খেলার টুকরো খবর
মেমারিতে টেনিকয়েট
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে মেমারির মহেশডাঙা গ্রামে হয়ে গেল টেনিকয়েট প্রতিযোগিতা। স্থানীয় দক্ষিণপাড়া মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পুরষদের সিঙ্গলসে বিজয়ী হয়েছেন তন্ময় বাগচি। তিনি ফাইনালে শান্তনু বিশ্বাসকে ২-০ ফলে হারিয়েছেন। মেয়েদের বিভাগে একই ফলে ফাইনালে রিনা বিশ্বাস হারিয়েছেন টিনা বাইনকে। এছাড়া হয়েছে অ্যাথলেটিক প্রতিযোগিতা। তাতে ১০টি বিভাগে প্রায় শতাধিক প্রতিযোগী যোগ দিয়েছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার বিশ্বনাথ ঢালি।

জয়ী জাতীয় সঙ্ঘ
রাধারানি স্টেডিয়ামে সোমবার জাতীয় সঙ্ঘ ৫ উইকেটে হারিয়েছে গলসি উদয়ন সঙ্ঘকে। প্রথমে ব্যাট করে গলসি করে ৩৩.৫ ওভারে করে ১৩৩। রামসাত্বিক গঙ্গোপাধ্যায় করেন ৩৭। মোল্লা সাবির ইকবাল ২৩ রানে ৩টি উইকেট দখল করেন। পরে ব্যাট করে জাতীয় ২৯.২ ওভারে করে ১৩৪-৫। দলের শেখ কচি ৩৪ ও সুমন ভট্টাচার্য করেন অপরাজিত ৩০। গলসির দেবজ্যোতি মিশ্র ২৬ রানে ২ উইকেট দখল করেন। আটটি দলকে নিয়ে বুধবার থেকে শুরু হচ্ছে প্রথম ডিভিশন ক্রিকেট লিগ।

জেলা ক্যারাটে
তৃতীয় বর্ধমান জেলা ক্যারাটে প্রতিযোগিতায় দলগত খেতাব জিতেছে দ্য মার্শাল আর্ট অ্যাকাডেমি। রানার্স হয়েছে চিত্তরঞ্জনের অ্যাকাডেমি অব জেএসকে শোতোকান। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বর্ধমানের শাঁখারিপুকুর অগ্রদূত সঙ্ঘের মাঠে। ২০টি ইভেন্টে প্রায় ১০০ প্রতিযোগী যোগ দেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.