অস্ট্রেলীয় ওপেন শুরুর আগে বিশেষজ্ঞদের অঙ্কে ছিলেন না ওঁরা। কিন্তু টুর্নামেন্ট দ্বিতীয় সপ্তাহে পড়ার দিন ওঁরাই ওলটপালট করে দিলেন অনেক হিসেব-নিকেশ। চতুর্থ রাউন্ডে একাতেরিনা মারাকোভা আর কেই নিশিকোরি অঘটন ঘটালেন বললে কমই বলা হয়! বিশ্বের ৫৬ নম্বর রুশ মেয়ে ৬-২, ৬-৩ ছিটকে দিলেন পাঁচ বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসকে। পাঁচ সেটের ম্যারাথনে ষষ্ঠ বাছাই জো-উইলফ্রেড সঙ্গাকে বাড়ি পাঠালেন বাইশ বছরের জাপানি তরুণ কেই নিশিকোরি। জিতলেন ২-৬, ৬-২, ৬-১, ৩-৬, ৬-৩। |
জয়ের আলিঙ্গন মহেশ-সানিয়ার। ছবি: এপি |
দিনটা দারুণ গেল সানিয়া মির্জার। মেয়েদের ডাবলস এবং মিক্সড ডাবলস, দু’টোতেই কোয়ার্টার ফাইনালে উঠলেন। মহেশ ভূপতি-রোহন বোপান্না পুরুষদের ডাবলস থেকে ছিটকে গেলেও দু’জনেই মিক্সড ডাবলসের শেষ আটে। ২০০৯-এর চ্যাম্পিয়ন সানিয়া-মহেশকে ৩-৬, ৬-৪, ১২-১০ জিততে যথেষ্ট লড়তে হল ইভেতা বেনেসোভা-যুর্গেন মেলজারের বিরুদ্ধে। রোহন-লিসা রেমন্ড ৬-৪, ৬-২ হারালেন অস্ট্রেলীয় কেসিডেলাকোয়া-ম্যাথু এবডেনকে। মেয়েদের ডাবলসে দ্বাদশ বাছাই জার্মিলা গ্যাডোসোভা-বেথানি মাটেক স্যান্ডসকে ষষ্ঠ বাছাই সানিয়া-এলেনা ভেসনিনা হারালেন ৭-৫, ৬-৩।
অ্যান্ডি মারে আবার বিনা লড়াইয়ে শেষ আটে। মিখাইল কুকুশকিন পেশিতে টান ধরায় ম্যাচ ছেড়ে দিলেন যখন, মারে তখন এগিয়ে ৬-১, ৬-১, ১-০। জার্মান স্যাবাইন লিস্কির বিরুদ্ধে মারিয়া শারাপোভা লড়ে জিতলেন ৩-৬, ৬-২, ৬-৩। আনা ইভানোভিচকে ৬-২, ৭-৬(২) হারিয়ে দ্বিতীয় বাছাই পেত্রা কিভিতোভা ইতালীয় সারা ইরানির সামনে। রড লেভার এরিনায় সমস্ত আগ্রহ ছিল নোভাক জকোভিচ বনাম লেটন হিউইট নিয়ে। জকোভিচের কাছ থেকে টুর্নামেন্টে প্রথম সেট কেড়েও অস্ট্রেলীয় তারকা হারলেন ১-৬, ৩-৬, ৬-৪, ৩-৬। |