নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
রেফারি এবং ম্যাচ পরিচালনার কাজে যুক্ত ব্যক্তিদের একাংশের সঙ্গে অশোভন আচরণ করায় বাংলার কোচকে সতর্ক করলেন ম্যাচ কমিশনার মাধব জি সুবর্ণ। রবিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বি সি রায় ট্রফির বাংলা-মেঘালয় ম্যাচে কোচের আচরণ তিনি ভাল ভাবে নেননি। ওই দিনই চিঠি পাঠিয়ে টিম ম্যানেজার বাবুন বন্দ্যোপাধ্যায়কে তিনি জানিয়ে দেন তাঁদের দলের কোচ প্রশান্ত চক্রবর্তীকে সতর্ক করা হচ্ছে। তিনি যেন বিষয়টি দেখেন। ফের কোচের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পেলে তাঁরা কড়া ব্যবস্থা নেবেন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকেও বিষয়টি জানিয়ে দেন ম্যাচ কমিশনার। সোমবার কোচ প্রশান্তবাবুর প্রতিক্রিয়া, “ম্যাচের ওই পরিস্থিতিতে একটা ঘটনা ঘটে গিয়েছে। আমার আচরণে কেউ ব্যথিত হলে আমি দুঃখিত।” কোচের ওই আচরণ নিয়ে ম্যানেজার বলেন, “বিষয়টি দুর্ভাগ্যজনক। কোচের সঙ্গে কথাও বলেছি। তাঁকে সংযত থাকতে বলা হয়েছে। বিষয়টি মিটিয়ে ফেলতে কলকাতায় ফিরে গিয়ে আইএফএ’র কর্মকর্তাদের সঙ্গেও কথা বলব।” |
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে জুনিয়র বাংলা দলের অনুশীলন। —নিজস্ব চিত্র। |
ওই দিন ম্যাচের প্রথমার্ধে লাল কার্ড দেখেন বাংলার ফুটবলার রাজীব ঘড়ুই। যে সময় কোচ মাঠে ঢুকে রেফারিকে গালিগালাজ করেন বলে অভিযোগ। তা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ম্যাচ কমিশনার বলেন, “বাংলার কোচের ওই আচরণ দুর্ভাগ্যজনক। সে কারণেই দলের ম্যানেজারকে বিষয়টি জানিয়ে কোচকে সতর্ক করা হয়েছে। ফের এ ধরনের অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” মহকুমা ক্রীড়া পরিষদের সচিব শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান নান্টু পাল জানান, বাংলা জিতুক তাঁরাও চান। তাই কোচ মাথা ঠান্ডা রেখে কাজ করুন সে কথাই তাঁকে তিনি জানিয়েছিলেন। এ সব নিয়ে সমস্যা বাড়ুক তাঁরা সেটা চান না। অন্য দিকে বি সি রায় ট্রফির মূলপর্বে ওঠার এ দিন ছাড়পত্র পেল মিজোরাম এবং কর্নাটক। গ্রুপ লিগের শেষ দিন সোমবার বি ক্লাস্টার এবং ডি ক্লাস্টারের শেষ খেলাগুলি হয়েছে। ওড়িশাকে এ দিন ৫-১ হারিয়েছে মিজোরাম। উত্তরাখণ্ড এবং গোয়ার খেলাটি ২-২ ড্র হয়। লিগ পর্বে নির্ধারিত ৩ টি ম্যাচের সব ক’টি জিতে বি ক্লাস্টার থেকে মূলপর্বে উঠল মিজোরাম। ডি ক্লাস্টারে রয়েছে অসম, দিল্লি, কর্ণাটক, মণিপুর। এ দিন কর্নাটক ১-০ মণিপুরকে হারিয়ে দেয়। অসম-দিল্লি ম্যাচটি ২-২ ড্র হয়েছে। কর্নাটক এবং মণিপুর দুটি দলই ১টি করে ম্যাচ হেরেছে। ২টি করে ম্যাচ জিতে উভয় দলের সংগ্রহ ৬ পয়েন্ট। দিন ওই দুটি দলের ম্যাচে কর্নাটক ১-০ জেতায় ২৫ জানুয়ারি মূলপর্বে বাংলার মুখোমুখি হচ্ছে তারা। |