ঋণনীতি আজ
মূল্যবৃদ্ধি নিয়ে এখনও সতর্ক রিজার্ভ ব্যাঙ্ক
ন্নয়ন ও মূল্যবৃদ্ধি ফের বাড়ার সম্ভাবনাকে মাথা চাড়া দিয়ে উঠতে না দেওয়া এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে গিয়ে সাবধানী রিজার্ভ ব্যাঙ্ক। আগামী কাল তৃতীয় ত্রৈমাসিক ককককণনীতি ঘোষণার ঠিক একদিন আগে তাই সুদ অপরিবর্তিত রাখারই ইঙ্গিত দিল তারা। সোমবার পেশ করা আর্থিক পর্যালোচনায় শীর্ষ ব্যাঙ্ক নগদ জমার অনুপাত বা সিআরআর কমানোর কোনও আগাম পূর্বাভাসও মেলেনি। এর জেরে কিছুটা হতাশ শিল্প ও ব্যাঙ্কিং মহল। কারণ, তাদের প্রত্যাশা ছিল রিজার্ভ ব্যাঙ্ক এ বার থেকে সুদ কমানোর রাস্তাতেই হাঁটবে। সুদ কমার ব্যাপারে কোনও ইঙ্গিত না-মেলায় এ দিন শেয়ার বাজারেও লেনদেন ছিল যৎসামান্য।
তবে এখনই কম সুদের জমানায় ফিরে না- যাওয়ার কারণ দর্শাতে গিয়ে আর্থিক বৃদ্ধি আগের হিসেব মতো ৭.৬% ছুঁতে পারবে না বলে সাবধান করেছে রিজার্ভ ব্যাঙ্ক। অন্য যে সমস্ত ব্যাপারে তারা হুঁশিয়ারি দিয়েছে, তার মধ্যে আছে:
• মূল্যবৃদ্ধি আবার বাড়ার ঝুঁকি যথেষ্ট। খাদ্য ছাড়া অন্যান্য শিল্পপণ্যে মূল্যবৃদ্ধি (কোর ইনফ্লেশন) বেশ চড়া। গত ১১ মাসে তা ৭ শতাংশেই অনড়। এই হার বাগে আসার জন্যই শীর্ষ ব্যাঙ্ক অপক্ষা করছে বলে মনে করছে ব্যাঙ্কিং মহল।
• ২০০৮ সালের পর বিশ্ব অর্থনীতির উপর নতুন করে মন্দার ছায়া।
• রাজনৈতিক অনিশ্চয়তায় বিশ্ব বাজারে তেলের দাম বাড়া নিয়ে শঙ্কা।

গত সপ্তাহে ২০ জন অর্থনীতিবিদকে নিয়ে রয়টার্সের সমীক্ষায় ৭ জন সিআরআর কমা নিয়ে আশা প্রকাশ করেন। যদিও সুদ কমবে বলে কেউই ইঙ্গিত দেননি। তবে সোমবার ব্যাঙ্কিং বিশেষজ্ঞরা স্থিতাবস্থা বজায় থাকার ইঙ্গিতই দিয়েছেন। স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান প্রতীপ চৌধুরী বলেছেন, “রিজার্ভ ব্যাঙ্ক মূল্যবৃদ্ধির একেবারে শেষ দেখতে চায়।” ঠিক এই কারণেই আর কিছু দিন সুদ একই রাখতে চায় বলে মনে করছেন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের সিএমডি এম নরেন্দ্র। তবে কানাড়া ব্যাঙ্কের সিএমডি এস রমন অবশ্য মনে করছেন সিআরআর ২৫ বেসিস পয়েন্ট কমতে পারে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.