টুকরো খবর
মনোরম শীত, ভিড় বাড়ছে পর্যটকদের
শীতের ব্যাট যদি ঠিকঠাক চলে, পর্যটনও বড় রানের ইনিংস তৈরি করে। আবার একটা লম্বা সপ্তাহান্তের মুখে তাই নবদ্বীপের ব্যবসায়ী মহলে খুশির হাওয়া। শনি-রবিবারের মনোরম আবহাওয়ার পরে সোমবারে সুভাষচন্দ্র বসুর জন্মদিবসের ছুটি। তারপর সপ্তাহের কয়েকটা দিন কাটলেই সাধারণতন্ত্র দিবস। তারপর আর একটা দিন ছুটি নিলেই ফের সপ্তাহান্তের দু’টো দিন। এমন ছোট ছোট ছুটির সুযোগেই ভরে ওঠে নবদ্বীপ-মায়াপুর-বেথুয়াডহরির মতো পর্যটনকেন্দ্রগুলি। শহরের এক ব্যবসায়ী অপূর্ব দত্তের কথায়, “বড় ছুটি আগে থেকে পরিকল্পনা করে লোকে দূরে কোথাও বেড়াতে যায়। কিন্তু এই ছোট ছোট দু’দিন, তিন দিনের ছুটির সময়টাই ছোটখাট দূরত্বে বেড়াতে যাওয়ার পক্ষে আদর্শ। তার জন্য খুব পরিকল্পনাও কিছু করতে হয় না।” আর এক ব্যবসায়ী স্বরূপ মিত্রের কথায়, “ছুটির সঙ্গে দরকার ঠিকঠাক আবহাওয়া। যদি আবহাওয়া খারাপ থাকে, তা হলে লোকে এই ছোট ছোট ছুটিতে বাড়ি থেকে বেরোতে চান না। আবহাওয়া ভাল হলে কিন্তু অনেকেই চান রোজকার রুটিন থেকে বেরিয়ে পড়তে। সেক্ষেত্রে নবদ্বীপ একেবারে আদর্শ বেড়ানোর জায়গা। এর মধ্যেই পর্যটকদের ভিড়ে ভরে উঠছে শহরের হোটেল-লজ। তাঁদের আশা, সাধারণতন্ত্র দিবস থেকে ভিড় বাড়বে।

ঝাড়গ্রামে পর্যটন সচিব
ঝাড়গ্রামে পর্যটনের প্রসারে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। গত ১২ জানুয়ারি জঙ্গলমহল উৎসবের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অরণ্যশহরে পর্যটন ঢেলে সাজাতে সরকার উদ্যোগী হয়েছে। সেই মতো সোমবার ঝাড়গ্রামে আসেন রাজ্যের পর্যটন সচিব রাঘবেন্দ্র সিংহ। এ দিন তিনি ঝাড়গ্রাম রাজবাড়ি ও গোপীবল্লভপুরের হাতিবাড়ি এলাকা ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, ঝাড়গ্রামের পুলিশ সুপার গৌরব শর্মা প্রমুখ। এই এলাকা কী ভাবে আরও সাজিয়ে তোলা যায়, এ দিন তাই-ই খতিয়ে দেখেন পর্যটন সচিব। কথা বলেন জেলা প্রশাসন ও বন দফতরের আধিকারিকদের সঙ্গে। রাজ পরিবারের উত্তরসূরী তথা জেলা তৃণমূল নেতা দুর্গেশ মল্লদেব বলেন, “রাজ্য সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়।” রাজবাড়ি ঘুরে দেখার পর বাঁদরভোলায় যান সচিব। পর্যটন দফতর ও বন দফতরের যৌথ উদ্যোগে এখানে প্রকৃতি ভ্রমণকেন্দ্র তৈরির কাজ চলছে। পরে হাতিবাড়িতে যান সচিব। পাশ দিয়েই বয়ে গিয়েছে সুবর্ণরেখা নদী। পর্যটক-আকর্ষণে পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কী জরুরি, সে নিয়ে খোঁজখবর নেন।

রদবদল ব্ল্যাকবেরিতে
প্রতিযোগিতায় এগোতে পরিচালন পর্ষদে পরিবর্তন আনল ব্ল্যাকবেরি নির্মাতা রিসার্চ ইন মোশন (রিম)। জিম বালসিলি ও মাইক লাজারিডিস সংস্থার কো-চেয়ারম্যান এবং কো-সিইও পদ থেকে ইস্তফা দিয়েছেন। লাজারিডিস ভাইস-চেয়ারম্যান হচ্ছেন। বালসিলি পর্ষদে থাকলেও কোনও পদ অধিকার করবেন না। থর্সটেন হেইনস নয়া সিইও হয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত প্রেম ওয়াটসা ডিরেক্টর হচ্ছেন।

আইশারের প্রয়াস

হাওড়ার চামরাইলে পরিষেবা কেন্দ্র চালু করল আইশার ট্রাক্স অ্যান্ড বাসেস। সংস্থার ডিলার ফিউচার অটোমোবাইল এজেন্সিতেই এটি চালু হল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.