মর্গ্যানের লক্ষ্য ৭ পয়েন্ট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য পরের তিনটি ম্যাচে অন্তত সাত পয়েন্ট পেতেই হবে, লক্ষ্য স্থির করে দিয়েছেন ট্রেভর মর্গ্যান। পরের তিনটি ম্যাচ মানে চার্চিল ব্রাদার্স, প্রয়াগ ইউনাইটেড এবং মোহনবাগান। আজ মঙ্গলবার চার্চিলের বিরুদ্ধে ম্যাচ খেলতে মারগাও যাচ্ছেন টোলগে-পেনরা। শুক্রবার খেলা। পরপর দু’ম্যাচে হেরে হতোদ্যম বেটোদের বিরুদ্ধে অবশ্য তিন পয়েন্টই চাইছেন লাল-হলুদ কোচ। “চার্চিলের ফুটবলারদের মানসিক এই অবস্থার সুযোগ নিতে হবে।” হ্যালের বিরুদ্ধে যাঁরা খেলেছিলেন সেই দল চার্চিল ম্যাচেও অপরিবর্তিত থাকছে। প্রথম একাদশে সুনীলকুমারের জায়গায় খেলবেন গুরবিন্দর সিংহ। গোলকিপার সন্দীপ নন্দী অবশ্য চার্চিলের বিরুদ্ধে থাকছেন না। মারগাও যাচ্ছেন গুরপ্রীত সিংহ এবং জয়ন্ত পাল। এ দিকে মর্গ্যানের সামনে অনুশীলন শুরু করলেন নতুন নাইজেরীয় স্ট্রাইকার ওনি এম্বা। যাঁকে এএফসি কাপের জন্য নথিভুক্ত করার জন্য ট্রায়ালে ডেকেছে ইস্টবেঙ্গল। মাত্র মিনিট পনেরো তাঁকে দেখে লাল-হলুদ কোচ মন্তব্য করতে চাননি।
|
ধোনিদের বিরুদ্ধে নেতা জয়বর্ধনে
সংবাদসংস্থা • কলম্বো |
দু’ দেশের মধ্যে শেষ সাক্ষাতে বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করেছিলেন তিনি। এ বার সেই মাহেলা জয়বর্ধনেই আবার টিম নিয়ে নামবেন ধোনিদের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজে। আজ তিলকরত্নে দিলশান নেতৃত্ব ছাড়ায় জয়বর্ধনেকে ফিরিয়ে আনলেন নির্বাচকেরা। পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার জন্য যে ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে তাতে সহ-অধিনায়ক হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথেউজ। দিলশান নেতৃত্ব ছাড়লেও খেলবেন। এ দিকে, ভারতের বিরুদ্ধে দুটো টি-টোয়েন্টি ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হয়েছেন জর্জ বেইলি। বাদ পড়েছেন ক্যামেরন হোটাইট।
|
কোচবিহার ট্রফির এলিটে বাংলা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্লেটের অসম্মান কাটিয়ে কোচবিহার ট্রফির (অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্ট) এলিট গ্রুপে ফিরল বাংলা। সোমবার রেলওয়েজের বিরুদ্ধে ৩ পয়েন্ট তুলে বাংলাকে এলিটে ফেরালেন সন্দীপন দাস, অভিজিৎ মন্ডলরা। রেলওয়েজের প্রথম ইনিংসে তোলা ২৫০-র জবাবে বাংলা ৬৮৫-৮ তুলে ডিক্লেয়ার করে। অভিজিৎ (১৩৩), সন্দীপন (১৩০), বিবেক সিংহ (১০৬), আমির গনি (১০০ ন:আ:) সেঞ্চুরি করেন। জবাবে দ্বিতীয় ইনিংসে রেলওয়েজ তোলে ৩১২-৮। দু’ইনিংস মিলিয়ে ৮ উইকেট পান অলোকপ্রতাপ সিংহ।
|
ফের রঞ্জি জয় রাজস্থানের
সংবাদসংস্থা • চেন্নাই |
টানা দু’বার রঞ্জি ট্রফি ঘরে তুলে নিল রাজস্থান। তামিলনাড়ুর মতো শক্তিশালী দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হল তারা। প্রথম ইনিংসে রাজস্থানের তোলা ৬২১-এর জবাবে ২৯৫ রানে গুটিয়ে যায় তামিলনাড়ু। ফলো অন না করিয়ে রাজস্থান দ্বিতীয় ইনিংসে ২০৪-৫ তুলে ডিক্লেয়ার করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার জন্য খুব অল্প সময় পেয়ে তামিলনাড়ু করে ৮-২।
|
শেষ চারে বাংলা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জাতীয় অনূর্ধ্ব ১৫ টুর্নামেন্ট মীর ইকবাল ট্রফির পূর্বাঞ্চল পর্বে সেমিফাইনালে উঠল বাংলা। সোমবার গ্রুপের শেষ ম্যাচে তারা ঝাড়খণ্ডের সঙ্গে ০-০ ড্র করে। গোলপার্থক্যে ঝাড়খণ্ড গ্রুপ চ্যাম্পিয়ন। বুধবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে বাংলা খেলবে ওড়িশার বিরুদ্ধে।
|
স্পোর্টিং ক্লুবের বড় জয় |
আই লিগে মারগাওয়ে মুম্বই এফ সিকে ৫-০ গোলে হারাল স্পোর্টিং ক্লুব দে গোয়া। গোল করেন অ্যান্থনি ডি’সুজা, জেমস মোগা, ম্যাকরয় পিক্সোতে (২) এবং ওগবা কালু। লিগ তালিকায় তারা উঠল আট নম্বরে। |