দীর্ঘদিন ঘরছাড়া থাকার পরে গ্রামে ফেরায় তাদের এক সমর্থকের উপরে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ করল সিপিএম। সোমবার বুদবুদের দেবশালা গ্রামের ঘটনা। সিপিএমের পক্ষ থেকে তিন জন তৃণমূল কর্মী-সমর্থকের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। তৃণমূল অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবশালা গ্রামের বাসিন্দা অজয় বাগদি দীর্ঘদিন ধরে বাড়িছাড়া ছিলেন। সোমবার তিনি বাড়ি ফেরেন। সিপিএমের অভিযোগ, এর পরেই তৃণমূলের কয়েক জন কর্মী-সমর্থক তাঁর উপর চড়াও হন। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে মানকর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সিপিএমের রচিন মজুমদার অভিযোগ করেন, মানিক রুইদাস, চঞ্চল বক্সী, প্রসেঞ্জিৎ বক্সীর নেতৃত্বে তৃণমূলের কর্মী-সমর্থকরা এই হামলা চালিয়েছে। তৃণমূল নেতা দেবদাস বক্সী অবশ্য এই অভিযোগ অস্বীকার করে জানান, পুলিশ তদন্ত করলেই প্রকৃত তথ্য বেরিয়ে যাবে।
|
নিয়ম ভেঙে প্ল্যাটফর্মে বিক্রিবাটার অভিযোগে সোমবার সকালে ৬ জন হকারকে গ্রেফতার করে রেল পুলিশ। প্রতিবাদে এ দিন সন্ধ্যায় তৃণমূলের নেতৃত্বে হকারেরা আরপিএফ আউটপোস্টে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের পক্ষে মানসরঞ্জন চট্টোপাধ্যায় জানান, দীর্ঘদিন ধরে ওই হকারেরা স্টেশনে ব্যবসা করছেন। তাঁদের গ্রেফতার করে রেল পুলিশ সঠিক কাজ করেনি। রেল পুলিশ অবশ্য জানিয়েছে, নিময় মেনেই ওই হকারদের গ্রেফতার করা হয়েছে। |