অনুষ্ঠান হয়। দুপুরে বর্ণাঢ্য এক পদযাত্রা সেখানে এসে পৌঁছয়। জেলা ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে এই কর্মসূচি। পদযাত্রা এসে পৌঁছনোর পরেই অনুষ্ঠান শুরু হয়। নেতাজির মূর্তিতে মাল্যদান করেন দলের জেলা সম্পাদক সুকুমার ভুঁইয়া-সহ অন্য নেতারা। পরে এই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মেদিনীপুর শহরের বিভিন্ন ক্লাব, সংস্থার উদ্যোগেও এ দিন নানা অনুষ্ঠান হয়। শহরের টাউন স্কুলে দেশাত্মবোধক গান ও আবৃত্তি পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। নেতাজির জীবন, বহুমুখী সত্ত্বা ও তাঁর কর্মকাণ্ডের নানা দিক নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী ও সহ-প্রধান শিক্ষক রাজবল্লভ দে। |
|
নিজস্ব চিত্র। |
সদর ব্লকের মুন্সিপাটনায় এ দিন থেকেই শুরু হল নেতাজি শিশুবিকাশ মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র, বিধায়ক শ্রীকান্ত মাহাতো প্রমুখ। মেলা ঘিরে এলাকায় উৎসাহ দেখা দিয়েছে। মেলা কমিটির সম্পাদক জিতেন তোরই ও সভাপতি আলোক শাসমল জানান, শিশুবিকাশ মেলার এ বার ১৬ তম বর্ষ। আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। মেলা উপলক্ষে প্রতিদিনই নানা অনুষ্ঠান হবে। যেমন, কবিতা পাঠ, নৃত্য প্রভৃতি। খড়্গপুর মহকুমার সবং, পিংলা, নারায়ণগড়-সহ বিভিন্ন এলাকায় এ দিন নানা অনুষ্ঠান হয়। খড়্গপুর শহরে নেতাজি মূর্তিতে মাল্যদান করে বিভিন্ন সংস্থা। ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। মহকুমাশাসকের দফতরে এক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন মহকুমাশাসক অংশুমান অধিকারী-সহ বিশিষ্টরা। শহরের নেতাজি ছাত্র সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয়। পাশাপাশি ৮ মাইল দৌড় প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এই দৌড় ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। উপস্থিত ছিলেন ঘাটালের পুরপ্রধান জগন্নাথ গোস্বামী-সহ বিশিষ্ট ব্যক্তিরা। চন্দ্রকোনার বেকার সমিতির উদ্যোগে এ দিন ৫ মাইল দৌড় প্রতিযোগিতা হয়। সকালে এক শোভাযাত্রা বেরোয়। বেকার সমিতির পক্ষে গোবিন্দ দাস জানান, ক্রীড়াক্ষেত্রে উৎসাহ বাড়াতেই এই দৌড়ের আয়োজন। ঘাটাল শিশুমেলা ও উৎসব কমিটির পক্ষ থেকেও দিনটি পালন করা হয়। |
|
|
|
|
|