গোলায় রাখা ৫০ বস্তা ধান আগুনে ছাই হয়ে গেল কালনা ২ ব্লকের টোলা গ্রামের এক ব্যক্তির বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মফিয়ার রহমান। তাঁর পরিবার জানায়, রবিবার গভীর রাতে ধানের গোলায় আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও ধান নষ্ট হয়ে যায়। পুলিশের কাছে ওই পরিবারটি দাবি করেছে, এ দিন রাতে ওয়াব শেখ নামে এক ব্যক্তিকে গোলার কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। স্থানীয় তৃণমূল কংগ্রেসের দাবি, পরিবারটি তাদের সমর্থক। কালনা ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রায়ের বক্তব্য, “বিধানসভা নির্বাচনের আগে থেকেই স্থানীয় কয়েক জন সিপিএমের লোকজন ওই পরিবারটির উপরে মারধর-সহ নানা হামলা চালিয়েছে। এ দিনও আগের শত্রুতার জেরে এদের ধান নষ্ট করে দেওয়া হয়েছে। পুলিশকে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।” সিপিএম জেলা কমিটির পাল্টা দাবি, বিষয়টির সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। কালনা থানা সূত্রে জানা গিয়েছে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।
|
শতবর্ষের আলোকে জাতীয় সঙ্গীত উদ্যাপন উৎসব শেষ হল রবিবার। কালনা শহরের মহিষমর্দিনী উচ্চ বিদ্যালয়ের মাঠে কালনা উৎসব কমিটি আয়োজিত এই অনুষ্ঠান চলল তিন দিন। উৎসব উপলক্ষে আয়োজিত হয়েছিল পুষ্পমেলা।
|
কবিকঙ্কন মুকুন্দরাম সাংস্কৃতিক মেলা শেষ হল রবিবার। বর্ধমানের মাধবডিহির দামিন্যা গ্রামে কবির জন্মভিটেয় এই মেলা এ বার ২৬ বছরে পড়ল। গত ১৯ জানুয়ারি মেলার উদ্বোধন করেন মুকুন্দ-গবেষক ও সাহিত্যক প্রভাত মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সুনন্দ সান্যাল-সহ বিশিষ্ট ব্যক্তিরা। |