সংস্কৃতি যেখানে যেমন |
গোবরডাঙায় রূপান্তরের নাট্যোৎসব
নিজস্ব সংবাদদাতা • গোবরডাঙা |
|
‘বদনাম’ নাটকের একটি দৃশ্য। ছবি: পার্থসারথি নন্দী। |
রাজ্যের নাট্যচর্চার ইতিহাসে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা একাটা আলাদা জায়গা জুড়ে রয়েছে। প্রতিবছর নাটককে কেন্দ্র নানা উৎসব সেই জায়গাকে ক্রমশ আরও পোক্ত করছে। গত শনিবার থেকে এখানে শুরু হয়েছে নাট উৎসব। পরিচালনায় রয়েছে স্থানীয় নাট্যসংস্থা রূপান্তর। সহযোগিতায় রয়েছে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক। পুরসবার বাস টার্মিনাসে বিমল আচার্যের নামাঙ্কিত অস্থায়ী মঞ্চে উৎসবের উদ্বোধন করেন গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান সুভাষ দত্ত। তিনদিনের এই উৎসবে মোট পাঁচটি নাটক মঞ্চস্থ হবে। প্রথম দিন মঞ্চস্থ হয় দত্তপুকুরের দৃষ্টি নাট্য সংস্থার নাটক ‘জুতা আবিষ্কার’। নির্দেশনায় ছিলেন গার্গী ভট্টাচার্য। রূপান্তর নাট্য সংস্থার নিবেদন ছিল প্রদীপ রায়চৌধুরী নির্দেশিত ‘বদনাম’। এ ছাড়াও প্রথম দিন মছলন্দপুরের ইমন মাইম সেন্টারের মূকাভিনয় নজর কাড়ে। নির্দেশনায় ছিলেন ধীরাজ হাওলাদার। রবিবার মঞ্চস্থ হয় নান্দীকার নাট্য সংস্থার নাটক ‘আমার প্রিয় রবীন্দ্রনাথ’ স্বাতী গঙ্গোপাধ্যায়ের নির্দেশনায় নাটকে অভিনয়ে ছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সোহিনী সেনগুপ্ত, দেবশঙ্কর হালদার প্রমুখ। ‘কোমল গান্ধার’ মঞ্চস্থ করে চণ্ডালিকা। নির্দেশনা মুরারি মুখোপাধ্যায়। আজ, সোমবার উৎসহের শেষদিনে অভিনীত হবে রঙরূপ নাট্যসংস্থার নাটক ‘মায়ের মতো’। নির্দেশনা সীমা মুখোপাধ্যায়। নাট্য উৎসবের পাশপাশি সমরজিৎ বিশ্বাসের ছবি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রয়েছে সাহিত্য পত্রিকার স্টল। উদ্যোক্তাদের তরফে প্রদীপ রায়চৌধুরী বলেন, “এ বার নাট্য উৎসবকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে চলতি মাসের ১০ তারিখে পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমিতে স্কুলে থিয়েটার বিষয়ে একটি আলোচনা সভার মাধ্যমে এই উৎসব শুরু হয়। আলোচনা সভায় অংশ নিয়েছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ও তীর্থঙ্কর চন্দ। গোবরডাঙায় চলছে উৎসবের দ্বিতীয় পর্যায়।” উৎসবের প্রতিদিনই প্রচুর নাট্যমোদী দর্শকদের ভিড় হচ্ছে।
|
দঃ ২৪ পরগনা জেলা বইমেলা শুরু মগরাহাটে
নিজস্ব সংবাদদাতা • মগরাহাট |
|
ছবি: দিলীপ নস্কর। |
দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট কলেজ মাঠে শুরু হয়েছে ১৭ তম জেলা বইমেলা। পরিচালনায় রয়েছে জেলা পরিষদ। গত ১৮ জানুয়ারি মেলার উদ্বোধন করেন জেলা সভাধিপতি শামিমা শেখ। এ বার মেলায় ৫৮টি বইয়ের সটল রয়েছে। এ ছাড়া কৃষি নিয়েও প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ, সোমবার শেষ হচ্ছে মেলা।
|
সুন্দরবন লোকসংস্কৃতি উৎসব
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ‘সুন্দরবন লোকসংস্কৃতি উৎসব এবং গ্রামীণ কুটির শিল্প মেলা’ শুরু হল বাসন্তীর জয়গোপালপুরে। শুক্রবার মেলার উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী শ্যামল মণ্ডল। ছিলেন মহকুমাশাসক শেখর সেন, প্রাক্তন সংসদ সনৎ মণ্ডল, বিধায়ক জয়ন্ত নস্কর প্রমুখ। মেলার মূল মঞ্চে প্রতিদিন থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বসেছে গ্রামীণ হস্তশিল্প, কুটির শিল্পের নানা স্টল। মেলার উদ্যোক্তারা জানান, প্রত্যন্ত এই অঞ্চলের অনগ্রসর মানুষের জীবনের সার্বিক উন্নতি এবং গ্রামীণ আর্থ-সামাজিক বিকাশের লক্ষ্যে, সুন্দরবনের লোককৃষ্টি, সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরতে এই মেলা। মেলা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।
|
গোপালনগরে মিলন মেলা
নিজস্ব সংবাদদাতা • গোপালনগর |
উত্তর ২৪ পরগনার গোপালনগরে মাঝেরগ্রাম স্টেশন সংলগ্ন গৌরীশাইল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে রবিবার থেকে শুরু হয়েছে মিলন মেলা। মেলা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। মেলার আয়োজক ‘কৃষ্টি’ নামে একটি সংস্থা। দ্বিতীয় বর্ষে পা দেওয়া মেলায় বিভিন্ন দিনে রয়েছে লোকসঙ্গীতের আসর, একাঙ্ক নাটক, আধুনিক বাংলা গান, নৃত্য, বিচিত্রানুষ্ঠান।এ ছাড়া দেখা যাবে জীবন্ত বিবেকানন্দ, চার্লি চ্যাপলিন, মিকি মাউসকে। আদি মহোৎসব। গোপালনগরের রসুলপুর শ্রীশ্রী রক্ষাকালীমাতার মন্দির চত্বরে গত শুক্রবার থেকে শুরু হয়েছে আদি মহোৎসব। পাঁচদিনের এই উৎসবে ভাগবৎ গীতা পাঠ, নামসংকীর্তন, রাসলীলা, বাউল প্রভৃতির আয়োজন করা হয়েছে। শুক্রবার উৎসবের সূচনায় এক শোভাযাত্রার আয়োজন করা হয়। মহোৎসবে দর্শনার্থীদের ভোগপ্রসাদ খাওয়ানোর ব্যবস্থাও রয়েছে।
|
‘কোথায় কী’ বিভাগে প্রকাশের জন্য অন্তত
১০ দিন আগে অনুষ্ঠানসূচি পাঠান এই ঠিকানায়
আনন্দবাজার পত্রিকা,
জেলা দফতর, ৬,
প্রফুল্ল সরকার স্ট্রিট
কলকাতা- ৭০০ ০০১। |
|
|