|
|
|
|
|
|
|
নোটিস বোর্ড |
|
|
|
• ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া, পুণেতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন সংক্রান্ত বিভিন্ন কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। তিন বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স করা যাবে ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, সাউন্ড রেকর্ডিং ও সাউন্ড ডিজাইন এবং এডিটিং-এ। দু’বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স রয়েছে অ্যাক্টিং এবং আর্ট ডিরেকশন ও প্রোডাকশন ডিজাইন-এ। আর এক বছরের স্নাতকোত্তর সার্টিফিকেট কোর্স করার সুযোগ আছে ফিচার ফিল্ম স্ক্রিনপ্লে রাইটিং, ডিরেকশন, ইলেকট্রনিক সিনেমাটোগ্রাফি, ভিডিয়ো এডিটিং এবং সাউন্ড রেকর্ডিং ও টিভি ইঞ্জিনিয়ারিং-এ। পোস্ট এবং অনলাইনের মাধ্যমে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ফেব্রুয়ারি। ওয়েবসাইট: www.ftiindia.com
• ইউএম-ডিএই সিবিএস, মুম্বই এবং এনআইএসইআর, ভুবনেশ্বরে বায়োলজিক্যাল, কেমিক্যাল, ম্যাথমেটিক্যাল এবং ফিজিক্যাল সায়েন্সেস-এ এম এসসি (৫ বছরের ইন্টিগ্রেটেড) কোর্সে ভর্তির জন্য ন্যাশনাল এন্ট্র্যান্স স্ক্রিনিং টেস্ট (নেস্ট) হবে ২৭ মে। যোগ্যতা: বিজ্ঞান সহ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ। সাধারণ ও অন্য অনুন্নত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ৬০ শতাংশ এবং তফসিলি জাতি/ জনজাতির ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। আবেদন করা যাবে অনলাইন এবং পোস্টাল মাধ্যমে। আবেদন করার শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি। ওয়েবসাইট: http://nestexam.in/
• বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্ল্যান্টেশন ম্যানেজমেন্ট -এ দু’বছরের পূর্ণ সময়ের এগ্রি বিজনেস অ্যান্ড প্ল্যান্টেশন ম্যানেজমেন্ট-এ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট কোর্স করা যাবে। যোগ্যতা: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট। অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ। ওয়েবসাইট: www.iipmb.edu.in
• মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্ক আরও আকর্ষণীয় করে তুলতে বিশতম ম্যাথমেটিক্স ট্রেনিং অ্যান্ড ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। তিনটি স্থানে প্রোগ্রামটি হবে ২১ মে-১৬ জুন আইআইটি কানপুরে, ১৪ মে-৯ জুন আইআইটি গুয়াহাটি এবং তামিলনাড়ুর ভারথীদশন বিশ্ববিদ্যালয়ে। আবেদন জমা দেওয়া শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি। বিশদ জানতে দেখতে হবে ওয়েবসাইট: www.mtts.org.in |
|
|
|
|
|