নানা অনুষ্ঠানের মধ্যে খনি ও শিল্পাঞ্চলে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস।
দুর্গাপুর স্টিল প্ল্যান্টের তরফে সিটি সেন্টারে নেতাজি মূর্তির আবরণ উন্মোচন করা হয়। ইস্পাত কলোনিতেও সংস্থার পক্ষে অনুষ্ঠান হয়। একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে এ দিন আমরাইয়ের তাজ স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা শিবির করেছিল দুর্গাপুর টাউন হোমিওপ্যাথিক ডক্টরস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ছিলেন বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায় ও মেয়র রথীন রায়। আলাপ ক্লাব ৫ কিলোমিটার দৌড়ের আয়োজন করে। স্কুলের কচিকাঁচাদের নিয়ে অনুষ্ঠান হয় পারুলিয়া শিশু শিক্ষা নিকেতনে। নেতাজির জন্মদিন পালিত হয় দুর্গাপুর নেতাজি সুভাষ শিশু উদ্যানেও। |
আসানসোলের কেন্দ্রীয় নেতাজি জন্মোৎসব উদযাপন কমিটির উদ্যোগে আসানসোলের মিউনিসিপ্যাল পার্কে একটি অনুষ্ঠান হয়। ট্রাফিক জিমন্যাসিয়ামের সামনে নেতাজি স্মরণ অনুষ্ঠানের সূচনা করেন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। ফরোয়ার্ড ব্লকের কুলটি থানা কমিটি ডিসেরগড়ে নেতাজির জন্মদিন পালন করে। বার্নপুরের ১০ নম্বর ইস্কো গেটে নেতাজির মূর্তিতে মাল্যদান হয়। কুচকাওয়াজেরও আয়োজন ছিল। রূপনারায়ণপুর ও সালানপুরে একাধিক ক্লাব ও সংগঠনের তরফে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রানিগঞ্জের আমকোলায় ক্রীড়া প্রতিযোগিতা হয়। জামুড়িয়ার বোগড়ায় আইএনটিইউসি এবং কংগ্রেস নেতাজি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। পাণ্ডবেশ্বরের শোনপুর বাজারিতে হরিপুর তৃণমূলের উদ্যোগে দিনটি পালিত হয়। ছিল পঙ্ক্তিভোজ-ও। |